কবি অতুলপ্রসাদ সেনের গান
*
আপনার হিত ভেবে ভেবে দিন কাটালি, মূঢ়মতি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ সিন্ধু॥

আপনার হিত ভেবে ভেবে দিন কাটালি, মুঢ়মতি ;
তোর নিয়মে বঁধা কি রে জগবন্ধু জগপতি?

নিজের ভাবনা ভাব্ লি যত,
ভাবনার ভার বাড়্ ল তত;
ভাঙ্গল আশা শত শত,
তবু আশার নাই বিরতি !

সাগর সাজায় শৈলের শির,
শৈল দেয় নিজ বুকের নীর ;
শিষ্য হয়ে প্রকৃতির,
শেখ্ রে পরের অনুগতি।

বসে আপন বন্ধ ঘরে,
কাঁদ্ লি কত নিজের তরে ;
দুফোঁটা জল দে রে পরে,
যারা দীন দুঃখী অতি।

থাক্ বি যদি নিজের কাজে,
কেন এলি সবার মাঝে?
আয় রে সেজে দাসের সাজে,
সবার পায়ে কর প্রণতি!

.      ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আজি হরষ সরসি কি জোয়ারা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ গুজরাটী খাম্বাজ॥

আজি হরষ সরসি কি জোয়ারা !
প্রাণমে ন মিলত কুল কিনারা !

গাও, গাও সখী, গৌরব গীত,
লীলা চপল বাগ ললিত ললিত,
কোকিল পঞ্চম করুণ কানাড়া,
গাও, গাও মৃদু মধুর মল্লারা !

দোলত দিবাকর দিবস-মোহন ;
কোকিল কূজত কুহু-কুহু-কুহু ;
চাঁদিয়া-রঞ্জিত রজত-রজনী ;
দূরে চমকত পুলকিত তারা ?

.      ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সবাই কত নূতন কথা কয়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ কীর্ত্তনের সুর॥

সবাই কত নূতন কথা কয়,
আমাব পুরাণ কথা৷ এখনো তো বলা হল না।
সবাই করে নূতন পরিচয়,
আমার আপন জনে এখনো তো জানা হল না

সবাই ঘোরে দেশ-বিদেশে, নূতন তল্লাসে ;
আমি আছি ঘরে বসে,--
আমাৰ পুরাণ বঁধু এখনো তো ঘরে এলো না।

সবাই কুড়ায় নূতন কড়ি,
আমি হারাধনের গর্ব্ব করি ;
আমাব পুরাণ দিনের পুরাণ কথা৷ এখনো তো পুরাণ হল না!

সবার গরব সিংহাসনে,
আমার গরব তপোবনে ;
আমার সেই শান্তি-মাথা পুরাতনের কোথায় তুলনা ৷

সবাই কহে, নূতন সুরে গাও,
নূতন প্রেমের নূতন গান শুনাও ;
আমি যে গো কর্ তে নারি আর মনের সাথে গানের ছলনা !

গাঁথ্ ব কি আর নৃতন গাঁথা ;
পরাণে যে পুরাণ ব্যথা !
আমার নিত্য নূতন, সেই পুরাতন, এখনো তো আপন হল না!

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মধুকালে এল হোলি ---মধুর হোলি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ হোলি॥

মধুকালে এল হোলি--মধুর হোলি!
রঙের খেলা রঙের মেলা যেথা দেখি আঁখি মেলি।

বসন্ত সনে বিবিধ বরণে,
বনে বনে আজি হোলি !
বিহগ-পতঙ্গ, রাঙি নিজ অঙ্গ,
রঙে করে হোলি কেলি!

ফাগ-থালা হাতে, ফাগুন প্রভাতে,
খেলে ভানু ফাগ-খেলা !
ছাড়ি রঙের ঝাড়ি, রঙি শাঁজের সাড়ি,
পালাল কিরণ-মালি !

গ্রহতারাগণে, হানে গগনে,
কিরণের পিচকারী ;
দেখ, দোলের শশী, পীতে রঙিল নিশি,
উজল জোছনা ঢালি।

দোলে নানা ছন্দে, রঙীন্‌ আনন্দে
নন্দদুলালের দোলা
নরনারীকুল, রঙেতে আকুল---
পথে ঘাটে আজি হোলি !

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ কালাংড়া॥

আয়, আয়, আমার সাথে ভাস্ বি কে আয়!
আজ আমাব জোড় লেগেছে ভাঙ্গা ভেলায়!

এ দেখ চাঁদেব আলো,                                  ঐ শোন কল কল,
কেমনে থাক্ বি বল্‌ শুক্ নো ডেঙ্গায়?
আয় তোরা কুল কুলানো কূল-ভুলানো এই দরিয়ায় !

নায়ে মোর নাই কিছু নাই                তাই সবার লাগি হবে রে ঠাঁই!
ভুলেছি কূলের বালাই, ভেসেছি তাই।
কে তোরা বাঁধা বাটে,                            কে তোরা বাঁধা ঘাটে,
সুখেতে থাকিস্‌ যদি থাক্‌ তোরা, ভাই ;
যার আঁখি ছল-ছল, আয় রে এ নায়।

ঐ দেখ্. সুরধুনি,                              ছোটে কার ডাক্ টি শুনি ;
আমিও ডাক শুনেছি---“আয়, আয়, আয়” !
চল্‌ আজ স্রোতের সনে,                         ছুটি সেই ডাকের পানে,
যেখানে জীবন মরণ সব ভেসে যায় !
যেখানে যাবে জানা সেই অজানায়!

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ আসোয়ারী॥

ওগো দুঃখ-সুখের সাথী, সঙ্গী দিন রাতি, সঙ্গাত মোর !
তুমি ভব-মরু-প্রান্তরমাঝে শীতল শান্তির লোর!

বন্ধুহীনের তুমি বন্ধু,
তাপিত জনের সুধা-সিন্ধু,
বিরহ-আঁধারে তুমি ইন্দু,
নির্জ্জন-জন-চিত-চোর!

দীন হীন পথচারী,
সম্বল হে তুমি তারি ;
সম্পদে উত্সবে জন-মনোহারী,
সর্ব্বতরে প্রেম-ক্রোড়।

তব পরশ যবে লাগে,
সুপ্ত স্মৃতি কত জাগে ;
বিস্মৃত কত অনুরাগে,
রাঙে হৃদয় ঘন ঘোর।

যাহা  বাক্য কহিতে নাহি জানে,
অন্তরে কহ তাই তানে ;
মুক্ত কর তুমি, ছিন্ন কর গানে,
বন্ধন কঠিন কঠোর !

গীতি-মুখর তরু-ডালে,
তব দূত অমৃত ঢালে;
পুষ্প দোলে তব তালে ,
অন্বরে নাচে চকোর।

ভক্ত-কণ্ঠে তুমি ভক্তি,
বীর-করে নব শক্তি ;
সুর-নর-কিন্নর, বিশ্ব চরাচর,
তব মোহ-মন্ত্র-বিভোর।

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কে যেন আমারে বারে বারে চায়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ সিন্ধু কাফি॥

কে যেন আমারে বারে বারে চায় ;
আমি ত চিনিনে তারে, সে চেনে আমায়।

যবে থাকি ঘুম-ঘোরে
কে দোরে আঘাত করে;
“কে তুমি ? বলে ডাকিলে,
কে যেন পালায় !

কুসুমের গন্ধে রূপে
সে আসে গো চুপে চুপে ;
মেঘের আড়াল হ'তে
ডাকে, ‘আয়, আয়, আয়’ !

কত প্রেমে কত গানে,
সে যেন আমারে টানে;
চলেছি বিরহী তাই--
কে জানে কোথায়

হে মোর অচেনা বঁধু,
লুকায়ে থেকোনা শুধু ;
এস, করি পরিচয়
মালায় মালায় !

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কত গান ত হলো গাওয়া, আর মিছে কেন গাওয়াও
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ গজল॥

কত গান ত হলো গাওয়া, আর মিছে কেন গাওয়াও ?
যদি দেখা নাহি দিবে তবে মিছে কেন চাওয়াও ?

যদি যতই মরি ঘুরে,
তুমি ততই রবে দূরে ;
তবে কেন বাঁশী সুরে,
তব তরে শুধু ধাওয়াও ?

যদি সন্ধ্যা হলে বেলা,
নাহি মিলে তব বেলা,
পথভোলা মোর ভেলা,
এ অকূলে কেন বাওয়াও ?

যদি আমার দিবারাতি,
কাটি যাবে বিনা সাথী,
তবে কেন বঁধু লাগি
পথ পানে শুধু চাওয়াও ?

বড় ব্যথা তোমার চাওয়া,
আরও ব্যথা ভুলে যাওয়া ;
যদি ব্যথী না আসিবে,
এত ব্যথা কেন পাওয়াও ?

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তুমি কবে আসিবে মোর আঙ্গিনায়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ আসোয়ারী॥

তুমি কবে আসিবে মোর আঙ্গিনায়?
কত বেলা, কত চামেলি, যায় বৃথা যায় !

প্রেম-নীরে ভরি,                        আশার কলসী,
কত না যতনে সেচিনু তায়?

ফুলদল আসি                          কহে পরিহাসি,
কোথায়, তব বঁধু কোথায় ?

নিজ ফুল-সাজে                    আজি মরি লাজে ;
এ ফুলদায় হতে বাঁচাও আমায় !

নিবে ফুলগুলি                         নিজ হাতে তুলি,
গাঁথিনি মালিকা, যদি শুকায় !

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোর হৃদ-যমুনা হোল রে উছল
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “বিবিধ” পর্বের গান।

॥ বাউল-কীর্ত্তন---মিশ্র॥

তোর হৃদ্‌-যমুনা হোল রে উছল, রে ভোলা!
তুই একূল ওকূল ভাসিয়ে দিয়ে চল্,  রে ভোলা!

আজি তুই ভরা প্রাণে, ছুটে যা নৃত্যে গানে ;
আসে প্রেম-প্লাবনে ভাসিয়ে দিয়ে চল্‌, রে ভোলা!

বোসে মনের দুখে, যে আসে ফুল্ল মুখে,
টেনে সবায় বুকে, তোর থাক্ না চোখে জল্‌, রে ভোলা !

দুধ্‌ ফুল কুড়িয়ে, চলে যা মন জুড়িয়ে ;
মালি তোর হলে বিফল, কর্ বি কি তুই বল্‌, রে ভোলা !

মিছে তার সুখের ডালি, মিছে তোর দুঃখের কালি;
দুদিনের কান্না-হাসি, ছল্‌ ছল্‌ ছল্‌, রে ভোলা !

জীবনের হাটে আসি বাজা, তুই বাজা বাঁশী,
থাক্ না বেচা-কেনার দারুণ কোলাহল্ রে ভোলা !

অরূপের রূপের খেলা, চুপ করে তুই দেখ্ দুবেলা ,
কাছে তোর এলে কুরূপ,--তুই মুখ ফিরিয়ে চল্, রে ভোলা !

.      ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর