কবি রামকান্ত দাস-এর বৈষ্ণব পদাবলী |
গোরা-অভিষেকে ভক্ত একে একে ভণিতা রামকান্ত দাস কবি রামকান্ত এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ গোরা-অভিষেকে ভক্ত একে একে মিলিত হইল আনন্দে মাতি। শ্রীবাস পণ্ডিত হইয়া হরষিত তিন ভ্রাতা সহ নাচে কত ভাতি॥ মুকুন্দ বাজায় বাসু ঘোষ গায় নরহরি করে ধরয়ে তাল। করি উতরোল উঠে হরি বোল বাজে মরদল বাজে করতাল॥ কেহ কেহ নাচে কেহ পাছে পাছে নানা ভঙ্গী করি হয় অগ্রসর। অদ্বৈত ঠাকুর হরষ প্রচুর পূজে গোরাপদ প্রেমে গর গর॥ তুলসী চন্দনে গোরার চরণে পূজিয়া আচার্য্য সুখেতে ভাসে। সে-সুখসায়রে উল্লাস-অন্তরে ভাসিয়া ভণয়ে রামকান্ত দাসে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |