কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
শুন গো সজনী সুরধুনীঘাট হইতে আসিয়ে একা ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১২৫-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। . ॥ যথারাগ॥ শুন গো সজনী সুরধুনীঘাট হইতে আসিয়ে একা। নদীয়াচাঁদের সহিত আমার পথেতে হইল দেখা॥ কিবা অপরূপ মাধুরী মধুর গমন কুঞ্জর জিনি। না জানিয়ে কেবা গড়িল কি রূপে পীরিতি মূরতিখানি॥ উপমা কি দিব মনে হেন নব বেশের সহিতে গোরা। হিয়ার মাঝারে রাখায়া অথবা করি এ আঁখির তারা॥ ও মুখ দেখিতে ধৈরজ ধরম সরম রহিল দূর। কাঁখের কলসি ভূমিতে পড়িয়া হইল শতেক চূর॥ কি করিব প্রাণপিয়ারে জীবন যৌবন সঁপিয়া সুখে। গুরুজন ভয়ে ঘরেত আসিয়া বসিনু মনের দুথে॥ কলসিভঞ্জনকথা না জানি কে ননদে কহিয়া দিল। দাবানল সম বিষম কোরধ-আবেশে ধাইয়া আইল॥ কিছু ছল নাহি চলয়ে তাহার বিকট স্বরূপ দেখি। দুটী হাত মাথে ধরিয়া অধিক কাঁদিয়া ফুলানু আঁখি॥ বিপরীত মোর কাঁদন নিরখি তাহার কোরধ গেল। স্থির হৈয়া পুনঃ পুছে বারে বারে তাহে না উত্তর দিল॥ খানিক থাকিয়া মনেতে বিচার করিয়া ধরিয়া করে। ধীরে ধীরে কহে কিসের লাগিয়া না বোল মরমর মোরে॥ অনেক যতনে গদগদ ভাষে তা সনে কহিনু কথা। মনের দুঃখেতে কাঁদিয়া এ সব কি লাগি পুছহ বৃথা॥ * * * * * * * কি করিলি তৈল ফেলালি, বলয়ে শাশুড়ী॥ যা সবারে তুমি প্রাণসম জান সে করে দারুণ কাজ। ঘাটে মাঠে পথে নিন্দয়ে তোমারে শুনিয়া পাই যে লাজ॥ মনে করি গলে কলসি বাঁধিয়া পশিব গঙ্গার জলে। তাহা না করিতে পারিয়ে পাছে বা কলঙ্ক রটয়ে কুলে॥ কি করিব আমি তা সবার সনে করিতে নারি এ দ্বন্দ্ব। যত অপযশ পাইল সে সব শুনিয়া হইনু ধন্দ॥ কাহারে করিব সাথী সেথা কেহ না ছিল আমার সাথে। তা সবার প্রতি কোরধ করিয়া কলসি ভাঙিনু পথে॥ এত শুনি চিতে হরষিত অতি পীরিতি করিয়া মোরে। কত কত মতে বুঝাইয়া মুখ মুছিল আপন করে॥ এইরূপে কাসি বিষম সঙ্কট এড়ানু সাহস করি। নরহরি কহে তুয়া চাতুরীর বালাই লইয়া মরি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |