কবি রামকান্ত দাস-এর বৈষ্ণব পদাবলী
*
আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ
ভণিতা রামকান্ত
কবি রামকান্ত
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড,
৩য় শাখা, ৩১শ পল্লব, অভিষেক লীলা, ১৫৭২ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই
পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২১৪২ সংখ্যক পদ।

॥ ধানশী॥

আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ।
প্রেমে ভাসি হাসি হাসি রোম-হর্ষ অঙ্গ॥
সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস।
গদাধর দামোদর হরিদাস পাশ॥
হরিবোল উচ্চরোল কীর্ত্তনের সাথ।
গৌর-শির ঢালে নীর শান্তিপুরনাথ॥
অভিষেক সভে দেখ পরতেক পহু।
নৃত্য-গীত-আনন্দিত প্রেম-হাস্য লহু॥
ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্র-মাথ।
শুদ্ধস্বর্ণ গৌরবর্ণ ভাব-পূর্ণ গাত॥
সুবিস্তার কেশ-ভার চামরের ছান্দ।
মুখ-চন্দ-ভয়ে অন্ধকার যৈছে কান্দ॥
অঙ্গ মোছি বস্ত্র কোঁচি পরাইলা রামাই।
সিংহাসনে দিব্যাসনে বসিলেন যাই॥
অদ্বৈতচন্দ্র প্রেম-কন্দ পূজা কৈলা যত।
করি নিতান্ত রামকান্ত তাহা কৈবে কত॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১৫৩-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

আনন্দকন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গে।
প্রেমে ভাসি হাসি হাসি রোম হর্ষে অঙ্গে॥
সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস।
গদাধর দামোদর হরিদাস পাশ॥
হরিবোল উতরোল কীর্ত্তনের সাথ।
গৌরশিরে ঢালে নীরে শান্তিপুরনাথ॥
অভিষেকে সবে দেখে পরতেক পহুঁ।
নৃত্যগীত আনন্দিত প্রেমহাস লহু॥
ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্রমাথ।
শুদ্ধ স্বর্ণ গৌরবর্ণ ভাবপূর্ণ গাত॥
সুবিস্তার কেশভার চামরের ছাঁদ।
মুখচন্দ ভয়ে অন্ধকার যেন কাঁদ॥
অঙ্গ মুছি বস্ত্র কুচি পরাল রামাই।
সিংহাসনে দিব্যাসনে বসিলেন যাই॥
অদ্বৈতচন্দ প্রেমকন্দ পূজা কৈলা যত।
করি নিতান্ত রামকান্ত তাহা বা কৈবে কত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের অভিষেক
॥ ধানশী॥

আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ।
প্রেমে ভাসি হাসি হাসি রোম-হর্ষ অঙ্গ॥
সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস।
গদাধর দামোদর হরিদাস পাশ॥
হরিবোল উচ্চরোল কীর্ত্তনের সাথ।
গৌর-শির ঢালে নীর শান্তিপুরনাথ॥
অভিষেক সভে দেখ পরতেক পহু।
নৃত্য-গীত-আনন্দিত প্রেম-হাস্য লহু॥
ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্র-মাথ।
শুদ্ধস্বর্ণ গৌরবর্ণ ভাব-পূর্ণ গাত॥
সুবিস্তার কেশ-ভার চামরের ছান্দ।
মুখ-চন্দ-ভয়ে অন্ধকার যৈছে কান্দ॥
অঙ্গ মোছি বস্ত্র কোঁচি পরাইলা রামাই।
সিংহাসনে দিব্যাসনে বসিলেন যাই॥
অদ্বৈতচন্দ্র প্রেম-কন্দ পূজা কৈলা যত।
করি নিতান্ত রামকান্ত তাহা কৈবে কত॥

ই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী - একতালা॥

আনন্দ কন্দ, নিত্যানন্দ, গৌরচন্দ্র সঙ্গে।
প্রেমে ভাসি, হাসি হাসি, রোমহর্ষ অঙ্গে॥
সীতানাথ, লেই সাথ, পণ্ডিত শ্রীবাস।
গদাধর, দামোদর, হরিদাস পাশ॥
হরিবোল, উতরোল, কীর্ত্তনের সাথ।
গৌর-শিরে ঢালে নীরে শান্তিপুর নাথ॥
অভিষেকে, সবে দেখে, পরতেকে পহুঁ।
নৃত্য গীত, আনন্দিত, প্রেম হাস্য লহু॥
ঘট ভরি, ঢালে বারি, গৌরচন্দ্র মাথ।
শুদ্ধ স্বর্ণ, গৌর বর্ণ, ভাব পূর্ণ গাত॥
সুবিস্তার, কেশভার, চামরের ছান্দ।
মুখচন্দ্র, ভয়ে অন্ধ-কার যৈছে কান্দ॥
অঙ্গ মোছি, বস্ত্র কোচি, পরাইল রামাই১।
সিংহাসনে, দিব্যাসনে, বসিলেন যাই॥
অদ্বৈতচন্দ্র, প্রেম কন্দ, পূজা কৈল যত।
করি নিতান্ত, রামকান্ত, তাহা কৈবে কত॥

১ - রামাই - শ্রীবাস পণ্ডিতের ভ্রাতা।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৯২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আনন্দ কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ।
প্রেমে ভাসি হাসি হাসি রোম হর্ষ অঙ্গ॥
সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস।
গদাধর দামোদর হরিদাস পাশ॥
হরিবোল উচ্চরোল কীর্ত্তনের সাথ।
গৌর শির ঢালে নীর শান্তিপুরনাথ॥
অভিষেক সভে দেখ পরতেক পহু।
নৃত্য গীত-আনন্দিত প্রেম হাস্য লহু॥
ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্র মাথ।
শুদ্ধস্বর্ণ গৌরবর্ণ ভাব-পূর্ণ গাত॥
সুবিস্তার কেশভার চামরের ছান্দ।
মুখ-চন্দ ভয়ে অন্ধকার যৈছে কান্দ॥
অঙ্গ মোছি বস্ত্র কোঁচি পরাইলা রামাই।
সিংহাসনে দিব্যাসনে বসিলেন যাই॥
অদ্বৈতচন্দ্র প্রেম কন্দ পূজা কৈলা যত।
করি নিতান্ত রামকান্ত তাহা কৈবে কত॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
কনকধরাধরমদহর দেহ
ভণিতা রামকান্ত
কবি রামকান্ত
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১০০-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ ধানশ্রী॥

কনকধরাধরমদহর দেহ।
মদনপরাভব সুবরণ গেহ॥
হের দেখ অপরূপ গৌরকিশোর।
কৈছন ভাব নহত কিছু ওর॥ ধ্রু॥
ঘন পুলকাবলী দিঠি জলধার।
উরষ নেহারি বড়ই চমত্কার॥
নিরুপম নিরজন রাসবিলাস।
অচল সুচঞ্চল গদ গদ ভাষ॥
কিয়ে বর মাধুরী বাঁশী নিশান।
ইহ বলি সঘনে পাতে নিজকাণ॥
স্বজন ত্যজি তব চলত একান্ত।
মিলব অব জনি কিয়ে রামকান্ত॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
গোরা-অভিষেকে ভক্ত একে একে
ভণিতা রামকান্ত দাস
কবি রামকান্ত
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

গোরা-অভিষেকে                   ভক্ত একে একে
মিলিত হইল আনন্দে মাতি।
শ্রীবাস পণ্ডিত                        হইয়া হরষিত
তিন ভ্রাতা সহ নাচে কত ভাতি॥
মুকুন্দ বাজায়                        বাসু ঘোষ গায়
নরহরি করে ধরয়ে তাল।
করি উতরোল                        উঠে হরি বোল
বাজে মরদল বাজে করতাল॥
কেহ কেহ নাচে                     কেহ পাছে পাছে
নানা ভঙ্গী করি হয় অগ্রসর।
অদ্বৈত ঠাকুর                             হরষ প্রচুর
পূজে গোরাপদ প্রেমে গর গর॥
তুলসী চন্দনে                          গোরার চরণে
পূজিয়া আচার্য্য সুখেতে ভাসে।
সে-সুখসায়রে                         উল্লাস-অন্তরে
ভাসিয়া ভণয়ে রামকান্ত দাসে॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর