কবি গোপীকান্ত বসু - ভণিতার একটি মাত্র পদ রয়েছে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১২-পৃষ্ঠায়।
সুতরাং কবি নিশ্চিত ভাবে উনিশ শতকের প্রথমার্ধে বা তারও পূর্বের কবি। এর বেশী আমাদের কাছে এই কবি সম্বন্ধে কোনও তথ্য নেই।
গবেষক ও বিশেষজ্ঞরা ভেবে দেখতে পারেন যে এই কবি গোপীকান্ত বসুই, বৈষ্ণবদাসের পদকল্পতরুতে উদ্ধৃত কবি গোপীকান্ত কি না। এও দেখা যেতে পারে যে শ্রীশ্রীপদকল্পতরুর "গোপী" ভণিতার পদের রচয়িতাও এই গোপীকান্ত বসু কি না। যদি তেমন প্রমাণিত হয় তাহলে কবি গোপীকান্ত বসু অবশ্যই বৈষ্ণবদাস পূর্ববর্তী কবি হবেন।