কবি ত্রৈলোক্যনাথ সান্যাল - জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চক-ব্রাহ্মণগড়িয়ায়। তাঁর ছদ্মনাম ছিল
চিরঞ্জীব শর্মা।
তিনি সুগায়ক, সুকবি, ও নববিধান ব্রাহ্মসমাজের উপযোগী সংকীর্তন গানের রচয়িতা ছিলেন। তিনি অনেক
অধ্যাত্মসঙ্গীত রচনা করেছিলেন। তাঁর রচিত গ্রন্থ “গীতরত্নাবলী” ( ৪ খন্ড ) “ব্রাহ্মসমাজের ইতিবৃত্ত”,
“শ্রীচৈতন্যের জীবন ও ধর্ম”, “আশাকাব্য”, “ব্রহ্মগীতা”, “কেশব চরিত”, প্রভৃতি। “অমৃত গরল” ও “বিংশ
শতাব্দী” তাঁর দু-খানি উপন্যাস। ১৩০০ থেকে ১৩১৬ পর্যন্ত “নববিধান পত্রিকার” সম্পাদক ছিলেন |
আমরা মিলনসাগরে কবি ত্রৈলোক্যনাথ সান্যালের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলেই এই প্রয়াসের সার্থকতা।
উত্স - সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।
কবি ত্রৈলোক্যনাথ সান্যালের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৬.১.২০১৭
...