কবি অতুলপ্রসাদ সেনের গান
*
হে অজানা, আমি তোমায় জান্ ব কবে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বাউল॥

হে অজানা, আমি তোমায় জান্ ব কবে?
জীবন-রবি আর 'ত নাহি পূরবে।

যতই দেখি যতই শুনি,                        আমি শুধু অবাক্‌ মানি,
কিছু না জানি।
তারা নয়ত এমন গুণী                   যাদের আমি জানি এ ভবে।

জীবন হাটে কিনিতে সুখ,                  কিনে আমি কেবলি দুঃখ,
বেদনা-ভরা বুক; ( তোমায় জানিনে ব’লে ) ;
যে তোমায় পেয়েছে ডেকে,                   থাকে সদাই হাসি-মুখে,
চিরসুখে!
ঘাটে যখন ডাক্‌বে মাঝি,          তাদের যেমন হাসি তেমনি রবে ;
( তোমায় জেনেছে ব’লে ) ;

ঘরে শুধু পাঁচটী প্রাণী,                  তবু করি টানাটানি, হানাহানি ;
( তোমায় ঘরে পাইনি ব'লে ) ;
যে তোমার পেয়েছে খবর,          তার সবাই আপন, কেহ নয় পর,
বিশ্ব তাহার ঘর।
যে তোমায় করেছে আপন,                   সে আপন করেছে সবে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
রৈল কথা তোমারি নাথ! তুমিই জয়ী হলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ ভৈরবী॥

রৈল কথা তোমারি, নাথ! তুমিই জয়ী হলে।
ঘুরে ফিরে এলাম আবার তোমার চরণ তলে।

কুড়িয়ে সবার ভালবাসা,
ভবের ডালে বাঁধ্ নু বাসা,
ঝড় এসে এক সর্বনাশা,
ফেল্ ল ভূমিতলে---হে নাথ।

পক্ষ আমার গেল ভেঙ্গে,
বক্ষ আমার গেল রেঙ্গে,
তুল্‌ তে যারে বল্ ছি মেঙ্গে,
সেই চলে যায় দলে---হে নাথ।

নয়ত তোমার দুয়ার বন্ধ,
আমারই নাথ দু'চোখ অন্ধ,
মিছে তোমায় বলি মন্দ,
আজ কে দিল বলে?---হে নাথ।

তাইত তোমায় দেখতে নারি,
দাও হে দেখা হে কাণ্ডারী,
দর্প আমার, দর্পহারী,
ফেলে এলাম জলে---হে নাথ।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
লয়ে যাও প্রভু আজি জীবন জলধি পারে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ সিন্ধু॥

লয়ে যাও প্রভু আজি জীবন জলধি পারে,
যেথা বিরাজেন তিনি লইয়া গিয়াছ যাঁরে।

নয়নে না দেখি বেলা,
শুধু তরঙ্গেরি খেলা,
জীর্ণ মানস ভেলা,
তুমি পার কর তারে।

তাঁহারে হারায়ে মোরা,
দিশাহারা শান্তিহারা ;
দেখ, নয়নে বহিছে ধারা,
তুমি বিনা কে নিবারে?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মিলিল আজি পথিক দু’জন জীবন পথের মাঝে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বেহাগ॥

মিলিল আজি পথিক দু”জন জীবন পথের মাঝে ;
দেখাও সুপথ, হে পথের পতি! দেখাও দিবসে সাঁঝে।

যেথায় অজানা মিলে শত পথ,
চারিদিকে যাত্রী করে যাতায়াত,
চালাও যে পথে তোমার তীরথ,
তোমার মন্দির রাজে।

পথপাশে যবে মেলে সুখ মেলা,
সুখী হোক্ খেলি হরষের খেলা ;
সে খেলায় যেন নাহি করে হেলা,
বিরস জীবন কাজে।

যদি কভু রাতে নিভে যায় বাতি,
দেখাইও নাথ! তব মুখ ভাতি,
বন্ধুর পথে, হে জগবন্ধু,
থেকো সদা কাছে কাছে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আর দে দে বল্ ব না তোরে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ রামপ্রসাদী মালসী॥

আর দে দে বল্ ব না তোরে ;
যা দিলি তুই, কাঙ্গাল রাণি! তাইত আবার নিলি হরে।

নে মা আমার ধন পদ মান
জীবন ডালা শূন্য ক'রে ;
আমি শূন্য ডালা দিব তব পায়,
যদি পূজার মালা না দিস্‌ মোরে।

দিস্‌ যদি মা দুঃখ বিপদ,
তুলে দে মা মাথার পরে ;
যখন বোঝা হবে ভারি,
তুই নাবাবি আপন করে।

তোর নেবার মত নই মা আমি,
তবু কেন এ দীনের দ্বারে?
তুই মা আমার পরশমণি,
আদরে নে পরশ ক'রে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তখনি তোরে বলেছিনু মন
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ বেহাগ খাম্বাজ॥

তখনি তোরে বলেছিনু মন,
যাস্ নে রে তুই এ বিপথে, মান্ লিনি তখন

কাঁটার ভয়ে ছাড়লি সুপথ,
সুগম ভেবে ধরলি বিপথ,
ছ'জনায় তোর পথের সম্পদ
করিল হরণ।

সাথের সাথী ভাব্‌লি যারা,
কোথায় এখন রইল তারা?
এবে বিজন বনে পথহারা
সজল নয়ন।

দুঃখের বোঝা লয়ে শিরে,
চল্ রে ভোলা, চল্ রে ফিরে,
ভরসা তোর এ তিমিরে
হরির চরণ।

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বুঝেছি, হে ছদ্মবেশী, ছলনা তোমার
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ সিন্ধু কাফি॥

বুঝেছি, হে ছদ্মবেশী, ছলনা তোমার,
আর না ডরিব আমি ভুলিব না আর।

দরশনে রুদ্র তুমি, অন্তরেতে শিব ;
দুঃখবেশী সুখ তুমি, বিপদে বিভব ;
অনলে পরখি লহ জীবন সবার ;
দহিয়া রাঙ্গাও তারে, কর না অঙ্গার।

কুটিরে নিবাস তব, ওহে মহারাজ!
প্রাসাদে ধর হে তুমি দরিদ্রেব সাজ ;
মৃত্যুর বিভূতি অঙ্গে, কন্ঠে মৃত্যুহার ;
মৃত্যুঞ্জয়, জীবনের তুমি মূলাধার।

নিজেরে লুকাও তুমি কত আবরণে ;
পাইনি ধরিতে তোমায় শত আহরণে ;
দস্যুবেশে এলে গৃহে ভাঙ্গিয়া দুয়ার,
এবার পড়িলে ধরা, হে বন্ধু আমার!

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ কীর্ত্তন॥

আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে,
---বঁধু আমার
তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভূলে?
---বঁধু আমার!

বাহিরের উঞ্চবায়ে                     মালা যে যায় শুকায়ে,
নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর যায় ফুরায়ে ;
শুধু ডোরখানি হায় কোন্‌ পরাণে তোমার গলায় দিব তুলে?
---বঁধু আমার!

হৃদয়ের শব্দ শুনে,                         চমকি ভাবি মনে,
ঐ বুঝি এল বঁধু ধীরে মৃদুল চরণে ;
পরাণে লাগ্ লে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে ;
---বঁধু আমার!

বিরহে দিন কাটিল,                        কত যে কথা ছিল,
কত যে মনের আশা মন মাঝে রহিল ;
কি লয়ে থাক্ ব বল, তুমি যদি রইলে ভুলে?
---বঁধু আমার!

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
যদি দুঃখের লাগিয়া গড়েছ আমায় সুখ আমি নাহি চাই
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ কীর্ত্তন॥

যদি দুঃখের লাগিয়া গড়েছ আমায়, সুখ আমি নাহি চাই ;
শুধু আঁধারের মাঝে তব হাতখানি খুঁজিয়া যেন গো পাই।

যদি নয়নের জল না পার মুছাতে ;
যদি পরাণের ব্যথা না পার ঘুচাতে,
তবে, আছ কাছে আছ, হে মোর দরদী,
কহিও আমারে তাই।

যদি হৃদয়ের প্রেম নাহি চাহে কেহ,
পাই অবহেলা, নাহি পাই স্নেহ,
তবে দিয়াছিলে যাহা, হে মোর বিধাতা,
ফিরিয়া লহ গো তাই!

যদি না পারি পুরাতে মনের বাসনা,
যায় হে বিফলে সকল সাধনা,
যেন এ দীন জীবনে, হে দীনের নিধি,
তোমাবে নাহি হারাই।

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সংসারে যদি নাহি পাই সাড়া
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান।

॥ ভৈরোঁ॥

সংসারে যদি নাহি পাই সাড়া,
তুমি ত আমার রহিবে।
বহিবারে যদি নাহি পারি এ ভার,
তুমি ত, বন্ধু, বহিবে |

কলুষ আমার, দীনতা আমার,
তোমারে আঘাত করে শতবার ;
আর কেহ যদি না পারে সহিতে,
তুমি ত, বন্ধু, সহিবে।

যাক ছিঁড়ে যাক্ মোর ফুলমালা,
থাক্‌ পড়ে থাক্‌ ভরা ফুলডালা।
হবে না বিফল মোর ফুলতোলা,
তুমি ত চরণে লইবে।

দুঃখেরে আমি ডরিব না আর,
কণ্টক হোক্ ‌কন্ঠের হার ;
জানি তুমি মোরে করিবে অমল,
যতই, অনলে দহিবে।

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর