জল বলে চল, মোর সাথে চল তোর আঁখিজল, হবে না বিফল, কখনো হবে না বিফল। চেয়ে দেখ মোর নীল জলে শত চাঁদ করে টল মল। জল বলে চল, মোর সাথে চল। বধু রে আন তরা করি, বধুরে আন তরা করি, কূলে এসে মধু হেসে ভরবে গাগরী, ভরবে প্রেমের হৃদ কলসি, করবে ছল ছল। জল বলে চল, মোর সাথে চল। মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল, সে অতলে সদা জ্বলে রতন উজল। এই বুকে, ফোটে সুখে, হাসিমুখে শতদল, নহে তীরে, এই নীরে, গভীরে শীতল। জল বলে চল, মোর সাথে চল।
ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ। তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল, ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন। ওগো নিঠুর দরদী। ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা। আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও, বল ওগো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন। এ কি খেলছ অনুক্ষণ, ওগো নিঠুর দরদী।