কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
আহা মরি মরি সে নব রমণী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৩। অথ দশদশায়াং --- ॥ ভূপালী ॥ আহা মরি মরি সে নব রমণী সে রসে মজাইলে চিত । বাড়য়ে লালসা তিলে তিলে অতি বিষম দেখিয়ে রীত ॥ গদগদ হিয়া উদ্ বেগে ধনী ধরিতে নারয়ে ধৃতি । আনছান প্রাণ নিঁদ নাহি আঁখি জাগিয়া পোহায় রাতি ॥ কিবা সুকোমল তনুখানি খীণ যেন সে চাঁদের রেখা । নানা ভাতি মতি গতি কি কব সে জড়িমা না যায় দেখা । দূরে সে আগ্রহ ব্যগ্র অগ্রে সখী করয়ে যতন কত । দারুণ বিয়াধি দশা ওগো তাহে সকলি করিলে হত ॥ উনমাদে সদা দগধে অন্তর কেবা প্রবোধিবে তারে । মোহ খেণে খেণে ধরণী লুঠয়ে তাহা কে দেখিতে পারে ॥ মরম-উদ্যম করে কূলবতী বুক বিদরিয়ে যায় । নরহরি গোরা- চাঁদে জানাইতে আতুর হইয়া ধায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
একমন সুখী কয়লি অনুচিত ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭৩। দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণ লালসাদশাং প্রাহ ॥ ধানশী ॥ একমন সুখী কয়লি অনুচিত থোরি দরশন দেই । পালটি আয়লি ভঙ্গি সঞে উহ শ্যাম-সরবস্ব লেই ॥ কুঞ্জভবন মাঝার বিরমই তোকে করই ধিয়ান । ভণত ঘন তুয় চারু চাতুরী নিঝরে ঝরই নয়ান ॥ কনক চম্পক দাম উর গহি দীরঘ নিশসি নেহারি । ভ্রমত তুয় গতি- পন্থে অলখিত থির রহই না পারি ॥ পেখি আয়লু বিষম তিলে তিলে অব ন সহই বিয়াজ । চল নরহরি সহিত তা সঞে মিলহ পরিহরি লাজ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |