কবি দেবব্রত বসু বা স্বামী প্রজ্ঞানন্দের কবিতা
*
কে আছ মায়ের মুখপানে চেয়ে
কবি বিপ্লবী দেবব্রত বসু, সন্ন্যাসগ্রহণের পরে রামকৃষ্ণমিশনের স্বামী প্রজ্ঞানন্দ।
কবিতাটি আমরা পেয়েছি, কবি দিলীপ কুমার বসু সম্পাদিত “গান” নামক “একটি স্বদেশী-গানের সঙ্কলনের”
৩য় সংস্করণ থেকে। ১ম সংস্করণটি প্রকাশিত হয়েছিল ১৩১৩ বঙ্গাব্দে (১৯০৬), ব্রজকিশোর রায় চৌধুরী
দ্বারা ১৯০১ সালে প্রতিষ্ঠিত মৈমনসিংহের সুহৃদ-সমিতির পক্ষ থেকে। ১৯০৯ সালে যে সব স্বদেশী
কার্যকলাপে সমপৃক্ত সমিতির উপর নিষেধাজ্ঞা জারি হয়, এই সমিতি তাঁদের অন্যতম ছিলেন। বইটি
প্রকাশিত হয়েছিল বঙ্গভঙ্গের সরকারি ঘোষণার পরে। যদিও আমরা জানি যে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দেলন,
ঘোষণার তারিখের অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। আমরা কৃতজ্ঞতা জানাই বইটির সম্পাদক কবি
দিলীপ কুমার বসু এবং প্রকাশক কুবোপাখি প্রকাশন (+৯১৯৪৩২১৩৩৯৯১) এর কাছে তাঁদের এই সাধু
প্রচেষ্টার জন্য। মিলনসাগরে কবি দিলীপ কুমার বসুর কবিতার পাতায় যেতে
এখানে ক্লিক করুন . . . ।   


কে আছ মায়ের মুখপানে চেয়ে
.                এস কে কেঁদেছ নীরবে
মার মুখ চেয়ে আত্মবলি দিয়ে
.                সে মুখ উজ্জ্বল করিবে।
নিজেরে ভাবিয়ে অক্ষম দুর্ব্বল
বাড়ায়েছ মায়ের যাতনা কেবল
যা’র মাতৃকণ্ঠে বাজিছে শৃঙ্খল, দুর্ব্বল
.                সবল সে কি ভাবিবে?
জাননারে মূঢ় জননী তোমার
পুরাকাল হ’তে কি শক্তি আধার
সন্তানের কণ্ঠে শুনিলে হুঙ্কার
.                নয়নে বিজলী খেলিবে।
ক্ষুদ্র স্বার্থে মজি এখনো কি ভাই
মা হ’তে সুদূরে রবে ঠাঁই ঠাঁই?
হিন্দু মুসলমান এস সবে যাই।
.                মা যে ঐ ডাকিছে সবে।
কে আছ আজি ও পর পদসেবী,
এস উঠে এস মার পুত্র সবই,
ধমনী ভিতরে এক রক্ত বহে,
.                একই মাতৃ নামে উন্মত্ত হ’বে।
কে আছ বিদেশী আদেশে গোপনে
আছ ভাই মাতৃসেবক সন্ধানে
চেয়ে দেখ আজ মা চাহে তোমায়
.                তাঁরে কি কাঁদায়ে ফিরিয়া যাবে!
কে আছে বিপদে না করি দৃক্পাত
মৃত্যু নির্য্যাতন দৈব বজ্রাঘাত
খণ্ড খণ্ড হ’য়ে মার মুখ চেয়ে
.                এস কে মরিতে পারিবে?
এস শীঘ্র এস বেলা বহে যায়
এনেছে জাপান ঊষা এসিয়ায়
মধ্যাহ্ন-গরিমা স্বাধীন ভারত
.                আনিবে নিশ্চয়ই আনিবে।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর