কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
মরি মরি গৌর গণের চরিত ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৪৬- পৃষ্ঠা। এখানে এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। ভক্ত চরিত ॥ তথারাগ॥ মরি মরি গৌর গণের চরিত বুঝি শকতি কার। শয়নে স্বপনে গৌরাঙ্গ বিহনে কিছু না জানয়ে আর॥ ও চাঁদ মুখের মৃদু মৃদু হাসি অমিয়া গরব নাশে। তিল আধ তাহা না দেখি অলপ কলপ করিয়া বাসে॥ কি কব সে সব শয়ন বিচ্ছেদে অধির আকুল মনে। কতক্ষণে নিশি পোহাইব বলি চাহয়ে গগন পানে॥ ময়ূর কপোত কোকিলাদি নাদ শুনিয়া পাতয়ে কান। নরহরি কহে প্রভাচ উপায় চিন্তিত ব্যাকুল প্রাণ॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে । এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ যথারাগ॥ মরি মরি গৌরগণের চরিত বুঝিতে শকতি কার। শয়নে স্বপনে, গৌরাঙ্গ বিহনে, কিছু না জানয়ে আর॥ ও চাঁদমুখের মৃদু মৃদু হাসি, অমিয়া গরব নাশে। তিল আধ তাহা নাহি দেখি কলপ অলপ করিয়া বাসে॥ কি কব সে সব, শয়ন বিচ্ছেদে, অধিক আকুল মনে। কতক্ষণে নিশি পোহাইব বলি চাহয়ে গগন পানে॥ ময়ূর কপোত কোকিলাদি নাদ শুনিতে পাতয়ে কান। নরহরি কহে প্রভাত উপায় চিন্তিতে ব্যাকুল প্রাণ॥ এই পদটি ১৯৮৭ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-৪৮, ২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। মরি মরি গৌর গণের চরিত বুঝিতে শকতি কার। শয়নে স্বপনে, গৌরাঙ্গ বিহনে কিছু না জানয়ে আর॥ ও চাঁদমুখের মৃদু মৃদু হাসি অমিয়া গরব নাশে। তিল আধ তাহা নাহি দেখি অলপ কলপ করিয়া বাসে॥ কি কব সে সব শয়ন বিচ্ছেদে অধিক আকুল মনে। কতক্ষণে নিশি পোহাইব বলি চাহয়ে গগন পানে॥ ময়ূর কপোত কোকিলাদি নাদ শুনিতে পাতয়ে কান। নরহরি কহে প্রভাত উপায় চিন্তিতে ব্যাকুল প্রাণ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |