কবি ত্রৈলোক্যনাথ সান্যালের কবিতা
*
মনোদুঃখে হৃদয় বিদরে
কবি ত্রৈলোক্যনাথ সান্ন্যাল
প্রসাদকুমার মুখোপাধ্যায় দ্বারা সংগৃহিত “সহস্র-সঙ্গীত” সংকলন (১৮৯২) থেকে নেওয়া।

॥ খাম্বাজ, ঢিমে তেতালা॥

মনোদুঃখে হৃদয় বিদরে | ( হায় হায় রে )
হইল সংসার ছারখার সুরাপান ক’রে ||
জনক জননী মোর,       
              হইয়ে শোকে কাতর,
ত্যজিলেন কলেবর অন্ন বিনা অনাহারে |
পতিব্রতা প্রাণপ্রিয়ে,      
              অশেষ ক্লেশ সহিয়ে,
অনাথিনী প্রায় এবে ভিক্ষা করে দ্বারে দ্বারে |
জনম দুঃখী সন্তান,                        ক্ষুধায় মৃত সমান,
তার আর্ত্তনাদ আর শুনিতে না পারি রে |
সঞ্চিত ধন সম্বল,           
            যা ছিল সকল গেল,
দুষ্কর্ম্মের প্রতিফল হাতে হাতে পেলাম রে ||

.                          ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
মনের দুঃখ বল্ ব কারে
কবি ত্রৈলোক্যনাথ সান্ন্যাল
প্রসাদকুমার মুখোপাধ্যায় দ্বারা সংগৃহিত “সহস্র-সঙ্গীত” সংকলন (১৮৯২) থেকে নেওয়া।

॥ মধুকানের সুর, তেতালা॥

মনের দুঃখ বল্ ব কারে |
অনাথা বিধবা ব’লে, কে চাহিবে দয়া করে ||
দুঃসহ জীবন-ভার,                      বহিতে পারিনে আর,
এ বিষম অত্যাচার, কেন অবলার উপরে |
বিষাদে ভগ্ন-হৃদয়,                          সব দেখি শূন্যময়,
 কাঁদিব আর কত হায়, শোকেতে প্রাণ বিদরে |
কে আছ লহ একবার,                     দুঃখিনীর সমাচার,
বিপদে কর উদ্ধার, বাঁচাও হে বাঁচাও প্রাণে ||

.                          ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর