কবি অতুলপ্রসাদ সেনের গান
*
মিছে তুই ভাবিস্‌ মন
কবি অতুলপ্রসাদ সেন
১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের গান।  
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “সুচনা” পর্বের গান।

॥ বাউল॥

মিছে তুই ভাবিস্‌ মন !
তুই গান গেয়ে যা, গান গেয়ে যা, আজীবন !

পাখীরা বনে বনে, গাহে গান আপন মনে ;
নাইবা যদি কেহ শোনে, গেয়ে যা গান অকারণ।

ফুল্ টী ফোটে যবে, ভাবে কি কাল্‌ কি হবে?
না হয় তাদের মত শুকিয়ে যাবি গন্ধ করি বিতরণ।

মনদুখ চাপি মনে, হেঁসে নে সবার সনে,
যখন ব্যথার ব্যথীর পাবি দেখা, জানাস্‌ প্রাণের বেদন।

আজি তোর যার বিরহে, নয়নে অশ্রু বহে,
হয়ত তাহার পাৰি দেখা গানটী হলে সমাপন।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমারে ভেঙ্গে ভেঙ্গে করহে তোমার তরী
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ খান্বাজ॥

আমারে ভেঙ্গে ভেঙ্গে করহে তোমার তরী ;
যাতে হয় মনোমত তেমনি ক'রে লওহে গড়ি

এ তরুতে নাই ফুল ফল,
শিকড় গুলি বাড়ছে কেবল ;
দিয়ে আঘাত জীবন-মূলে,
লওহে তারে ছিন্ন করি।

শক্ত তারে করবে বলে,
ফেলে রেখো রৌদ্রে জলে ;
পুড়িয়ে তারে কোরো বাঁকা,
যখন তুমি গড়বে তরী।

যাদের ধন আছে অপার
সোনার নায়ে কোরোহে পার;
আমার বুকে করিও পার
যাদের নাইকো পারের কড়ি

তোমার ঐ মাঝ গাঙ্গে
এ তরীটী যদি ভাঙ্গে,
তবে সে অতল তলে
আমায় কুড়িয়ে নিও, হে শ্রীহরি!

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মনরে আমার! তুই শুধু বেয়ে যা দাঁড়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বাউল॥

মনরে আমার! তুই শুধু বেয়ে যা দাঁড়।
হালে যখন আছেন হরি, (তোর) যেমন ফাগুন,
তেমনি আষাঢ়।

যখন যুঝ্ বে তরী স্রোতের সনে---মনরে আমার !
(তুই) টানিস্ আরও পরাণ পণে,
যখন পালে লাগ্ বে হাওয়া,
সময় পাবিরে জিরুবার।

মাঝির সেই গানের তানে---মনরে আমার, মনরে আমার !
চল্‌ সাথীর সনে সমান টানে,
চাস্‌না রে তুই আকাশ পানে,
হোক্ ‌না ফর্ সা---হোক্‌না আঁধার

কাজ কি জেনে কোথায় যাবি---মনরে আমার।
কখন ঘাটে নাও ভিড়াবি,
কখন গাঙ্গে লাগবে ভাঁটা,
কখন ছুটে আস্ বে জোয়ার।

মনে রাখিস্‌ নিরবধি---ভোলা মনরে আমার, মনরে আমার !
যাঁহারি নাও, তাঁরি নদী;
যে ফেল্ বে তোরে বাণের মুখে,
সেই ত তরীর কর্ণধার।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওহে নীরব!  এস নীরবে ;
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বেহাগ॥

ওহে নীরব ! এস নীরবে ;
গোপন পরাণে মম
গোপনে রবে

নিশির শিশির সম,
পশহে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম !
তৰ সৌরভে

তোমারে পাইলে আমি,
কারেও কব না৷ স্বামী,
রব নীরবে দিবসযামী,
তব গরবে

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোমার ভাব্ না ভাব্ লে আমার ভাব্ না রবে না
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বাউল॥

তোমার ভাব্ না ভাব্ লে আমার ভাব্ না রবে না,
---আর আমার ভাব্ না রবে না।

সবাই যখন বলিবে ভাল,
তখন তোমায় দেখাব মোর মনের কালো,
---আর আমার ভাব্ না  রবে না।

যখন সবাই করবে তিরস্কার,
তখন বুকে ধরৰ চেপে তব পুরষ্কার,
---আর আমার ভাব্ না রবে না।

যদি জীবন-পথে করি শত ভুল,
আমার পায়ে লাগুক্ কাঁটা, সবার পায়ে ফুল,
---আর আমার ভাব্ না রবে না।

হারাই যদি সব ভালবাসা,
সকল আশা ছেড়ে কর্ ব তোমারই আশা,
---আর আমার ভাব্‌ না রবে না।

পড়ব যতই ছুঃখ বিপদে,
ততই মোরে করবে নত তব শ্রীপদে,

---আর আমার ভাবনা রবে না।
শেষে ডাক্ বে যখন “ঘাটে আয়রে, আয়”
তোমার বোঝা! করধ বোঝাই তোমারই খেয়ায়,
---আর আমার ভাব্ না রবে না।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি তোমার ধরব না হাত
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বেহাগ॥

আমি তোমার ধরব না হাত
নাথ! তুমি আমায় ধর।
যা’রা আমায় টানে পিছে,
তা’রা আমা হতেও বড়।
শক্ত ক'রে ধর হে নাথ!
শক্ত ক'রে আমায় ধর।

যদি কভু পালিয়ে আসি,
(তা’রা) কেমন করে বাজায় বাঁশী,
বাজাও তোমার মোহন বীণা,
আরও মনোহর

তা'দের চেয়েও মধুর সুরে
বাজাও মনোহর।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কোথা হে ভবের কাণ্ডারি  
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বাউল॥

কোথা হে ভবের কাণ্ডারি।
একা আমি জীবন-তরী বাইতে নারি।

ভেবেছিনু নাইবা এলে, (ওহে ভবনদীর মাঝি।)
যাব চলে আপন পালে
---অবহেলে।

এখন মাঝ-গাঙ্গেতে টুট্ ল দড়ি, ভাঙ্গা নায়ে  উঠল বারি।
( হে কাণ্ডারি! ভাঙ্গা নায়ে উঠ্ ল বারি )
( আমি দেখি নাই হে ভাঙ্গা নায়ে উঠ্ ল বারি )

আজি এই বিপদকালে, ( ওহে কাল খেয়ার মাঝি!  )
এস তুমি আমার হালে,
আমার পালে।

তোমার টানের তানে নূতন গানে --- আমি শুধু গাইব সারি'
( হে কাণ্ডারি! আমি শুধু গাইব সারি )
( তুমি নাও চালাবে, আমি শুধু গাইব সারি )
( চাহি ঢেউয়ের পানে অভয় প্রাণে গাইব সারি )

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কে হে তুমি সুন্দর, অতি সুন্দর  
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ ভৈরব॥

কে হে তুমি সুন্দর, ---অতি সুন্দর---অতি সুন্দর!

কভু নবীন ভানু-ভালে
কভু ভূষিত নীরদমালে,
কভু বিহগ-কূজিত-কুহক-কণ্ঠে
গাহিছ অতি সুন্দর!

কড়ু নির্ম্মল নীল প্রাতে
কনক-কিরীট মাথে
অভ্রভেদী অচলাসনে
রাজিছ অতি স্থন্দর!

কভু পুষ্পিত নভকুঞ্জে
তব নৈশবংশী গুঞ্জে ;
কভু পীত-জ্যোত্স্না-বসন
শ্যাম মূরতি অতি সুন্দর!

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আহা মরি মরি! এমন আঁখি কোথা পেলে হরি  
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ ললিত॥

আহা মরি মরি! এমন আঁখি কোথা পেলে হরি!

গগন পটে নিত্য নূতন চিত্র আঁক চিন্তহরণ ;
প্রভাত আসে কতই বরণ কতই ধরণ ধরি!
আহা মরি মরি!

বিহগের পাখায় পাখায়, বিটপের শাখায় শাখায়,
এমন শোভা নয়নলোভা৷ রচ কেমন করি!
আহা মরি মরি!

রত্ন পরাও অতুল স্নেহে, বিধু-আঁখি নিশির দেহে ;
পরাও নিতি নবীন ছাঁদে মেঘের নীলাম্বরী !
আহা মরি মরি!

কত কাল হতে তুমি রচেছ এ রঙ্গভূমি,
সৃষ্টি তোমার দৃষ্টি জুড়ায় মোহন বসন পরি!
আহা মরি মরি!

বলিহারি হে অপরূপ! দেখ্ তে  নারি কিছুই কুরূপ,
তোমার দ্বারে আস্ তে হরি! তাই ত লাজে মরি।

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তব পারে যাব কেমনে, হরি!  
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ নায়েকী কানাড়া॥

তব পারে যাব কেমনে, হরি!
দুস্তর জলধি নাহি তরী।

আছি বসে একা ভবতীরে,
ঘোর তিমির ঘন গগন আছে ঘিরে,
বল বল কেমনে এ নিধি তরি।

আছি আঁধার প্রানে শ্রবণ পাতি,
যদি আসে হেখা তরঙ্গ আঘাতি
তব তরী ;

সে আশে ধৈরজ ধরি।

.          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর