কবি অতুলপ্রসাদ সেনের গান |
পাগলা! মনটারে তুই বাঁধ কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান। ॥ ভৈরবী॥ পাগলা! মনটারে তুই বাঁধ! কেন রে তুই যেথা সেথা পরিস্ প্রাণে ফাঁদ? শীতল বায়ে আস্ লে নিশি, তুই কেনরে হোস্ উদাসী? ( ওরে ) নীলাকাশে অমন করে হেসেই থাকে চাঁদ! শৈলশিরে সোণার খেলা, দেখিস্ যবে প্রভাতবেলা, তুই কেন যে হোস্ উতলা, দেখে মোহন চাঁদ! করুণসুরে গাইলে পাখী, তোর কেন রে ঝরে আঁখি? কবে তুই মুছ্ বি নয়ন, ঘুচ্বে মনের ধাঁধ? সংসারেতে উঠ্ লে হাসি, তুই শুনিস্ রে ব্রজের বাঁশী! ( ওরে ) ভাবিস্ কিরে সবই গোকুল, সবই কালাচাঁদ? কতই পেলি ভালবাসা, তবু না তোর মেটে আশা! এবার তুই একলা ঘরে নয়ন ভরে কাঁদ্! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
থাকিস্ নে বসে তোরা সুদিন আস্ বে বলে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান। ॥ মিশ্র খাম্বাজ॥ থাকিস্ নে বসে তোরা সুদিন আস্ বে বলে ; কারো দিন যায় হরষে, যায় কারো বিফলে! সুখের ছদ্মবেশে, আসে দুঃখ হেসে হেসে, জীবনের প্রমোদ-বনে ভাসায় আঁখিজলে! যেথা আজ শুষ্ক মরু, যেথা নাই ছায়া তরু, হয়ত তোদের নয়নজলে ভর্ বে ফুলে ফলে! জীবনের সন্ধিপথে, খুঁজে পথ হবে নিতে ; কেউ জানে না কোথায় যাবি, কেউ দিবে না বলে! ভাঙ্গিলে বালির আবাস, বিষাদে হ'স্ নে হতাশ, আছে ঠাঁই, বলে রাতুল, রাতুল চরণতলে! . **************** . সূচীতে . . . মিলনসাগর |