কবি অতুলপ্রসাদ সেনের গান |
হে অজানা, আমি তোমায় জান্ ব কবে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান। ॥ বাউল॥ হে অজানা, আমি তোমায় জান্ ব কবে? জীবন-রবি আর 'ত নাহি পূরবে। যতই দেখি যতই শুনি, আমি শুধু অবাক্ মানি, কিছু না জানি। তারা নয়ত এমন গুণী যাদের আমি জানি এ ভবে। জীবন হাটে কিনিতে সুখ, কিনে আমি কেবলি দুঃখ, বেদনা-ভরা বুক; ( তোমায় জানিনে ব’লে ) ; যে তোমায় পেয়েছে ডেকে, থাকে সদাই হাসি-মুখে, চিরসুখে! ঘাটে যখন ডাক্বে মাঝি, তাদের যেমন হাসি তেমনি রবে ; ( তোমায় জেনেছে ব’লে ) ; ঘরে শুধু পাঁচটী প্রাণী, তবু করি টানাটানি, হানাহানি ; ( তোমায় ঘরে পাইনি ব'লে ) ; যে তোমার পেয়েছে খবর, তার সবাই আপন, কেহ নয় পর, বিশ্ব তাহার ঘর। যে তোমায় করেছে আপন, সে আপন করেছে সবে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান। ॥ কীর্ত্তন॥ আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে, ---বঁধু আমার তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভূলে? ---বঁধু আমার! বাহিরের উঞ্চবায়ে মালা যে যায় শুকায়ে, নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর যায় ফুরায়ে ; শুধু ডোরখানি হায় কোন্ পরাণে তোমার গলায় দিব তুলে? ---বঁধু আমার! হৃদয়ের শব্দ শুনে, চমকি ভাবি মনে, ঐ বুঝি এল বঁধু ধীরে মৃদুল চরণে ; পরাণে লাগ্ লে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে ; ---বঁধু আমার! বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল, কত যে মনের আশা মন মাঝে রহিল ; কি লয়ে থাক্ ব বল, তুমি যদি রইলে ভুলে? ---বঁধু আমার! . **************** . সূচীতে . . . মিলনসাগর |