কবি অতুলপ্রসাদ সেনের গান |
ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো বিদায় কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ ভৈরবী॥ ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো বিদায়, যদি দীর্ঘ-সহবাসে, চঞ্চল হৃদি-পাশে মম প্রেম-কুঞ্জ-সঞ্চিত ফুল-ডালা ম্লান হয়ে যায়; --- আজি লও গো বিদায়। তোমার নয়নে তিলেকও যদি হই পুরাতন ; আহা, এমন সুধা-সিন্ধু, যদি কমে যায় এক বিন্দু, ---তোমার আনন-ইন্দু নিতি দরশে, নিতি পরশে ; ---আজি লও গো বিদায়। আমি তিক্ত বিরহ করিব পান আকুল মিলন-তিয়াষে ; যদি সুখ-পীযুষ করি পান, হয় সুখ-পিপাসা অবসান ; যদি দেবতারে করি অপমান মনোমন্দিরে, ---আজি লও গো বিদায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ সারঙ্গ॥ কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া। এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া? তোমার লাগিয়া আজ, পরিনি মিলন-সাজ ; বিরহ-শয়নে ছিনু আঁখি ছলছলিয়া ; কে জানিত ছিল মোর দোরখানি খুলিয়! ধরিব তোমার কর, দাঁড়াও, পথিকবর! গেঁথেনি কুসুম-মালা তুলি প্রেম কলিয়া ; না হইতে মালা গাঁথা যেওনাক চলিয়া! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তুমি মধুর অঙ্গে, নাচগো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ গুজরাটী খাম্বাজ॥ তুমি মধুর অঙ্গে, নাচগো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে, ঝিনিকি ঝিনিকি ঝিনিনি! প্রেম-অধীরা, কণ্ঠ-মদিরা, পরাণ-পাত্রে এ মধুরাত্রে ঢাল গো! নয়ানে, চরণে, বসনে, ভূষণে গাহ গো, মোহন রাগ-রাগিনী! ওগো, নব-অনুরাগিনি ! মম শোণিত শ্রোতে বহিবে গান, লহরে লহরে উঠিবে তান ; শিহরি উঠিবে অবশ প্রাণ ; ---রিণি রিণি রিণি রিণিনি! শুনি তব পদ গুঞ্জন, জগত-শ্রবন রঞ্জন, আপন হরষে, আপন পরশে, তব চরণ-মন্ত্র পরাণ-যন্ত্রে বাজিবে ; সুখ-স্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে, রিণিকি রিণিকি রিণি রিণি! ওগো, পরাগ-বিলাসিনি। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কে গো গাহিলে পথে ‘এস পথে’ বলিয়া কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ লগ্নী॥ কে গো.গাহিলে পথে “এস পথে’ বলিয়া, দুয়ার খুলিনু যবে কেন গেলে চলিয়া? বিজন বরষা রাত, এ ফি ছলনা, নাথ! আঁধারে মিলালে তুমি বারেক উজলিয়া! ঝড়ের বাতাসে আর রুধিতে পারি না দ্বার ; পথে ঝড়, ঘরে ডর, হাতে প্রেম-ফুলহার! শ্রবণে মিলাল গান, হৃদয়ে রহিল তান ; তোমার লাগিয়া আঁখি উঠিছে উথলিয়া! . **************** . সূচীতে . . . মিলনসাগর |