কবি অতুলপ্রসাদ সেনের গান |
বিধি, আর তো তোমারে নাহি ডরি কবি অতুলপ্রসাদ সেন ১৯৩১ সালে সাধারণ ব্রাহ্মসমাজ থেকে প্রকাশিত কবির “গীতি-গুঞ্জ” গীতিগ্রন্থের বিবিধ পর্যায়ের গান। ॥ মিশ্র পরজ। ভৈরো॥ বিধি, আর তো তোমারে নাহি ডরি। আমি পেয়েছি অকূলে আজি তরী। যবে কণ্টকতরুতলে ভাসাবে নয়নজলে, আমি কুসুমে দিব গো তারে ভরি। হান যদি খর বাণ, আমারও তো আছে গান ; আমি সম্মুখে রহিব তারে ধরি। জেনো ওহে নিরদয়, হবে তব পরাজয় ; সন্ধি করিবে এসো অরি। যারে ব্যথা দিবে তুমি তাহার নয়ন চুমি যতনে বেদন লব হরি। সবারে রাখিব বুকে ; মোরে কেমনে রাখিবে ছুখে? সবাকার হাসি যে গো মোরই। . **************** . সূচীতে . . . মিলনসাগর |