ঋতুপর্ণ ঘোষের ছড়া (১৯টি ছড়া) কবি ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ মারা যাবার পরে প্রখ্যাত অভিনেত্রী ও বিশিষ্ট নাগরিক অপর্ণা সেন, তাঁর সম্পাদিত “প্রথমা এখন”, মাসিক পত্রিকার ১৫ জুলাই ২০১৩ সংখ্যায়, "আমাদের ঋতু", প্রবন্ধে লিখেছেন, "আমার বড় মেয়ে ডোনার বিয়ের তত্ত্ব সাজানোর সময়ে প্রত্যেকটা ডালার উপরে ছড়া লিখে দিয়েছিল ঋতু। ডোনার শ্বশুরমশাই আর শাশুড়িমা'র জন্যে আমার নাম করে ছড়ায় চিঠিও লিখে দিয়েছিল। ওর হাতের লেখায় সেসব ছড়া যত্ন করে রাখা ছিল আমার দেরাজে। আজ ঋতু চলে যাওয়ার পর পাঠকদের হাতে তুলে দিলাম বাছাই করা অনবদ্য কিছু ছড়া।" এই ছড়াগুলি আমরা পেয়েছি “আমার প্রাণের 'পরে চলে গেল কে” নামক ফেসবুকের সদস্যের পাতা থেকে।
পাল্কি ক'রে বৌ এল রে, পাড়াপড়শি কৈ? কবি ঋতুপর্ণ ঘোষ
পাল্কি ক'রে বৌ এল রে, পাড়াপড়শি কৈ? অঙ্গে শাড়ী বালুচরী, রূপ করে থৈ থৈ কল্কা করা নক্সা আঁচল, জামরঙা তার খোল, ছোট্ট রুপোর পাল্কি সাথে-সাবধানেতে তোল।
ঘিয়ে রঙা ঢাকাই শাড়ী, লাল রঙা তার পাড় কবি ঋতুপর্ণ ঘোষ
ঘিয়ে রঙা ঢাকাই শাড়ী, লাল রঙা তার পাড়। জরির ছোঁয়ায় সাজটি যেন লক্ষ্মী প্রতিমার। টুকটুকে লাল ব্লাউজ আছে, রং মিলিয়ে কেমন! লক্ষ্মী সাথে আপনি এলেন মা লক্ষ্মীর বাহন।
বেয়াই মশাই শুনেছি মোর মানুষটি গম্ভীর কবি ঋতুপর্ণ ঘোষ
বেয়াই মশাই শুনেছি মোর মানুষটি গম্ভীর। সহজেতে ক'ন না কথা, ভীষণই ধীর-স্থির॥ আমার নিজের অভিজ্ঞতা নয়কো তেমন মোটে। যতবারই হয়েছে দেখা, খুব অমায়িক বটে॥ রাশভারি সেই বেয়াই আমার চিকণ হবে বলে সোনালী-পাড় ধাক্কা-দেওয়া চিকণ ধুতির কোলে পাঞ্জাবীটি চোখ-জুড়োনো নকশা তসরেতে যত্ন করে পাট করে দিই ডালার বুকে পেতে। সুগন্ধী তিন সাবান, আছে, আছে সোলার পাখা। 'Cologne' এবং 'After-shave' একটি কোণে রাখা॥ এসব কিছু সাজিয়ে দিয়ে একটিমাত্র আশা। বেয়াইবাড়ির সঙ্গে হবে গভীর ভালোবাসা॥
ঝগড়া করে মন্দ লোকে 'কাঁথায় আগুন' বলে কবি ঋতুপর্ণ ঘোষ
ঝগড়া করে মন্দ লোকে 'কাঁথায় আগুন' বলে। নতুন বেয়ান হলে কি আর তেমন বলা চলে? অনেক ধকল গেছে ছেলে মানুষ করতে গিয়ে এবার না হয় ঘুমোও বেয়ান কাঁথা মুড়ি দিয়ে কাঁথার কাজের রেশমী শাড়ি পাঠাই তোমার তরে। সোনায় মোড়া শাঁখা জোড়া দু'হাত আলো ক'রে॥ আলতা সিঁদুর একটি কোণে রয়েছে পরিপাটি। রুপোর সিঁদুর কৌটো দিলাম, সঙ্গে সিঁদুর কাঠি॥ শাড়ির কাঁথার লতাপাতা ব্যাগেরও ওপর। গোলাপী রঙ তিনটি সাবান একসাথে পরপর॥ টুকরি করে 'Body shop'-এর বোতল আছে নানা। তোয়ালে আর গন্ধ হামাম বিদেশ থেকে আনা॥ একটি কথা বলা এবার ভীষণই দরকার যে শাড়িটা তত্ত্বে পেলাম দারুণ চমৎকার!!