কবি অতুলপ্রসাদ সেনের গান
*
করুণ সুরে ও কি গান গাও
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ কাফি॥

করুণ সুরে ও কি গান গাও?
বিষাদিনি ওগো, তুমি মিছে তারে চাও

তুমি যারে চাও মনে,
সে ত নাহি এ ভূবনে ;
প্রেমের ভূষণে তারে মিছে সাজাও।
আশার ছলনে তুমি কেন দুঃখ পাও,
বিষাদিনি. কেন দুঃখ পাও?

এসেছ যাহার কাছে,
সে ত ভিখারী নিজে ;
ওগো ভিখারিণি, তুমি ঘরে ফিরে যাও ;
আপন বসনে তব নয়ন মুছাও ;
ভিখারিণি, নয়ন মুছাও।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো বিদায়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ ভৈরবী॥

ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো বিদায়,
যদি দীর্ঘ-সহবাসে,
চঞ্চল হৃদি-পাশে

মম প্রেম-কুঞ্জ-সঞ্চিত ফুল-ডালা ম্লান হয়ে যায়;
--- আজি লও গো বিদায়।

তোমার নয়নে তিলেকও যদি হই পুরাতন ;
আহা, এমন সুধা-সিন্ধু,
যদি কমে যায় এক বিন্দু,
---তোমার আনন-ইন্দু নিতি দরশে, নিতি পরশে ;
---আজি লও গো বিদায়।

আমি তিক্ত বিরহ করিব পান আকুল মিলন-তিয়াষে ;
যদি সুখ-পীযুষ করি পান,
হয় সুখ-পিপাসা অবসান ;
যদি দেবতারে করি অপমান মনোমন্দিরে,
---আজি লও গো বিদায়।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি অলকে পরিতে পড়ে গেল মালা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ বেহাগ॥

আমি অলকে পরিতে পড়ে গেল মালা
তার পায়, ওগো, তার পায়।
আমি খেলিতে খেলিতে ভুলে গেনু খেলা ;
একি দায়, ওগো, একি দায়!

আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার ;
বুঝি নাই, ওগো, বুঝি নাই ;
শেষে দেখি এ যে অকূল-পাথার
যত যাই, ওগো, যত যাই।

আমি যত করি দান, ততবার বলে,
“আরো চাই, ওগো, আরো চাই,”
শেষে আমার কুটীরে আমার লাগিয়া
নাহি ঠাঁই, ওগো, নাহি ঠাঁই।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বঁধূ! ধর, ধর মালা, পর গলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ পিলু ও খাম্বাজ--মিশ্র॥

বঁধূ! ধর, ধর মালা পর গলে,
“ফিরে দিও না বন-কুসুম বলে!

কাঁটার ঘায়ে রাঙ্গা হাতে,
ফুল তুলেছি আঁধারে দুঃখ-রাতে ;
তাহে গেঁথেছি বিজনে আঁখি-জলে

প্রেমের কূলে ছিনু একা,
আজি তোমারে একেলা পেনু দেখা ;
ঘর ভুলিনু তব বেণুর বোলে

যদি না মালা শোভে গলে,
তারে দিও ঠাঁই তৰ পদতলে ;
তোমায় ধরিব হৃদয়-শতদলে

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সারঙ্গ॥

কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া।
এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া?

তোমার লাগিয়া আজ,
পরিনি মিলন-সাজ ;
বিরহ-শয়নে ছিনু আঁখি ছলছলিয়া ;
কে জানিত ছিল মোর দোরখানি খুলিয়!

ধরিব তোমার কর,
দাঁড়াও, পথিকবর!
গেঁথেনি কুসুম-মালা তুলি প্রেম কলিয়া ;
না হইতে মালা গাঁথা যেওনাক চলিয়া!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তুমি মধুর অঙ্গে, নাচগো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ গুজরাটী খাম্বাজ॥

তুমি মধুর অঙ্গে, নাচগো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে,
ঝিনিকি ঝিনিকি ঝিনিনি!
প্রেম-অধীরা,
কণ্ঠ-মদিরা,
পরাণ-পাত্রে এ মধুরাত্রে ঢাল গো!
নয়ানে, চরণে, বসনে, ভূষণে গাহ গো,
মোহন রাগ-রাগিনী!
ওগো, নব-অনুরাগিনি !

মম  শোণিত শ্রোতে বহিবে গান,
লহরে লহরে উঠিবে তান ;
শিহরি উঠিবে অবশ প্রাণ ;
---রিণি রিণি রিণি রিণিনি!

শুনি তব পদ গুঞ্জন, জগত-শ্রবন রঞ্জন,
আপন হরষে,
আপন পরশে,
তব চরণ-মন্ত্র পরাণ-যন্ত্রে বাজিবে ;
সুখ-স্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে,
রিণিকি রিণিকি রিণি রিণি!
ওগো, পরাগ-বিলাসিনি।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি বসে আছি তব দ্বারে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ টৌড়ি॥

আমি বসে আছি তব দ্বারে ;
কত যে ডাকি বারে বারে !

দেখ, বিরহী বিহগ করুণ গাইল,
কুসুমে সাজি অরুণ আইল ;
---দুয়ার খোল, লহ আমারে !

এসেছি হেথা অনেক ঘুরে,
যাইতে হবে অনেক দূরে ;
পথের অতিথি চাহে তোমারে!

এসেছি হেথা তোমার তরে,
চরণে বেদনা, কুসুম করে ;
এ বন-মালা দিব কাহারে?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কে গো গাহিলে পথে ‘এস পথে’ বলিয়া
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ লগ্নী॥

কে গো.গাহিলে পথে “এস পথে’ বলিয়া,
দুয়ার খুলিনু যবে কেন গেলে চলিয়া?

বিজন বরষা রাত,
এ ফি ছলনা, নাথ!
আঁধারে মিলালে তুমি বারেক উজলিয়া!

ঝড়ের বাতাসে আর
রুধিতে পারি না দ্বার ;
পথে ঝড়, ঘরে ডর, হাতে প্রেম-ফুলহার!

শ্রবণে মিলাল গান,
হৃদয়ে রহিল তান ;
তোমার লাগিয়া আঁখি উঠিছে উথলিয়া!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হে পান্থ, বারেক ফিরে চাও মম মুখপানে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সিন্ধু কাফি॥

হে পান্থ, বারেক ফিরে চাও মম মুখপানে।
--মনে হয়, চলিয়াছ আমারই সন্ধানে।

আমিও যে বসে আছি সে পথিক লাগি,
যারে লয়ে হব আমি সরব-তেয়াগী ;
হে তৃষ্ণ, হে শ্রান্ত, তুমি কেন গেলে চলে?
দেখনি কি ভরা কুন্ত মম তরুতলে?
হেন অন্যমনা তুমি কাহার ধেয়ানে?

তোমার দু’হাতে মম হাতখানি তোল,
দেখ ত হৃদয়ে তব দেয় কি না দোল!
মম সুধাপাত্র খানি উঠাও অধরে,
দেখ ত প্রেমের ক্ষুধা হরে কি না হরে ;
তারপর যেয়ো চলে যদি মন মানে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মন হরে কে পালাল গো
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র কাওয়ালী॥

মন হরে কে পালাল গো?
---তারে ধর !

যখন আছিনু ঘুমে,
নীরবে নয়ন চুমে,
পরাইয়া গেল সে গোপনে
আপন কন্ঠমালা গো!
---তারে ধর!

না জানি কেমন ভোলা
দেখেনি দুয়ার খোলা,
সিঁধ কাটি পশি গৃহে
মোর নয়ন বাঁধিল গো!

বুঝি এসেছিল, হায়,
মোর নয়ন-দুলাল গো!
---তারে ধর!

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর