কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
রজনী-স্বপন শুন গো সজনি বলি যে নিলজী হৈয়া ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৬-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ যথারাগ॥ রজনী-স্বপন শুন গো সজনি বলি যে নিলজী হৈয়া। ধীরে ধীরে গোরা মন্দিরে প্রবেশে চকিত চৌদিকে চাঞা॥ হাসিয়া হাসিয়া বসিয়া বসিয়া আসিয়া শিথান পাশে। নিজকরে মোর অধর পরশি সুখের সায়রে ভাসে॥ সুমধুর বাণী ভণে নানা জাতি মাতিয়া কৌতুক ছলে। ভুজে ভুজ দিয়া হিয়া মাঝে রাখি ভিজয়ে আঁখির জলে॥ আপনার মনে মানে পাইনু নিধি তিলেক ছাড়াতে ভার। নরহরি-প্রাণ-পিয়া পীরিতের মূরতি কি কব আর॥ এই পদটি, ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, ৯৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। সেখানে এই পদটি কোন নরহরির, তা বলা নেই। তাই এই পদটি নরহরি চক্রবর্তীর মনে হওয়া স্বাভাবিক। তাই পদটি দুজনের পাতাতেই দেওয়া হলো। ॥ পুনঃ ললিত॥ রজনী-স্বপন শুন গো সজনি ! বলিয়ে নিলজী হইয়া । ধীরে ধীরে গোরা মন্দিরে প্রবেশে চকিত চৌদিকে চাইয়া ॥ হাসিয়া হাসিয়া রসিয়া আসিয়া বসিয়া সিথান-পাশে । নিজ করে মোর অধর পরশি সুখের সায়রে ভাসে ॥ সুমধুর বাণী ভণি নানা ভাতি মাতিয়া কৌতুক-ছলে । ভুজে ভুজে দিয়া হিয়া মাঝে রাখি ভিজয়ে আঁখির জলে ॥ আপনার মনে মানে পাই নিধি তিলেক ছাড়াইতে ভার । নরহরি-প্রাণ পিয়া পিরীতের মূরতি কি কব আর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কব স্বপনে কত পরিহাস করে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১৩৮-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ যথারাগ॥ কি কব স্বপনে কত পরিহাস করে গো রসিকশেখর মোর গোরা। কিবা সে নয়ান বাঁকা চাহনি বিষম গো জীবন-যৌবনদন-চোরা॥ মধুর মধুর হাসি ভাসি কত সুখে গো মুখে মুখ দিয়া করে কোলে। পুলকিত অঙ্গ অতি মদন-তরঙ্গে গো কত না রসের কথা তোলে॥ সাধে সাধে নাসার বেশর দোলাইয়া গো না জানি কি রসে হয় ভোর। নরহরি-প্রাণপ্রিয় কি নিলজ গো যুবতী-ধরম-ব্রত-চোর॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
স্বপনে বন্ধুয়া মোর পালঙ্কে বসিল গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৮-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ যথারাগ॥ স্বপনে বন্ধুয়া মোর পালঙ্কে বসিল গো বারেক চাহিনু আঁখি কোণে। পীরিতি-মূরতি গোরা কত আদরিয়া গো আপনা অধীন করি মানে॥ সে চাঁদবদনে মোরে বারে বারে কয় গো পরাণ অধিক মোর তুমি। ইহা বলি কোলেতে করিয়া সুখে ভাসে গো লাজেতে মরিয়া যাই আমি॥ সাজয়ে তাম্বুল মোর বদনে সঁপিয়া গো হরষে বিভোর হঞা চায়। সে করপল্লবে পুনঃ অধর পরশি গো পরাণ নিছিয়া দেয় তায়॥ মধুর মধুর হাসি অমিয়া বরষে গো কিবা বা সে সুরসিকপনা। নরহরি-প্রাণপিয়া হিয়ার পুতলি গো যুবতা মোহিতে একজনা॥ এই পদটি ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, ৯৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটির রচয়িতা কোন নরহরি তা বলা হয়নি। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই "স্বপনে বঁধুয়া মোর পালঙ্কে বসিয়া গো" পদটি আলাদাভাবে একটি স্বতন্ত্র পদ হিসেবে নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদাবলীর সঙ্গেও দেওয়া হয়েছে। ॥ পুনঃ বিভাষ॥ স্বপনে বঁধুয়া মোর পালঙ্কে বসিয়া গো বারেক চাহিলু তার পানে । পিরীতি মুরতি গোরা কত আদরিয়া গো আপনা অধীন করি মানে ॥ সে চাঁদ বদনে মোরে বারে বারে কয় গো পরাণ অধিক মোর তুমি । ইহা বলি কোলেতে করিয়া সুখে ভাসে গো লাজেতে মরিয়া যাই আমি ॥ সাজায়া তাম্বুল মোর বদনে সোঁপিয়া গো মদনে বিভোর হইয়া চায় । সে কর-পল্লবে পুন আর পরশি গো পরাণ নিছিয়া দেই তায় ॥ মধুর মধুর হাসি অমিয়া বরষে গো কিবা বা সে সুরসিকপনা । নরহরি প্রাণপিয়া হিয়ার পুতলি গো যুবতী মোহিতে একজনা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শুনয়ে স্বপন আমা পানে চাঞা চাঞা গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৮-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ যথারাগ॥ শুনিয়ে স্বপন আমা পানে চাঞা চাঞা গো যুবতীপরাণচোরা গোরা। জিনিয়া খঞ্জন যুগ নয়ন নাচায় গো না জানি কি রসে হৈয়া ভোরা॥ হাসিয়া হাসিয়া আসি নিকটে বসিয়া গো ঘুঙট ঘুচায় নিজ করে। আহা মরি মরি বলি চিবুক পরশি গো বদন নেহারে বারে বারে॥ কিবা সে পীরিতি তার মনে এই হয় গো গলায় পরিয়া করি হার। অঙ্গে অঙ্গে পরশিতে কত রঙ্গ বাড়ে গো নবীন মদন সাথী তার॥ অধরে অধর দিতে যত রসিকতা গো কি কব না শুনি কভু কাণে। নরহরি প্রাণপিয়া কোথায় শিখিল গো এত না রসের কথা জানে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |