কবি আরকুম-এর বাউল গান
*
মুরশিদ ধরিয়ো কাণ্ডার
ভণিতা পাগল আরকুম
কবি আরকুম উল্লা
বাউল গান
১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু
ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ১৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া
রয়েছে।

॥ পীর-মুরশিদা ও গুরুর প্রতি॥

মুরশিদ ধরিয়ো কাণ্ডার---
অবুঝ বালকের নৌকা ডুবিব১ তোমার॥
আর আমার নৌকায় তোমার বেসাত__
ধরছি পাড়ি আমি।
এগো, নৌকা ডুবি’ বেসাত গেলে
কলঙ্কিনী তুমি॥

আর আমার নৌকা ভব-সাগরে
তুমি নিজঘর ;
দিল-দুরবীণের আয়না ধরি’
রাখিয়ো নজর॥

আর ধন্য বাপের বেট যেই
শতগুণ তার।
এগো, বাপের ধনে বেটা মা'জন২
রঙপুরের বাজার॥

আর স্বামীর মাঝে নারীর বেসাত,
নারীর মাঝে স্বামী।
তোমার মাঝে আমি মুরশিদ,
আমার মাঝে তুমি॥

আর চন্দ্রচড়ির মধুর ভাণ্ডার
ভরিয়া থইছ৩ ঘরে।
এগো, বেপারী দেখিয়া বাঁট নাম
রউক সংসারে॥

হজরত শাহা আব্দুল লতিফ
নিজের বেসাতি দিয়া---
পাগল আরকুমের নৌকা
দিয়াছইন৪ ভাসাইয়া॥

১ - ডুবিবে, ২ - মহাজন, ৩ - থুইয়াছ, ৪ - দিয়াছেন।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর