কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
ওগো সই রসের ভ্রমর মোর গোরা ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৮-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ যথারাগ॥ ওগো সই রসের ভ্রমর মোর গোরা। কে জানে মরম নব নব যুবতীর গো বদনকমল-মধুচোরা॥ ধ্রু॥ স্বপনে আসিয়া মোর নিকটে বসিয়া গো হসিয়া হাসিয়া কয় কথা। না জানি কেমন সে অমিয়া রস ঢালে গো ঘুচায় শ্রবণমনোব্যথা॥ কত না আদরে মোর চিবুক পরশি গো কিবা সে ভঙ্গিমা করে ছলে। অধরে অধর রাখি আঁখি না পালটে গো বদন ঝাঁপয়ে করতলে॥ হিয়ায় ধরয়ে হিয়া কি আর বলিব গো সঘনে কাঁপয়ে হেমদেহা। নরহরি পরাণ- বন্ধুয়া কিবা জানে গো সুখের পাথার তার লেহা॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
স্বপনের কথা কহিতে কহিতে উঠিল প্রেমের ঢেউ ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৯-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। . ॥ যথারাগ॥ স্বপনের কথা কহিতে কহিতে উঠিল প্রেমের ঢেউ। অতি অনুপম প্রীতি রীতি ধৃতি ধরিতে নারে কেউ॥ কেহ বলে ওগো দুখ ভুঞ্জাইতে বিধাতা করিল নারী। হেন গোরাচাঁদে কখন দেখিতে না পানু নয়ন ভরি॥ কেহ বলে ওগো রমণী হইলে না পূরে মনের আশ। বিবিধ চাতুরি করি ঘুচাইব এ গুরুজনের ত্রাস॥ কেহ বলে মরুক এ গুরুজনের করিব কিসের ডর। প্রাণধন গৌরসুন্দর লাগিয়া নিশ্চয় তেজিব ঘর॥ কেহ বলে ওগো নদীয়ার লোক বড়ই বিষম হয়। প্রাণনাথে কভু না দেখি তথাপি কত কুবচন কয়॥ কেহ বলে ওগো নদীয়ানগরে হইবে কলঙ্ককথা। তাহা না মানিয়া পিয়া হিয়া মাঝে রাখিয়া ঘুচাব ব্যথা॥ কেহ বলে ওগো দিবস রজনী এই যে বাসনা মনে। মোর পরিবাদ হউক নিশ্চয় শ্রীশচীনন্দন সনে॥ কেহ বলে ওগো যে বল সে বল আর না রহিতে পারি। তা বিনু পরাণ আনছান করে বল কি উপায় করি॥ কেহ বলে ওগো এ কুললাজের কপালে আগুনি দিয়া। চল চল প্রাণপতিরে তুরিতে মিলিব এখনি গিয়া॥ কেহ বলে দেখ একি হৈল ওগো নাচয়ে এবাম আঁখি। নরহরি কহে ভাব কি লাগিয়া এ সব শুভের সাখী॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |