কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
আহা মরি মরি সে নব রমণী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৩।

অথ দশদশায়াং ---
॥ ভূপালী ॥

আহা মরি মরি                  সে নব রমণী
সে রসে মজাইলে চিত ।
বাড়য়ে লালসা                    তিলে তিলে
অতি   বিষম দেখিয়ে রীত ॥
গদগদ হিয়া                    উদ্ বেগে ধনী
ধরিতে নারয়ে ধৃতি ।
আনছান প্রাণ                 নিঁদ নাহি আঁখি
জাগিয়া পোহায় রাতি ॥
কিবা সুকোমল                 তনুখানি খীণ
যেন সে চাঁদের রেখা ।
নানা ভাতি মতি             গতি কি কব সে
জড়িমা না যায় দেখা ।
দূরে সে আগ্রহ                  ব্যগ্র অগ্রে সখী
করয়ে যতন কত ।
দারুণ বিয়াধি                দশা ওগো তাহে
সকলি করিলে হত ॥
উনমাদে সদা                     দগধে অন্তর
কেবা প্রবোধিবে তারে ।
মোহ খেণে খেণে                  ধরণী লুঠয়ে
তাহা কে দেখিতে পারে ॥
মরম-উদ্যম                      করে কূলবতী
বুক বিদরিয়ে যায় ।
নরহরি গোরা-                  চাঁদে জানাইতে
আতুর হইয়া ধায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
একমন সুখী কয়লি অনুচিত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭৩।

দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণ লালসাদশাং প্রাহ
॥ ধানশী ॥

একমন সুখী                    কয়লি অনুচিত
থোরি দরশন দেই ।
পালটি আয়লি                   ভঙ্গি সঞে উহ
শ্যাম-সরবস্ব লেই ॥
কুঞ্জভবন                          মাঝার বিরমই
তোকে করই ধিয়ান ।
ভণত ঘন তুয়                        চারু চাতুরী
নিঝরে ঝরই নয়ান ॥
কনক চম্পক                        দাম উর গহি
দীরঘ নিশসি নেহারি ।
ভ্রমত তুয় গতি-                    পন্থে অলখিত
থির রহই না পারি ॥
পেখি আয়লু                    বিষম তিলে তিলে
অব ন সহই বিয়াজ ।
চল নরহরি                       সহিত তা সঞে
মিলহ পরিহরি লাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! আনে না নিরিখয়ে নয়ানে
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৫।

অথোদ্বেগঃ---
॥ আশাবরী ॥

এ ধনি! আনে না নিরিখয়ে নয়ানে ।
সোপল দিঠিযুগ তুয় বিধুবয়ানে ॥
কহইতে আন বচন নাহি ফুরই ।
তুয় তনু ভঙ্গি ভণত মন ঝুরই ॥
তুয় গুণ-শ্রবণে শ্রাবণযুগ ধরয়ে ।
নিশ্বসই নিরত চরণ নাহি পরয়ে ॥
নরহরি সহ নিবসই ঘন গহনে ।
তিলে তিলে মোহ ইছই তুয় বিহনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! কহই হাম সাঁচি
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৮।

দূতী পুনঃ প্রাহ---
 ॥ গুজ্জরী ॥

এ ধনি! কহই হাম সাঁচি ।
তুয় তনু-পরশ আশে রহু বাঁচি ॥
যব্ ধরি চকিত নেহারলি তোয় ।
তব্ ধরি রহল ধিরজপন খোই ॥
অনুখণ তুয় তনু করই ধিয়ান ।
চৌঁকি উঠই খণে মুদই নয়ান ॥
চম্পক কুসুমে ভরই নিজছাতি ।
কালিন্দীকুলে রহই দিনরাতি ॥
কহইতে ওর নহই অনুরাগ ।
ঐছে সনেহি মিলত বহুভাগ ॥
নরহরিসহ তহি করহ পয়ান ।
পেখহ যাই যৈছে ভেল্ক কান ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! কা’ সনে করিলা লেহ
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬১।

সখী রাধিকাং প্রত্যাহ—
  ॥ ধানশী ॥

এ ধনি! কা’ সনে করিলা লেহ ।
তিল আধ চিতে না বাঁধো থেহ ॥
উতপত ঘন নিশাস তায় ।
খসয়ে বসন না রহে গায় ॥
খেণে হাসো খেণে নয়ানে ধারা ।
চারিপাশে চাহো বাউরীপারা ॥
শুনি ধনী অতিতরল হিয়া ।
কহে নরহরি-পানেতে চায়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! কাহে ন কর বিশোয়াস
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০২।

॥ পুনঃ সুহই ॥

এধনি! কাহে না কর বিশোয়াস ।
বুঝি কছু দোষ করলু তুয়া পাশ ॥
কিয়ে ইহ ভাগ হোয়ল অতিহীন ।
কিয়ে সখীগণে তুহু জানসি ভিন ॥
কিয়ে কৌ নিন্দব ইহ অনুমানি ।
না কহসি মরমক বেদন বাণী ॥
নরহরি না বুঝই কিয়ে হিয় মাঝ ।
নিজজনে গোপনে অনুচিত কাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি কি হইল কহনা মোরে
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৪।

পুনস্তদ্ যথা--- [ সখী শ্রীরাধিকাং প্রত্যাহ ]
.             ॥ গান্ধার ॥

এ ধনি কি হইল কহনা মোরে ।
কি করে পরাণ দেখিয়া তোরে ॥
একাকী বিরলে বসিয়া থাকো ।
সদা খিতিতলে কিবা বা লেখো ॥
অনিমিখ আখ্যে দেখহ কারে ।
আপনারে পুন সোঁপহ তারে ॥
নরহরি কহে কি আর লাজে ।
শুনি ধনী কহে সখীর মাঝে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! কৈছে ঘটায়লি লেহ
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৫।

.     ॥পুনঃ ধানশী ॥

এ ধনি! কৈছে ঘটায়লি লেহ ।
মাধব আধ পলক নহু থেহ ॥
অনুখণ দগধই দহন অনঙ্গ ।
নীরস বদন অবশ সব অঙ্গ ॥
জাগই নিশি দিশি উসসি নিপাসি ।
চহুঁ দিশ নিরখি নয়নজলে ভাসি ॥
নরহরি বচনে করহ অবধান ।
দেই পরশ-রস রাখহ পরাণ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! চাহি চপলদিঠি থোরি
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮৪ ।

দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণস্য জড়িমঙ্গশাং প্রাহ—
.        ॥ আশাবরী ॥

এ ধনী ! চাহি চপলদিঠি থোরি ।
করলি কান-কর সরবস্ব চোরি ॥
তো বিনু শয়নে স্বপনে নাহি আন ।
মুদিত নয়ন দৌ করই ধিয়ান ॥
পুছত উতর নাহি, তেজই নিশ্বাস ।
হোয়ল নিচল জীবনে কিয়ে আশ ॥
সো সুপুরুষে কি নিদয়পন রীত ।
নরহরি ভণয়ে মিলন-সমুচিত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ ধনি! তুহু না করহু অরু খেদ
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২৮।

সখী প্রাহ –
.        ॥ গান্ধার ॥

এ ধনি !   তুহু না করহ অরু খেদ ।
তুয় মুখ হেরইতে হোয়ই হিয়ভেদ ॥
কাহে না দুলহ হোয়ই উহ কান ।
তুয়া সখী করব তোহারি মনমান ॥
এত কহি গহি অঞ্চল অনিবার ।
পোছই বয়ন নয়ন-জলধার ॥
নরহরি তুরিত চলল যাঁহা নাহ ।
পেথল কানু বিকল হিয়মাহ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর