কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
পাসরা না যায় আমার গোরাচাঁদের লীলা ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন কবি নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ বিভাষ॥ পাসরা না যায় আমার গোরাচাঁদের লীলা। যাঁর গুণে পশুপাখী ঝুরয়ে, গড়িয়া পড়য় শিলা॥ ধ্রু॥ যাঁহার নামের লাগি মহেশ হইলা যোগী বিরিঞ্চি ভাবয়ে অনুক্ষণে। ব্রহ্মার দুর্ল্লভ নাম সুলভ করিয়া পহুঁ যাচিঞা দেওল ত্রিভুবনে॥ শ্রীগৌরাঙ্গ অঙ্গে শোভে পুলক কদম্ব তাহে অপরূপ শ্রীঅঙ্গের শোভা। আনন্দে বিভোর অতি নরহরি দাস তথি দেখিয়া সে কনকের আভা॥১ ১। - কোন কোন গ্রন্থে এই পদটি কৃষ্ণদাসের ভণিতায় পাওয়া গিয়েছে। সেখানে ভণিতার পংক্তি এইরূপ “আনন্দ সলিলে ভাসে, এই দীন কৃষ্ণদাসে”। এই পদটি দীন কৃষ্ণদাসের পাতায়ও আমরা তুলে দিয়েছি। . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
গৌরবদন সুখসদন সুধাময় ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৭-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন কবি নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ যথারাগ॥ গৌরবদন সুখ- সদন সুধাময় ঘন ঘন বৃদ্ধ পুরুষগণ হেরি। কত কত জনম সফল মানি নিজ নিজ তনু তনু নিছনি করত কত বেরি॥ টলমল করু নয়- নে জল ছল ছল বিপুল পুলককুলে মণ্ডিত গাত। রাহুক করে কর করি অবলম্বন কোই কহত মৃদু মধুরিম বাত॥ মিশ্রতনয়ে কহ কো নিরমায়ল হরণ শ্রবণ মন লোচন মোর। পলক না হেরি কল্প সম লাগত অমিয় করই ধৃতি রহই না থোর॥ অনুখন সঙ্গ ভ্রমণে বহু সুখ ইথে পাগল বলি সবে করে পরিহাস। সো সব বচন শ্রবণ পথে আওত পাওত মন পুনঃ অধিক উলাস॥ ভোজন গমন শয়ন বচন ক্রমে স্মৃতি নহু সকল হোই বিপরীত। গৃহ পরিপাটী নিপট কূটময় আপন তনয়ে করহু নহু প্রীত॥ ঐছে বাণী ভণি বিরাম মগন পুন অন্তরে করত অভিলাষ। গর গর পরম- স্নেহভর ভণব কি মূর্খ-শিরোমণি নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজি আঙ্গিনা পর নদীয়া-বালক সঞে ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫৪-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি । নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ মঙ্গল॥ আজি আঙ্গিনা পর নদীয়া-বালক সঞে রঙ্গে খেলত শচীবালা। নখত-নিকর মাঝে এক শশী রাতে করত দিক উজলা॥ বিবিধ খেলনা লেই সকল মিলি খেলত বিবিধ খেলা। সবহু বদনে হাস বিকশিত জনু এক সঞে বহু পদমক মেলা॥ সো খেলা দরশনে গর গর অম্তর আনন্দে শচী উতরোল। দণ্ডে শতবেরি চুমে বদনচাঁদ বিশ্বম্ভরে করি কোল॥ বসন অঞ্চলে শ্রমজল মুছি শ্রীঅঙ্গে করত বাতাস। করে চামর লেই পাশে ঠারি রহু পামর নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |