কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর গান ও কবিতা |
প্রভাতে পদ্ম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৯১৯ সালে প্রকাশিত সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত “ঈশ্বরগুপ্তের গ্রন্থাবলী (প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রে)” এর “বিবিধ” অধ্যায় থেকে নেওয়া। সহস্রকরের করে, কিবা শোভা সরোবরে, সে রূপের নাহি অনুরূপ। নলিনী ফেলিয়া বাস, বিস্তার করিয়া বাস, প্রকাশ করছে নিজ রূপ॥ মাথার আঁচল খুলে, প্রিয়পানে মুখ তুলে, হেসে হেসে কি খেলা খেলায়। আহা কিবা মনোহর, দিবাকর দিয়া কর, স্নেহে তার বদন মুছায়॥ নেচে নেচে ক্ষণে ক্ষণে, হেঁটমুখে পড়ে বনে, মনে এই ভাবের আভাস। কমলদলের তলে, রবি-ছবি জলে জলে, বিদূরিত হতেছে বিলাস॥ দলগুলি উঠো উঠো, মুখখানি ফোটো ফোটো, ছোট ছোট কমলের কলি। মধুকর দলে দলে, দেই কলি-দলে দলে, রতি-রসে মাতে কুতহলী॥ মোহিত মধুর রসে, উড়ে গিয়ে ফুঁড়ে বসে, এক ছেড়ে ধরে গিয়ে আর। মধুলোভী মধুব্রত, পাইয়াছে সদাব্রত, লুটিতেছে মধুর ভাণ্ডার॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |