কবি অতুলপ্রসাদ সেনের গান
*
জল বলে চল, মোর সাথে চল
কবি অতুলপ্রসাদ সেন

জল বলে চল, মোর সাথে চল
তোর আঁখিজল, হবে না বিফল, কখনো হবে না বিফল।
চেয়ে দেখ মোর নীল জলে শত চাঁদ করে টল মল।
জল বলে চল, মোর সাথে চল।
বধু রে আন তরা করি, বধুরে আন তরা করি,
কূলে এসে মধু হেসে ভরবে গাগরী,
ভরবে প্রেমের হৃদ কলসি, করবে ছল ছল।
জল বলে চল, মোর সাথে চল।
মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল,
সে অতলে সদা জ্বলে রতন উজল।
এই বুকে, ফোটে সুখে, হাসিমুখে শতদল,
নহে তীরে, এই নীরে, গভীরে শীতল।
জল বলে চল, মোর সাথে চল।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
নীচুর কাছে নীচু হতে শিখ্ লি না রে মন
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ বাউল॥

নীচুর কাছে হতে নীচু শিখ্ লি না রে মন!
সুখী জনের করিস্‌ পূজা, দুঃখীর অযতন! (মূঢ় মন!)

লাগেনি যার পায়ে ধূলি, কি নিবি তার চরণ-ধূলি ?
নয় রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন! (মূঢ় মন! )

প্রেমধন মায়ের মতন, দুঃখী সুতেই অধিক যতন ;
এই ধনেতে ধনী যে জন সেই ত মহাজন! (মূঢ় মন! )

বৃথা তোর কৃচ্ছ সাধন ; সেবাই নরের শ্রেষ্ঠ সাধন।
মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ! ( মুঢ় মন! )

মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে সরল সত্য ;
---সকল ঘরে সকল নরৈ আছেন নারায়ণ! ( মূঢ মন! )

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওগো নিঠুর দরদী
কবি অতুলপ্রসাদ সেন

ওগো নিঠুর দরদী, ও কি খেলছ অনুক্ষণ।
তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন,
মিছে খাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল,
ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চল
তাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন।
ওগো নিঠুর দরদী।
ডাকিলে কও না কথা, কি নিঠুর নিরবতা।
আবার ফিরে চাও, তুমি আবার ফিরে চাও,
বল ওগো শুনে যাও
তোমার সাথে আছে আমার অনেক কথন।
এ কি খেলছ অনুক্ষণ,
ওগো নিঠুর দরদী।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
উঠ গো ভারত-লক্ষ্মী
কবি অতুলপ্রসাদ সেন
১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের স্বদেশ
পর্যায়ের গান।

॥ মিশ্র॥

উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা,
দুঃখ দৈন্য সব নাশি করো দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা, করো সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে।

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

কাণ্ডারী নাহিক কমলা, দুখলাঞ্ছিত ভারতবর্ষে ;
শঙ্কিত মোরা সব যাত্রী কাল-সাগর-কম্পন-দর্শে।
তোমার অভয় পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে।

জননী গো, লহে তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

ভারত-শ্মশান করো পুর্ণ পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে
দ্বেষ-হিংসা করি চূর্ণ করো পূরিত প্রেম-অলি-গুজে,
দূরিত করি পাপ-পুঞ্জে, তপঃ-তুঞ্জে,
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।

জননী গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।

অথবা

জননী, দেহো তব পদে ভক্তি,
দেহে! নব আশা, দেহো নব শক্তি ;
এক সুত্রে করো বন্ধন আজ
ত্রিংশতি কোটি দেশবাসী জনে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বলো বলো বলো সবে
কবি অতুলপ্রসাদ সেন
১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের স্বদেশ
পর্যায়ের গান।

॥ মিশ্র খান্বাজ॥

বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্‌ হবে, কর্মে মহান্‌ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে।

আজও গিরিরাজ রয়েছে প্রহরী,
ঘিরি তিন দিক নাচিছে লহরী ;
যায় নি শুকায়ে গঙ্গা গোদাবরী, ---
এখনো অমৃতবাহিনী।
প্রতি প্রান্তর, প্রতি গুহা বন,
প্রতি জনপদ, তীর্থ অগণন,
কহিছে গৌরবকাহিনী।

বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্‌ হবে, কর্মে মহান্‌ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে।

বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী
সতী সাবিত্রী সীতা অরুন্ধতী,
বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি, ---
আমরা তাঁদেরই সন্ততি।
অনলে দহিয়া রাখে যারা মান,
পতি-পুত্র-তরে সুখে ত্যজে প্রাণ,
আমরা তাদেরই সন্ততি।

বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্‌ হবে, কর্মে মহান্‌ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে।

ভোলে নি ভারত, ভোলে নি সে কথা,
অহিংসার বাণী উঠেছিল হেথা ;
নানক নিমাই করেছিল ভাই
সকল ভারত-নন্দনে।
ভুলি ধর্ম-দ্বেষ জাতি-অভিমান
ত্রিশ কোটি দেহ হবে এক-প্রাণ,
এক-জাতি-প্রেম-বন্ধনে।

বলো বলো বলো সবে, শত বীণা-বেণু-রবে
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্‌ হবে, কর্মে মহান্‌ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে।

মোদের এ দেশ নাহি রবে পিছে,
খষি-রাজকুল জন্মে নি মিছে ;
দুদিনের তরে হীনতা সহিছে,
জাগিবে আবার জাগিবে।
আসিবে শিল্প ধন বাণিজ্য,
আসিবে বিদ্যা বিনয় বীর্য,
আসিবে আবার আসিবে।

বলো বলো বলো সবে, শত বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্‌ হবে, কর্মে মহান্‌ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে।

এসো হে কৃষক কুটীরনিবাসী,
এসো অনার্য গিরিবনবাসী,
এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী,
মিল' হে মায়ের চরণে।
এসো অবনত, এসো হে শিক্ষিত,
পর-হিত-ব্রতে হইয়া দীক্ষিত,
মিল’ হে মায়ের চরণে।
এসো হে হিন্দু এসো মুসলমান,
এসো হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান,
মিল' হে মায়ের চরণে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
কবি অতুলপ্রসাদ সেন
১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের স্বদেশ
পর্যায়ের গান।

॥ মিশ্র॥

হও ধরমেতে ধীর, হও করমেতে বীর,
হও উন্নতশির --- নাহি ভয়।
ভুলি ভেদাভেদ-জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান--- হবে জয়।

নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান ;
দেখিয়া ভারতে মহাজাতির উত্থান
জগজন মানিবে বিস্ময়,
জগজন মানিবে বিস্ময়!

তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন ;
ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন---
ওই দেখো প্রভাত-উদয়,
ওই দেখো প্রভাত-উদয়!

ন্যায় বিরাজিত যাদের করে
বিঘ্ন পরাজিত তাদের শরে ;
সাম্য কভু নাহি স্বার্থে ডরে---
সত্যের নাহি পরাজয়,
সত্যের নাহি পরাজয়!

.        ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
  বাংলা ভাষা
কবি অতুলপ্রসাদ সেন

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
.      ( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
.            ( মরি হায়, হায়রে! )
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
.          ( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
.         ( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে 'মা, মা' ব'লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ'লে কাঁদা হাসা ||

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর