কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
হেদে গো রঙ্গিণী রমণীর মণি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৭। সখ্যা উত্তরম্ ॥ যথারাগ॥ হেদে গো রঙ্গিণী রমণীর মণি এ তনু নিছনি তোর । এ তুয়া চরিতে না জানিয়ে চিতে কি সুখ উপজে মোর ॥ শুন বলি তোরে দেখিলে যাহারে সে নব নাগর গোরা । নানা রঙ্গে ফিরে নদীয়া নগরে নাগরী-পরাণ চোরা ॥ সাধে কোন্ বিধি পাইয়া গুণনিধি গড়িলে রসের দেহ । সে রূপ-মাধুরী বারেক নেহারি কেহো না ধরয়ে থেহ ॥ সে মুখেতে হাসি ঢালে সুধারাশি ভ্রুভঙ্গি বিশেষ ভাতি । নরহরি জানে লোচন নাচনে মজাইল যুবতী জাতি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
হেদেগো সজনি! রজনী-স্বপন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৫। ॥ পুনঃ ললিত॥ হেদেগো সজনি ! রজনী-স্বপন বিরলে বলিয়ে তোরে । রসিকশেখর গোরা রসভরে অথির হেরিয়া মোরে ॥ হাসি হাসি আসি কুচ পরশিতে তরসি ঠেলিলু পাণি । মনরে উলাসে পাশে বসি কত কহয়ে কাকুতি বাণী ॥ নয়ানের কোণে চাহিলু তা পানে তখনি নাগররাজ । বদনে বদন ঝাঁপি কাঁপে ঘন অমনি পাইলু লাজ ॥ নরহরি পহুঁ পরাণ পুতলি এত বা জানয়ে রঙ্গ । সাধে করি কোলে অলপে অলপে তলপে গড়ায় অঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
হেদেগো সজনি! সইয়ের ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৫। অথোন্মাদে ॥ বীরহামীর॥ হেদেগো সজনি ! সইয়ের কাহিনী কহিতে বিদরে হিয়া । বাউরীর পারা হইল সো গোরা রূপেতে নয়ান দিয়া ॥ কিবা দিবা রাতি নাহি কিছু স্মৃতি সদাই ধিয়ান তায় । খসে কেশপাশ না সম্বরে বাস চকিত চৌদিকে চায় ॥ সঘনে নিশাস কহে আধ ভাষ পাসরা না যায় কেনে । যে অতি শীতল সে হৈল আনল দগধে পশিয়া প্রাণে ॥ আর কি কহিতে নারে থির হৈতে পড়য়ে ধরণীতলে । নরহরি কত প্রবোধি রাখিবে ভাসয়ে আঁখির জলে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
হোম ধরাধর গোরা কলেবর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮। ॥ পুনঃ আশাবরী॥ হেম ধরাধর গোরা কলেবর এ ধূলি ধূসর তায় । তাহে কি উপমা কত মনমথ মরমে মুরুছা পায় ॥ হরি হরি হরি বোলয়ে সঘনে কিবা সে মুখের ছটা । আহা মরি মেন কে ধরে ধৈরজ নিরখি পুলক-ঘটা ॥ দুনয়ানে বারি ঝরে ঝর ঝর ধরণি বাহিয়া যায় । চাচর চিকুর পড়ে আউলাইয়া দুবাহু পসারি ধায় ॥ চাহি চারি পাশে হাসে লহু লহু এ রঙ্গ বুঝিব কে ? কহে নরহরি সেই সে জানয়ে সঙ্গের সঙ্গিয়া যে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |