কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী
*
তরুমূলে মেঘ বরণিয়া কে ?
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর
১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”, ১০০-পৃষ্ঠা। এখানে
এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। পদটি সংকীর্তনামৃত পুথির ২২৬ সংখ্যক পদ। এই
পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য”,
৩৭০-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গের সন্ন্যাস
॥ তথারাগ॥

তরুমূলে মেঘ বরণিয়া কে ?
ও রূপ দেখিঞা                                কোন কলাবতী
ধরিব আপন দে॥
যমুনার তটে                                নীপ নিকটে
নিশি দিন তার থানা।
গোকুল নগরে                                কুলের কামিনী
আসিতে যাইতে মানা॥
ক্ষেণে বাজায় বাঁশী                        ক্ষেণে মধুর হাসি
ক্ষেণে ত্রিভঙ্গিম হয়।
নয়নের কোণে                                মরম সন্ধানে
চাহিঞা পরাণ লয়॥
নবীন কিশোর                                নব জলধর
রূপে গুণে নাহি ওর।
নাম নাহি জানি                                মনে অনুমানি
নরহরি-চিত-চোর॥

ব্যাখ্যা -
আসিতে যাইতে মানা - কৃষ্ণকে দেখিলেই কুলবতীরা মোহিত হইয়া যাইবেন ভয়ে তাঁহাদের গুরুজনেরা ঐ
পথে তাঁহাদিগকে যাইতে নিষেধ করেন।
নরহরি-চিত-চোর - কবি রাধিকার সঙ্গে নিজেকে অভিন্ন ভাবিয়া বলিতেছেন, সে নরহরির মনকে চুরি
করিয়াছে, ইহাই শুধু জানি।
---বিমান বিহারী মজুমদার, “পাঁচশত বত্সরের পদাবলী”॥
---বিমান বিহারী মজুমদার, “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য”॥

ই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদসঙ্কলন”, ৯২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।


তরুমূলে মেঘ বরণিয়া কে।
ও রূপ দেখিঞা                                কোন কলাবতী
ধরিব আপন দে॥
যমুনার তটে                                       নীপ নিকটে
নিশি দিন তার থানা।
গোকুল নগরে                                  কুলের কামিনী
আসিতে যাইতে মানা॥
ক্ষেণে বাজায় বাঁশী                          ক্ষেণে মধুর হাসি
ক্ষেণে ত্রিভঙ্গিম হয়।
নয়নের কোণে                                   মরম সন্ধানে
চাহিঞা পরাণ লয়॥
নবীন কিশোর                                      নব জলধর
রূপে গুণে নাহি ওর।
নাম নাহি জানি                                মনে অনুমানি
নরহরি-চিত-চোর॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কিনা হৈল সই মোরে কাহ্নুর পিরিতি
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর
১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”, ১১১-পৃষ্ঠা। এখানে
এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। পদটি পদ সমুদ্র পুথির ৪২৭-পৃষ্ঠার পদ।


কিনা হৈল সই মোরে কাহ্নুর পিরিতি।
আঁখি ঝুরে পুলকিত প্রাণ কান্দে নিতি॥
খাইতে সোয়াস্ত নাই নিন্দ গেল দূরে।
নিরবধি প্রাণ মোর কাহ্নু লাগি ঝুরে॥
যে না জানে এ না রস সেই আছে ভাল।
মরমে রহল মোর কাহ্নু প্রেম শেল॥
নবীন পাউখ মীন মরণ না জানে।
শ্যাম অনুরাগে চিত ধৈরজ না মানে॥
আগমে পিরিতি মোর নিগমের সার।
কহে নরহরি মুঞি পড়িলু পাথার॥

পাঠান্তর ও বিবিধ ভণিতা -
কীর্তনানন্দ, ২৮৬-পৃষ্ঠায় এই পদটি চণ্ডীদাসের ভণিতায় আছে। সেই পদের শেষ দুটি পংক্তি . . .
নিগূঢ় পিরিত আগুনের ঘর।
ইথে চণ্ডীদাস বড় হইল ফাঁফর॥

ডঃ সুকুমার সেন বঙ্গীয় সাহিত্য-পরিষদের ৯৮২ সংখ্যক পুথিতে পদটি “নরহরি” ভণিতায় পাইয়াছেন।
কিন্তু শ্রীযুক্ত হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সা.কু. এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ২৯৩ পুথিতে “বড়ু চণ্ডীদাস”
ভণিতায়, ঢাকা মিউজিয়াম ৫ এ “দ্বিজ চণ্ডীদাস” ভণিতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯৮ সংখ্যক পুথিতে
শুধু “চণ্ডীদাস” ভণিতায় এবং ১৬৬৩ শকের অনুলিখিত ঢাকা মিউজিয়ামের এক পুথিতে “জ্ঞানদাস”
ঠাকুরের নামে পাইয়াছেন।
--- বিমান বিহারী মজুমদার, “পাঁচশত বত্সরের পদাবলী”॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌরাঙ্গচাঁদের এইরূপ সব ইথে না বাসিহ দুখ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৪৩-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে
প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায়
শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত
করা হয়।

.        ॥ যথারাগ॥

গৌরাঙ্গচাঁদের এইরূপ সব ইথে না বাসিহ দুখ।
বেকত বিষয়ে বিষাদ ঘটয়ে গুপতে অধিক সুখ॥
পরাণ অধিক গুপত করয়ে পাইয়া অলপ ধনে।
যদি বল ইহা অসম্ভব তাতে দেখহ জগত-জনে॥
পীরিতি পরম রতন ইহারে গুপত করিলে কাজ।
বেকত হইলে রসিক জনার অন্তরে উপজে লাজ॥
নরহরি পহু সুঘড়শেখর জানে কি এমন জনা।
গুপত-বিহার করে অবিরত জানায় সুঘড়পনা॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ দেখ অগো গৌরাঙ্গচাঁদের ভুবনমোহন বেশ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১০৫-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে
প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায়
শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত
করা হয়।

॥ যথারাগ॥

দেখ দেখ অগো গৌরাঙ্গচাঁদের ভুবনমোহন বেশ ।
আউলায়া পড়িছে কুন্দকলি বেড়া সুচারু চাঁচর কেশ ॥
সুললিত ভালে তিলক কুঙ্কুম চন্দন বিন্দু সুসাজে ।
যেন উড়ুপতি উদয় হয়েছে কনক গগন মাঝে ॥
শ্রবণে কুণ্ডল ঝলকে উহার উপমা দিবেক কে ।
বুঝিয়ে ধরম সরম ভরম সকলি হরিব সে ॥
যুবতীমোহন মালা গলে অতি অনুপম ক্রম ভঙ্গ ।
নরহরি নাথ দেখিয়ে কিরূপ, না বুঝিয়ে কোন রঙ্গ ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
অদ্বৈত গুণমণি অবনী করু ধনি
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৫-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ
ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের
মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়।

॥ টোরি॥

অদ্বৈত গুণমণি                                   অবনী করু ধনি
ভকতিধন ঘন বিতরণে।
সঙ্গেতে প্রিয়গণ                                   আনন্দে নিমগন
নাচয়ে গোরাগুণ কীরতনে॥
কি নব ভঙ্গিভরে                                   মদন-মদ হরে
ঝলকে নিরুপম রুচি ছটা।
শিরীষ ফুল জিনি                                  মৃদুল তনুখানি
তাহে বিপুল পুলকের ঘটা॥
তিলক শোভে ভালে                            মালতীমালা গলে
দোলয়ে যজ্ঞসূত্র নেত্রলোভা।
অতুল ভুজ তুলি                                ফিরয়ে হেলি দুলি
চরণ চারু চালনি কি শোভা॥
সঘনে গৌরহরি                                বোলয়ে উচ্চ করি
ঝরয়ে সুধা জানি মুখচাঁদে।
করুণ চাহনিতে                              কে পারে থির হৈতে
পতিত নরহরি হেরি কাঁদে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর