কবি অতুলপ্রসাদ সেনের গান |
ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের গান। ॥ কীর্তন॥ ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে, যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক-মাথে। যে পথে কাননে আসে ফুলদল, যে পথে কমলে পশে পরিমল, যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে।--- আমি সেই পথে যাব সাথে। যে পথে বধূরা যমুনার কূলে যায় ফুল হাতে প্রেমের দেউলে, ষে পথে বন্ধু বন্ধুর দেশে চলে বন্ধুর সাথে।--- আমি সেই পথে যাব সাথে। যে পথে পাখিরা যায় গো কুলায়, যে পথে তপন যায় সন্ধ্যায়, সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তব চরণতলে সদা রাখিয়ো মোরে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের গান। ॥ জৌনপুরী॥ তব চরণতলে সদা রাখিয়ো মোরে ; দীনবন্ধু করুণাসিন্ধু, শান্তি-সুধা দিয়ো চিত্ত-চকোরে। কাঁদিছে চিত “নাথ” “নাথ” বলি সংসার-কান্তারে সুপথ ভুলি ; তোমার অভয় শরণ আজি মাগি--- দেখাও পথ আজ তিমিরে। মন্দ ভালো মম সব তুমি নিয়ো, দুঃখী-জন-হিত সাধিতে দিয়ো ; হে নারায়ণ, দীন রূপে আসিয়ো, বাঁধিয়ো সবে মম প্রেমভোরে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
এসো গো একা ঘরে একার সাথী কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের গান। ॥ জয়জয়ন্তী॥ এসো গো একা ঘরে একার সাথী। সজল নয়নে বল র'ব কত রাতি? সুনীল আকাশে চন্দ্র বিকাশে, তামস নাশে ; এ আXধারে হাসিবে কবে তব মুখ-ভাতি? তোমারে গোপন ব্যথা জানাব গোপনে, তোমারে কুসুমমালা পরাব যতনে। তব সঙ্গ মাগি আছি আমি জাগি, সরব-তেয়াগী ; তব চরণ লাগি আছি কান পাতি। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্ উদাসী থাকে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের প্রকৃতি পর্যায়ের গান। ॥ বাউল॥ ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্ উদাসী থাকে? আমার মনের বনের উদাসীরে ডাকে সে আজ ডাকে। নিজে সে নীরব হয়ে রয়, শোনে সে ফুল যে কথা কয় ; তরুর হিয়া আলিঙ্গিয়া লতার অনুনয়, শোনে সে লতার অনুনয়। পাখিদের প্রগল্ভতা দেয় কি ব্যথা তাকে। কেউ তারে পায় নাকো ডাকি, থাকে সে সদাই একাকী ; কোন্ একাকী করল তারে এমন একাকী? তারে বৃথা খোঁজে চন্দ্র তপন পাতার ফাঁকে ফাকে। আজি মন বিবাগী চঞ্চল, বিরহে চক্ষু ছল ছল্ ; সদাই ভনে--- ওই বিজনে আমায় নিয়ে চল্ ! ওরে মোর পাগ্ লা পরান, পাবি কি তুই তাকে? . **************** . সূচীতে . . . মিলনসাগর |