কবি অতুলপ্রসাদ সেনের গান |
তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ সিন্ধু॥ তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা ; জীবন বিজনে তাই আজি পাইয়াছি দিশা। তোমার অন্তর মাঝে, না জানি কি মধু আছে; চারিদিকে মরুভূমি,. তবুও নাহিক তৃষা মথিয়া আশার জল, উঠেছে যে হলাহল, আজি সেই তিক্ত বিষ মধুর পীযূষে মিশা। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ কীর্ত্তনের সুর॥ তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো ; যদি না বসিবে জীবন-আসনে, পরাণ-আসনে বসো। জটিল, পঙ্কিল জগতের পথে, কেমনে আসিবে নন্দন-রথে? স্বরগ হইতে স্বপনের পথে অলখিতে তুমি এসো যে দুদিন তুমি ছিলে দেহপুরে, নিকটে থেকেও ছিলে বহুদুরে ; আজি দু’জনার কত ব্যবধান তবু দূর নাহি লেশ। মরতের গেহ, মরতের স্নেহ, চঞ্চল অতি, অতি পরিমেয় ; যে ভালবাসা বাসে নাই কেহ, সেই ভালবাসা বেসো। ভবের বন্ধনে পড়িলে না বাঁধা, তাই ন! জানিলে বৃথা হাসা-কাঁদা ; স্বপনবাসিনি, ওগো সুহাসিনি, এ হাসি তুমি হেসো . **************** . সূচীতে . . . মিলনসাগর |