মিছে তুই ভাবিস্ মন কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের গান। কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “সুচনা” পর্বের গান।
॥ বাউল॥
মিছে তুই ভাবিস্ মন ! তুই গান গেয়ে যা, গান গেয়ে যা, আজীবন !
পাখীরা বনে বনে, গাহে গান আপন মনে ; নাইবা যদি কেহ শোনে, গেয়ে যা গান অকারণ।
ফুল্ টী ফোটে যবে, ভাবে কি কাল্ কি হবে? না হয় তাদের মত শুকিয়ে যাবি গন্ধ করি বিতরণ।