কবি সোনালী গুহ বসু - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।
পিতা অভিজিৎ গুহ এবং মাতা রুমা দেবী।
কবির শিক্ষাজীব শুরু হয় অর্কদ্যুতি শিশু শিক্ষানিকেতনে। খিদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি সেকেন্ডারি
বা মাধ্যমিক পাশকরেন। এরপর খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি বা উচ্চ
মাধ্যমিক পাশ করেন। কবি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্কুলের ফার্স্ট গার্ল ছিলেন!
বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এ স্নাতক হন। তিনি কলেজে
ডিপার্টমেন্ট টপার ছিলেন।
কবি পেশায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। এবং বর্তমানে ব্যাঙ্গালোর নিবাসী।
তিনি স্কুল জীবন থেকেই লেখা শুরু করেন, খিদিরপুর হাইস্কুলের “অঙ্কুর” দেওয়াল পত্রিকায়। কলেজে ২০১৭-
২০১৯ সাল পরর্যন্ত “আরুণি” মাসিক সংবাদপত্রের সম্পাদনা করেন। ২০১৮ সাল থেকে তিনি “মধ্যবর্তী
সাহিত্য মাসিক” পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন।
কবির নিজের ভাষায় তাঁর কবিতা নিয়ে লিখেছেন, “কবিতা মানে আমার কাছে মুক্তি। আমার যাপন। ভাষা
নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে। নতুন কিছু সৃষ্টি, নতুন ভাষা দর্শন এর পথ ধরে। যে পথের কোনো
শেষ নেই। পুরোটাই ভাষা নিয়ে ভাষার জন্য জার্নি।”
আমরা মিলনসাগরে সোনালী গুহ বসু কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - journalist.sonali@gmail.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি সোনালী গুহ বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২২.৬.২০২০ ^^ উপরে ফেরত
...