কবি অতুলপ্রসাদ সেনের গান |
চাঁদিনী রাতে কে গো আসিলে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ মিশ্র দেশ - পিলু॥ চাঁদিনী রাতে কে গো আসিলে? উজল নয়নে কে গো হাসিলে? মোহন সুরে ধীরে মধুরে পরান-বীণায় কে গো বাজিলে? হেম-যমুনায় প্রেম-তরী বায়, কে ডাকে আমায়---“আয় গো আয়”? প্রভাতবেলায় সোনার ভেলায় কেমনে চলে যাবে হায়! তব সে কূলে যাবে কি ভুলে যে ভালোবাসা বাসিলে? . **************** . সূচীতে . . . মিলনসাগর |
ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ গজল॥ ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে? ব’লে দিল কে পথ এ কালো রাতে? এ যে কাঁটার বন, হেথা কি প্রলোভন, ঘর ছেড়ে এলে কি আশাতে? মোর সাঁঝের গান, মোর করুণ তান, শুনিলে কি তুমি দূর হতে? তব নয়নে জল, ফুলে-ভরা আঁচল তুমি দিবে কি মোর সাথে? . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায় কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ খান্বাজ॥ আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায়? তারা চেয়ে আছে তারি পানে, সে তো নাহি ফিরে চায়। ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা, জানে না কি পরিতে সে কুসুম গলায়? আঁখির শিশির-পাতে ফুটেছে তারা প্রভাতে শুকাইয়ে যাবে তারা সাঁঝের বেলায়। যবে সে আসিবে ফিরে নিশির ঘন তিমিরে তার চরণ করিব রাঙা নিঠুর কাঁটায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের মানব পর্যায়ের গান। ॥ ভীমপলশ্রী॥ তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও। তখন নিয়ো গো নিয়ো যত তুমি চাও। পথের অতিথি এসেছি পিপাসী ; কে তুমি বসিয়া পূর্ণ কলসী? মিটাও মিটাও মোর পিপাসা মিটাও। শূন্য আধারে এসেছি দুয়ারে, দিবে কি ভরিয়া রতন-সম্ভারে? ঘুচাও ঘুচাও মোর দৈন্য ঘুচাও। . **************** . সূচীতে . . . মিলনসাগর |