কবি অতুলপ্রসাদ সেনের গান |
মেঘেরা দল বেঁধে যায় কোন্ দেশে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের প্রকৃতি পর্যায়ের গান। ॥ বাউল-কীর্তন॥ মেঘেরা দল বেঁধে যায় কোন্ দেশে, ও আকাশ, বল্ আমারে। কেউ-বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা, কেউ নীল বেশে। তারা কোন্ যমুনার নীরে ভরবে গাগরি, কার বাঁশরি শুনল এরা সাগর-নাগরী, মরি মরি! তারা বাজিয়ে নূপুর ঝুমুর ঝুমুর, যায় চ'লে কার উদ্দেশে? --- ও আকাশ, বল্ আমারে। কভু বাজিয়ে ডমরু তারা উল্লাসে নাচে, কভু ভানুর সনে খেলে হোলি প্রভাতে সাঁঝে, মরি মরি! তারা বিধুর সনে কি কথা কয় উজল মধুর হেসে ! --- ও আকাশ, বল্ আমারে। আকাশ, বল্ রে আমায় বল্, আমার আঁখি-জল তাদের মতো জীবনখানি করবে কি শ্যামল--- আমায় বল্ রে। আমি তাদের মতো আমার বঁধুর সনে মধুর খেলা খেলব কি দিনের শেষে? ও আকাশ, বল্ আমারে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ খাম্বাজ॥ কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে? কবে যেন দেখেছি তোমারে আমি কুঞ্জ-কুসুম হাতে ফিরিতে যমুনা-তীরে। ও দুটি নয়ন-মণি চিনি যে গো আমি চিনি, কাজল মধূপ-ছায়া দেখেছি ফুল-শিশিরে। জানি ও উজল হাসি, বিষাদ-তামস-নাশী, দেখেছি বঙ্কিম ধনু নীল-নীরদ-নীরে। হৃদয়-মাধুরী তব, কি অতুল, অভিনব! দেখি নি হেন বিভব, হৃদয় আসে না ফিরে। আমার কুসুম-বীথি সফল করো অতিথি ; লহো পূজা নিতি নিতি ভগন মনো-মন্দিরে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ কীর্তন॥ ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা তুমি কি গো সেই মানিনী? বাদল-নিঝরে শুধু মনে পড়ে সে দুরি কাজল ঝরিনী। এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে, “এসো বধু” বলি ডাকে বারে বারে। বিরহীর লাগি আছ কি গো জাগি? কাটে কি কাঁদিয়া যামিনী? ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ দুয়ার--- তুমি কি গো তারই সেই মুখভার? সহসা বিজলি উঠিছে উজলি--- তুমি কি গো সেই দামিনী? কাটি যাবে যবে বরষার রাত আসিবে হাসিয়া সোনার প্রভাত, তেমতি হাসিয়া, হৃদি বিলাসিয়া, আসিয়ো মধুরহাসিনী ৷ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
॥ মিশ্র তিলোক-কামোদ কীর্তন॥ জানি জানি তোমারে গো রঙ্গরানী, শূন্য করি লইবে মম চিত্তখানি। এসো গো মম অন্তরে ধীরে মৃদু মন্থরে, বিদ্যুৎ-প্রবেশে তব শঙ্কা মানি। বলো গো অয়ি চঞ্চলে, এনেছ ও কি অঞ্চলে? দিবে কি মোরে ভরিয়া দুটি পাণি? তব চরণ-রন্ ঝনা করিবে কি গো বঞ্চনা--- কুহক-কল-কণ্ঠে এ কি বাণী গায়! কি সুধা তব সংগীতে, কি শোভা তনুভঙ্গিতে ; ভুলায় তব ইঙ্গিতে কি মোহ আনি’! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
জানি জানি তোমারে গো রঙ্গরানী কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। গানটি শুনুন কবিকণ্ঠে। ভিডিওটি সৌজন্যে Surajit Sen YouTube Channel. |