কবি অতুলপ্রসাদ সেনের গান |
হে দীনবন্ধু, পার কর কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান। ॥ ভৈরবী॥ হে দীনবন্ধু, পার কর। পার কর তরী, পার কর, পার কর। বিশাল সিন্ধু দুস্তর--পার কর। ভাঙ্গা এ ভেলা, আমি একেলা, দূরে গরজে জলধর ; হে ভয়হারী, ভয় হর। মোহ কুয়াশায়, দিক নাহি ভায় হে ভবমাঝি, হাল ধর। জীবন তরী কলুষে ভরি শূন্য করি তব ঠাঁই কর, হে দীনত্রাতা, দীনে তর। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
পরাণে তোমারে ডাকিনি, হে হরি কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান। ॥ কীর্ত্তন॥ পরাণে তোমারে ডাকিনি, হে হরি, ডেকেছি শুধুই গানে ; তাইত তোমারে পাইনি জীবনে ; ফিরেছি শূন্যপ্রাণে। তুমি চাহ প্রাণ, নাহি চাহ ভাষা ; চাহ দীনবেশ, নাহি চাহ ভূষা ; গাহিনি সে গান তুমি শুন যাহা, আর কেহ নাহি শোনে। তুমি সবাকার হতে আপনার, সে কথা বুঝিতে বাকী নাহি আর ; তবু শত ঠাঁই শতবার ধাই, চাহিনা চরণ পানে। শিখাও আমারে গাহিতে সে সুরে, যা শুনি থাকিতে পারিবে না দূরে ; আসিবে হৃদয়ে তব বীণা লয়ে, মাতা’বে নূতন তানে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
তবু তোমারে ডাকি বারে বারে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “দেবতা” পর্বের গান। ॥ সিন্ধু কাফি॥ তবু তোমারে ডাকি বারে বারে : কত যে পেতেছি@ ব্যথা তব ব্যবহারে! জানি না কেন যে দাও, কাঁদায়ে ফিরাবে নাও, তুমি ত ভোলনা বিধি নয়ন আসারে। বল হে কবে জানিব, শ্মশানেতে তুমি শিব ; তোমারে সুখে বরিব দুঃখের মাঝারে। বুঝেছি সুখ যে মায়া, বুঝাও দুখও যে ছায়া, তুমি যে রয়েছ সুখ দুঃখের ওপারে | মনে হয় তব কাছে সব হারাধন আছে, তাই ত এসেছি হে নাথ তোমার দুয়ারে। . **************** @ পেতেছি - কথাটা সম্ভবত "পেয়েছি" হবে। গ্রন্থের মুদ্রণ প্রমাদ। ---মিলনসাগর॥ . সূচীতে . . . মিলনসাগর |