কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
হরি অনুরাগ জানায়ল যবহি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮০।

.       ॥ বারাটী ॥

হরি-অনুরাগ জানায়ল যবহি ।
ধৃতি অবলম্বি ভণই ধনী তবহি ॥
বালা মৃগী দাবানলে জরই ।
জলধরে জল অনুমানে কি করই ॥
ভণইতে ঐছন ভেজল পহু-পতরা ।
ভাঙ্গব প্রেমাঙ্কুর ইথে সতরা ॥
মাধবী লেই আয়ল ধনী পাশে ।
পড়ই বিশাখা সখী মৃদু ভাষে ॥
পহিল মুকুল কুমুদিনী সুখ দেয়ই ।
কো অছু ভ্রমর গন্ধ নাহি লেয়ই ॥
উপজায়ল শঙ্কা শশিবদনে ।
ইহ অপরাধে পীড়ই নব-মদনে ॥
শুনি ধনী সব সংশয় দূরে গেলা ।
মিলব কানু --- এ পরতীত ভেলা ॥
উপনীত সময় উলাসিত হৃদয়ে ।
নরহরি হেরত মরম নিগদয়ে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি-অনুরাগ তেজহ-সখী কহয়ে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮০।

.           ॥ গান্ধার॥

হরি-অনুরাগ তেজহ-সখী কহয়ে ।
শুনি ধনী আতুর ধিরজ না রহয়ে ॥
বারিজনয়নে অঝরে ঝরে ঝরই ।
ঘন ঘন তপত নিশ্বাস নিসরই ॥
পুন ভণতহি যব গদ গদ হৃদয়ে ।
তব ভগবতী অতিলেহে নিগদয়ে ॥
তোহে কানু-অনুরাগ কি কহিতে
কয়লহু অনুভব নরহরি-সহিতে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি-অনুরাগিণী রাধা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৯।

.      ॥ তোড়ী॥

হরি-অনুরাগিণী রাধা ।
না গণই কুলভয়-বাধা ॥
মদন বেদন নাহি সহই ।
সখীকর ধরি কত কহই ॥
ঝামরু ভেল মুখ-চন্দা ।
হেরইতে সহচরী ধন্দা ॥
নরহরি গদগদ ভাষে ।
কহে কছু রাইক পাশে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হেদে গো রঙ্গিণী রমণীর মণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৭।

সখ্যা উত্তরম্
॥ যথারাগ॥

হেদে গো রঙ্গিণী                        রমণীর মণি
এ তনু নিছনি তোর ।
এ তুয়া চরিতে                    না জানিয়ে চিতে
কি সুখ উপজে মোর ॥
শুন বলি তোরে                     দেখিলে যাহারে
সে নব নাগর গোরা ।
নানা রঙ্গে ফিরে                       নদীয়া নগরে
নাগরী-পরাণ চোরা ॥
সাধে কোন্ বিধি                    পাইয়া গুণনিধি
গড়িলে রসের দেহ ।
সে রূপ-মাধুরী                       বারেক নেহারি
কেহো না ধরয়ে থেহ ॥
সে মুখেতে হাসি                     ঢালে সুধারাশি
ভ্রুভঙ্গি বিশেষ ভাতি ।
নরহরি জানে                          লোচন নাচনে
মজাইল যুবতী জাতি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হেদেগো সজনি! রজনী-স্বপন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৫।

॥ পুনঃ ললিত॥

হেদেগো সজনি !                  রজনী-স্বপন
বিরলে বলিয়ে তোরে ।
রসিকশেখর                   গোরা রসভরে
অথির হেরিয়া মোরে ॥
হাসি হাসি আসি                কুচ পরশিতে
তরসি ঠেলিলু পাণি ।
মনরে উলাসে                 পাশে বসি কত
কহয়ে কাকুতি বাণী ॥
নয়ানের কোণে                চাহিলু তা পানে
তখনি নাগররাজ ।
বদনে বদন                     ঝাঁপি কাঁপে ঘন
অমনি পাইলু লাজ ॥
নরহরি পহুঁ                       পরাণ পুতলি
এত বা জানয়ে রঙ্গ ।
সাধে করি কোলে               অলপে অলপে
তলপে গড়ায় অঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হেদেগো সজনি! সইয়ের
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৫।

অথোন্মাদে
॥ বীরহামীর॥

হেদেগো  সজনি !                  সইয়ের কাহিনী
কহিতে বিদরে হিয়া ।
বাউরীর পারা                      হইল সো গোরা
রূপেতে নয়ান দিয়া ॥
কিবা দিবা রাতি                  নাহি কিছু স্মৃতি
সদাই ধিয়ান তায় ।
খসে কেশপাশ                        না সম্বরে বাস
চকিত চৌদিকে চায় ॥
সঘনে নিশাস                       কহে আধ ভাষ
পাসরা না যায় কেনে ।
যে অতি শীতল                      সে হৈল আনল
দগধে পশিয়া প্রাণে ॥
আর কি কহিতে                   নারে থির হৈতে
পড়য়ে ধরণীতলে ।
নরহরি কত                        প্রবোধি রাখিবে
ভাসয়ে আঁখির জলে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হেদেহে নদিয়ানাগর নাতি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৬।

.     ॥ পুনঃ ধানশী॥

হেদেহে নদিয়ানাগর নাতি !
মোরে লুকায়হ এ কোন্ রীতি ।
মন মজাইলা নাগরী সনে ।
নহিলে এমন হইবা কেনে ?
হেম কাঁতি হৈল পাণ্ডুর হেন ।
উতপত তনু আনল জনু ॥
সঘনে কাঁপিছ কিছু না ভায় ।
উসসি নিশ্বাস তেজিছ তায় ॥
সদাই ভিজিছ আখির জলে ।
লোটায়া পড়িছ ধরণীতলে ॥
নরহরি জানে মনে যে করি ।
কহিলে কি তারে মিলাইতে নারি ?

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হোম ধরাধর গোরা কলেবর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮।

॥ পুনঃ আশাবরী॥

হেম ধরাধর                        গোরা কলেবর
এ ধূলি ধূসর তায় ।
তাহে কি উপমা                      কত মনমথ
মরমে মুরুছা পায় ॥
হরি হরি হরি                      বোলয়ে সঘনে
কিবা সে মুখের ছটা ।
আহা মরি মেন                   কে ধরে ধৈরজ
নিরখি পুলক-ঘটা ॥
দুনয়ানে বারি                      ঝরে ঝর ঝর
ধরণি বাহিয়া যায় ।
চাচর চিকুর                    পড়ে আউলাইয়া
দুবাহু পসারি ধায় ॥
চাহি চারি পাশে                     হাসে লহু লহু
এ রঙ্গ বুঝিব কে ?
কহে নরহরি                       সেই সে জানয়ে
সঙ্গের সঙ্গিয়া যে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাসে গোরা সুখের পাথারে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৪।

অথ স্বাপ্নসংক্ষিপ্তসম্ভোগে---
.        ॥ ধানশী॥

ভাসে গোরা সুখের পাথারে        প্রেমধন যাচে যারে তারে॥
বিপুল পুলক হেম গায়।               রসের তরঙ্গ কত তায়॥
গদাধরে ধরি দেই কোর।         রাখিতে নারয়ে আঁখিলোর॥
তা’পানে নয়ান দু’টি দিয়া।        কি কহিতে উমড়য়ে হিয়া॥
কি মধুর হাসি মুখ চাঁদে।       তা’ দেখি ধৈরজ কেবা বান্ধে॥
নরহরি গণে মনে মনে।               কি ভাব এ গদাধর-সনে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব মধুর হাসি রস বরষে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৯।

.                                ॥ ভুপালী॥

মাধব মধুর হাসি রস বরষে।           কনক কমলকলি কুচ করে পরশে॥
নব নব ভঙ্গি কুটিল দুই নয়নে।            ঘন ঘন কাঁপি বয়ন ধরু বয়নে॥
কোরে আগোরি রভসে ধনীরতনে।     কুসুমিত শেজে শুতই কত যতনে॥
শোহত দুহু ছবি কো অছু কহিতে।       হেরব কব নরহরি সখী সহিতে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর