কবি গোপীকান্ত বসুর বৈষ্ণব পদাবলী
*
বিহানে যশোদা রাণী কোলে লৈয়ে নীলমণি
ভণিতা গোপীকান্ত বসু
কবি গোপীকান্ত বসু
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং
তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”,
১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিহানে যশোদা রাণী, কোলে লৈয়ে নীলমণি, আঙ্গিনাতে বসিল কৌতুকে।
গোপালের মুখ অঙ্গ, কর পদতল-রঙ্গ নিরীক্ষণ করে অনিমিখে॥ ধ্বজ বজ্রাঙ্কুশ
যব, মৃগাঙ্কুশ কুশ লব, শঙ্খ চক্র শুদ্ধ সকল। ত্রিকোণ গোষ্পদ ধনু, উর্দ্ধরেখা শঙ্গ
জনু, মত্স জনু জাম্বুফল। এ সব দেখিয়ে রাণী, অদভুত মনে গণি, বিশ্বরূপ করয়ে
ভাবন। শুনেছি পুরাণ বেদে, এই চিহ্ন যার পদে, তিঁহ হয়েন ব্রহ্ম সনাতন॥
বিধি ভব যোগী যার, চরণ করয়ে সার, ভাবন করয়ে চিরকাল। এক মুখে গুণ
সত্ত্ব, তথাচ না পায় তত্ত্ব, তিহ কেনে আমার ছাওয়াল॥ হেন কালে বিশ্বমায়া,
আচ্ছন্ন নন্দের জায়া, মোহিত হইয়ে বলে শিশু। তুলিয়া আপন বুকে, চুম্বন
করিয়া মুখে, নিবেদয়ে গোপীকান্ত বসু॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর