কবি অতুলপ্রসাদ সেনের গান
*
আমি কি দেখিব তোমায় হে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ কীর্ত্তনের সুর॥

আমি কি দেখিব তোমায় হে!
তোমার সকলই সুন্দর হে--অতি সুন্দর !
তৰ চরণ সুন্দর, বরণ সুন্দর, সুন্দর তব নয়ন ;
তুমি দাঁড়ায়ে সুন্দর, বসিয়া সুন্দর, সুন্দর তব শয়ন ;
তব গমন সুন্দর, থমক সুন্দর, সুম্দর তব আলস ;
তব গরব সুন্দর, অশ্রু সুন্দর, সুন্দর হাসি-বিকাশ ;
তব রচন সুন্দর, বচন সুন্দর, সুন্দর তব গীতি ;
তব মরম সুন্দর, সরম সুন্দর, স্থুন্দর তব ভীতি !

আমি কত দেখিব তোমায় হে!
তুমি সকল সময়ে মধুর--অতি মধুর !
তুমি দিবসে মধুর, নিশীথে মধুব, মধুর তুমি স্বপনে ;
তুমি স্বজনে মধুর, বিজনে মধুর, মধুর তুমি গোপনে ;
তুমি বিপদে মধুর, বিষাদে মধুর, মধুর যবে ভরসা ;
তুমি শরতে মধুর, হরষে মধুর, মধুর যবে বরষা ;
তুমি সোহাগে মধুর, কলহে মধুর, মধুর যবে অভিমান ;
তুমি মিলনে মধুর, বিরহে মধুর, মধুর যবে ভাঙ্গাপ্রাণ !

তুমি মধুর হে যবে আমায় ভালবাস, মধুর যবে বাস অন্যে ;
তুমি মধুর যবে বস কনক আসনে, আমার কাটে দিন দৈন্যে!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সিন্ধু॥

তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা ;
জীবন বিজনে তাই আজি পাইয়াছি দিশা।

তোমার অন্তর মাঝে,
না জানি কি মধু আছে;
চারিদিকে মরুভূমি,. তবুও নাহিক তৃষা

মথিয়া আশার জল,
উঠেছে যে হলাহল,
আজি সেই তিক্ত বিষ মধুর পীযূষে মিশা।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ কীর্ত্তনের সুর॥

তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো ;
যদি না বসিবে জীবন-আসনে, পরাণ-আসনে বসো।

জটিল, পঙ্কিল জগতের পথে,
কেমনে আসিবে নন্দন-রথে?
স্বরগ হইতে স্বপনের পথে অলখিতে তুমি এসো

যে দুদিন তুমি ছিলে দেহপুরে,
নিকটে থেকেও ছিলে বহুদুরে ;
আজি দু’জনার কত ব্যবধান তবু দূর নাহি লেশ।

মরতের গেহ, মরতের স্নেহ,
চঞ্চল অতি, অতি পরিমেয় ;
যে ভালবাসা বাসে নাই কেহ, সেই ভালবাসা বেসো।

ভবের বন্ধনে পড়িলে না বাঁধা,
তাই ন! জানিলে বৃথা হাসা-কাঁদা ;
স্বপনবাসিনি, ওগো সুহাসিনি, এ হাসি তুমি হেসো

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
রাতারাতি কর্ ল  কে রে ভরা বাগান ফাঁকা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ গজল॥

রাতারাতি কর্ ল কে রে ভরা বাগান ফাঁকা?
রাঙ্গা পায়ের চিহ্ন শুধু আঙ্গিনাতে আঁকা !
তোলা ফুলের খালি বোঁটায় ছোঁয়াব গন্ধ মাখা !

ভেবেছিলাম ভোরে উঠে ভর্ ব ফুল-ডালা,
কারও পায়ে দিব অর্ঘ্য, কারও গলায় মালা ;
কোথা হতে এল রে চোর সকল চোরের আলা !

ছেঁড়া পাপ্ ড়ি ধরে ধরে গেলাম বহুদূরে,
পথের মাঝে পথ হারিয়ে ঘরে এলাম ঘুরে ;
কে জানে রে সে অজানা কোন্‌ অজানা পুরে ?

দেখেছ কি সে চোরারে, শুধাই সবারে ;---
কেউ বা বলে থৌঁজ তারে বনের মাঝারে ;
কেউ বা বলে পাবে তারে নদীর 'ওপারে |

চাইত যদি দো’রে এসে আমার কুসুমণ্ডলি,
উজার করে দিতাম তারে আপন হাতে তুলি!
পার্ ত  কি চলে যেতে, আমায় যেতে ভুলি?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
নিজেরে লুকাতে পারিনি বলে লাজে হইনু সারা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ ভৈররী॥

নিজেরে লুকাতে পারিনি বলে লাজে হইনু সারা ;
মোর প্রাণের রুদ্ধ গুপ্ত প্রেমের কেমনে পাইলে সাড়া?

যখন কথাটি কহিতে, শুনেও শুনিনি কানে ;
যখন গানটি গাহিতে, চাহিনি তোমার পানে;
নয়নে আসিলে জল হাসিতাম নানা ভানে ;
শত যতনের অযতনে পড়িনু কি শেষে ধরা?

দেখিতাম যবে স্বপনে, সত্য কি তুমি আসিতে?
আমার নীরব নিশীথে সত্য কি তুমি ভাসিতে?
আমার প্রভাত-কুসুমে সত্য কি তুমি হাসিতে?
ছিলে কি সতত লুকায়ে নয়নে হুইয়ে নয়ন-তার1?

চাহি নাই তব দান, দিলেও: দিয়েছি ফিরায়ে ;
তুমি ফেলিয়া যাইতে যাহা, গোপনে লয়েছি কুড়ায়ে ;
তব মুর্ত্তি করিনি পূজা, স্মৃতিই রয়েছি জড়ায়ে---
কেমনে জানিলে তুমি যে আমার সকল জগত-জোড়া?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সিন্ধু কাফি॥

ওহে সুন্দর ! যদি ভাল না বাস তবে যাও,---
যদি কভু দুঃখ পাও, তবে আসিও।
তোমারি নয়ন তরে রহিল অঞ্চল মম, আসিও!

পুষ্পে তোমারে করিব আঘ্রাণ, তারকা-কিরণে হেরিব,
বসন্ত-বাতাসে করিব পরশ, ভ্রমর-গুঞ্জনে শুনিব ;
আমি তোমা দিয়ে করি জগত রচনা, তোমাতেই সদা রহিব।

তুমি আমারই প্রেমে হইবে অসীম,
যেথা যেতে চাও যাইও ;

যদি কভু দুঃখ পাও, তবে আসিও,
ওহে সুন্দর, আসিও!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আদি-রাগ ভৈরব নিদাঘ ষাগমে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “ছয় রাগ ও ছয় ঋতু” পর্যায়ের গান।

॥ ভৈরব॥
( গ্রীষ্ম )

আদি-রাগ ভৈরব নিদাঘ
ষাগমে,
বিমল মনে গাহ, জগবাসি।

গগন-ভালে চন্দন, গহনে পিক-বন্দন,
পুষ্পে নব সৌরভ, মধুপ-পিয়াসী।

বিশ্ব হেন কালে ডাকে বিশ্বনাথে ;
তাঁহার মহিমা গাহ প্রভাতে ;
তাপিত চিত্ত হবে শান্ত তিরপিত,
মুক্ত হবে ভব নিগড়, মুক্তি-অভিলাষি!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রবল ঘন মেঘ আজি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “ছয় রাগ ও ছয় ঋতু” পর্যায়ের গান।

॥ মেঘ॥
( বর্ষা )

প্রবল ঘন মেঘ আজি
নীল ঘন ব্যোম পরে;
আঁধার ঘন ঘোর
ভানু-চন্দ্র ছায়ি’ হে।

বরষিছে মুষলধার,
নাহি বিরাম আর ;
বিশ্বশক্তি রাখ এ
বিপদে বাঁচাই হে।

ত্রস্ত ধরণী পরে
সকলি হে শঙ্কা করে,
পশু-পক্ষী, জল-স্থল,
নদী-নদ, বায় ;
সকলি বিস্মিত, হায়,
ঘন ঘের বরষায় ;
জগপতি, চরণে রাখ
শান্তি বিছায়ি' হে

.      ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
গায় পঞ্চম রাগ মুক্ত গগণ, মুগ্ধ ভুবন
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “ছয় রাগ ও ছয় ঋতু” পর্যায়ের গান।

॥ পঞ্চম॥
( শরৎ )

গায় পঞ্চম রাগ মুক্ত গগণ, মুগ্ধ ভুবন,
সবে শারদ সঙ্গীত গাহে ;
প্রভাত নিরমল, পুষ্পিত পরিমল,
নিশীথিনী উজল নয়নে চাহে!

.      ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
উজ্জ্বল সমর-বেশে এস, নটনারায়ণ
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “ছয় রাগ ও ছয় ঋতু” পর্যায়ের গান।

॥ নটনারায়ণ॥
( হেমন্ত )

উজ্জ্বল সমর-বেশে এস, নটনারায়ণ!
হেরি তোমার মূরতি, বিপদ-দুঃখ-বারণ।

এস সমর-সাজে, এ ভূবন মাঝে
শকতি দেহ দেহে অন্তরে অভয় আন।

হেম-কান্তি ধরি এস হেমন্তের কালে,
বাজুক ডমরু-ভেরী উদ্দাম তালে ;

তুরঙ্গ-বাহন পরে খর তূণ ভরি শরে,
ভুবন-বিজয়ী, এস, এস দানব-ত্রাসন!

.      ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর