কবি অতুলপ্রসাদ সেনের গান |
ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের বিবিধ পর্যায়ের গান। ॥ বাউল॥ ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা। এবার তুই অনেক দিনে পেলি দেখা। কঠিনে হৃদয় পিষে, নয়নের জলে মিশে, যে চন্দন পেলি রে তুই, ওরে একা, আজি তুই সে চন্দনে পর্ কপালে টিপের রেখা। হয়তো পুঁজি হবে খালি, শুন্য হবে যশের থালি, করিস নে ভয়, তাই হবে যা আছে লিখা। শুধু তুই রাখ জালিয়ে প্রাণের কোণে প্রেমের শিখা। সকল ব্যথা তুচ্ছ ক'রে রাঙা চরণ থাকিস ধ'রে, দুখের মাঝেই পাবি রে তুই সুখের দেখা ; এসেই দেখাতেই হবে রে তোর সকল শেখা। ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের বিবিধ পর্যায়ের গান। ॥ ভৈরবী॥ আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে? আশা কি আছে বাকি হৃদয়-কোষে? কতবার গড়্ লি রে ঘর, কতবার এল রে ঝড়, কতবার ঘরের বাঁধন পড়ল খ'সে। বাহিরের মুক্ত মাঠে যেন তোর জীবন কাটে ; কেন তুই ক্ষুদ্র বাটে থাকবি ব’সে? সবারে কর্ রে আপন, হ রে তুই সবার আপন ; ভুলে যা দুখের দাহন ডুব দিয়ে গান-সুধার রসে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের বিবিধ পর্যায়ের গান। ॥ খাম্বাজ॥ প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে। যে নব পথে যাত্রা করিলে আজি, সবার আশিস লয়ে চলিয়ো নির্ভয় মনে। সংসারের পথে হাঁটা, কত ফুল, কত কাঁটা ; সকলি তাঁহারি দান--- ভুলো না কভু দু জনে ; জীবনের সুখে দুখে থেকো সদা হাসিমুখে ; সাধিয়ো আপন হিত সবার হিত-সাধনে। মিলনে লভিয়ো শক্তি, প্রেমেতে লভিয়ো মুক্তি ; পূজার কুসুম হয়ে রহিয়ো তাঁর চরণে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |