কবি অতুলপ্রসাদ সেনের গান |
সবাই কত নূতন কথা কয় কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান। ॥ কীর্ত্তনের সুর॥ সবাই কত নূতন কথা কয়, আমাব পুরাণ কথা৷ এখনো তো বলা হল না। সবাই করে নূতন পরিচয়, আমার আপন জনে এখনো তো জানা হল না সবাই ঘোরে দেশ-বিদেশে, নূতন তল্লাসে ; আমি আছি ঘরে বসে,-- আমাৰ পুরাণ বঁধু এখনো তো ঘরে এলো না। সবাই কুড়ায় নূতন কড়ি, আমি হারাধনের গর্ব্ব করি ; আমাব পুরাণ দিনের পুরাণ কথা৷ এখনো তো পুরাণ হল না! সবার গরব সিংহাসনে, আমার গরব তপোবনে ; আমার সেই শান্তি-মাথা পুরাতনের কোথায় তুলনা ৷ সবাই কহে, নূতন সুরে গাও, নূতন প্রেমের নূতন গান শুনাও ; আমি যে গো কর্ তে নারি আর মনের সাথে গানের ছলনা ! গাঁথ্ ব কি আর নৃতন গাঁথা ; পরাণে যে পুরাণ ব্যথা ! আমার নিত্য নূতন, সেই পুরাতন, এখনো তো আপন হল না! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয় কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান। ॥ কালাংড়া॥ আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয়! আজ আমাব জোড় লেগেছে ভাঙ্গা ভেলায়! এ দেখ চাঁদেব আলো, ঐ শোন কল কল, কেমনে থাক্ বি বল্ শুক্ নো ডেঙ্গায়? আয় তোরা কুল কুলানো কূল-ভুলানো এই দরিয়ায় ! নায়ে মোর নাই কিছু নাই তাই সবার লাগি হবে রে ঠাঁই! ভুলেছি কূলের বালাই, ভেসেছি তাই। কে তোরা বাঁধা বাটে, কে তোরা বাঁধা ঘাটে, সুখেতে থাকিস্ যদি থাক্ তোরা, ভাই ; যার আঁখি ছল-ছল, আয় রে এ নায়। ঐ দেখ্. সুরধুনি, ছোটে কার ডাক্ টি শুনি ; আমিও ডাক শুনেছি---“আয়, আয়, আয়” ! চল্ আজ স্রোতের সনে, ছুটি সেই ডাকের পানে, যেখানে জীবন মরণ সব ভেসে যায় ! যেখানে যাবে জানা সেই অজানায়! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তুমি কবে আসিবে মোর আঙ্গিনায় কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান। ॥ আসোয়ারী॥ তুমি কবে আসিবে মোর আঙ্গিনায়? কত বেলা, কত চামেলি, যায় বৃথা যায় ! প্রেম-নীরে ভরি, আশার কলসী, কত না যতনে সেচিনু তায়? ফুলদল আসি কহে পরিহাসি, কোথায়, তব বঁধু কোথায় ? নিজ ফুল-সাজে আজি মরি লাজে ; এ ফুলদায় হতে বাঁচাও আমায় ! নিবে ফুলগুলি নিজ হাতে তুলি, গাঁথিনি মালিকা, যদি শুকায় ! . **************** . সূচীতে . . . মিলনসাগর |