কবি অতুলপ্রসাদ সেনের গান
*
বাদল ঝুম্ ঝুম্ বোলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ পিলু ও খাম্বাজ --- মিশ্র॥

বাদল ঝুম্‌ ঝুম্ বোলে,
না জানি কি বলে!
বুঝিতে পারি না কথা,
তবু নয়ন উছলে !

কাহার নুপূরধ্বনি
শুনাইছে আগমনী?
বিরহী পরাণ তারে যাচে ;
আশাময়ূরগুলি পূছ মেলি নাচে ;
রাখিব পরাণখানি তার চরণতলে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ঝরিছে ঝর ঝর
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ সাওয়ন॥

ঝরিছে ঝর ঝর,
গরজে গর গর,
স্বনিছে সর সর,
শ্রাবণ মাঃ।

তটিনী তর তর,
সরসী ভর ভর,
ধরণী থর থর,
সিকত গা।

বিরহা--“ধর ধর”,
মানিনী--“সর সর”,
চাহিছে খর খর,
সুলোচনা।

বালিকা দলে দলে,
চলিছে গলে গলে,
বিটপী তলে তলে,
ঝোলে ঝুলা

কৃষক হলে হলে,
বলাকা জলে জলে,
নাচিছে টলে টলে,
শিখীর পা।

পরাণ পলে পলে,
পড়িছে ঢুলে ঢুলে,
উঠিছে ব’লে ব'লে,
---তুমি কোথা?

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আজি এ নিশি, সখী, সহিতে নারি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ বেহাগ॥

আজি এ নিশি, সখী, সহিতে নারি,
কেবলই পড়িছে মনে যমুনা বারি।

এমনি সোনার তরী ভেসেছিল নভোপরি,
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরী।

ছিল গো সেদিন, সথী, হেন যামিনী !
আছে ফুল নাহি মধু,                আছে আশা নাহি বঁধু,
আছে নিশা, নাহি শুধু অভিসারী।

মিলন-মধুর নিশি আসিবে না আর ;
আজি এ চাঁদিনী ধরা,                  বিরহ বেদন-ভরা,
আকাশের গ্রহতারা শ্যামভিখারী।

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ নটমল্লার॥

মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে ;
মোর] নাচি সুরধুনী কুলে কুলে।

কখনো! চলি বেগে, কভু মৃদুচরণে ;
কখনো ছুটি মোরা ফুল ফল হরণে ;
কোথা হতে এসেছি,                কবে যে ভেসেছি,
তা গেছি ভূলে।

খেলি লুকোচুরি কভু বনে ;
মাতি নিধিসনে কভু রণে;
ভাসি আকাশে নীরদ সনে
শত পাল তুলে।

যখন থাকি ঘুমে, থাকে ঘুমে ধরণী,
গহন, নদী, নিধি, নভে মেঘ তরণী ;
পুনঃ জাগে হরষে,                মোদের পরশে,
নয়ন খুলে।

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
জাগো বসন্ত, জাগো এবে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ মিশ্র খাম্বাজ॥

জাগো বসন্ত, জাগো এবে
মোদের প্রমোদ কাননে।

তুমি জাগিলে জাগিবে ফুল,
বহিবে মলয় মৃদু মৃদুল,
গাহিবে 'বিপিনে বিহগকুল,
মোহন মধুর ভাষণে।

পরাও সবারে মোহন বাস ;
জাগাও হৃদয়ে নবীন আশ ;
হাসুক ধরণী মধুর হাস,
তব শুভ আগমনে।

.       ****************        
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সন্ধ্যাতারা জ্বলিছে গগনে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ পূরবী॥

সন্ধ্যাতারা জ্বলিছে গগনে,
আয় আয় চাঁদিয়া!
আন গো, স্বজনি, মধুর রজনী,
সোণার তরণী বাহিয়া ৷

তাপিত আমি তপ্ত তপনে ;
সুপ্তি সঙ্গীত গেয়ে যা গোপনে ;
কনক শ্রাবণে এ মরু জীবনে
ঢেলে দে স্বপন অমিয়া

আকাশ ভাসায়ে মধুর গানে,
পাখীরা উড়ে যায় সুদূর বনে ;
আমার আশাগুলি উড়িছে দিশাভূলি,
গোধুলি এল, আয@ নামিয়া।

.       ****************        


@ আয - “আজ” শব্দের বানানফের হতে পারে। অথবা মুদ্রণপ্রমাদে "আয়" শব্দ হতে
পারে যাতে শেষ পংক্তির অর্থ দাঁড়ায় --- তাঁর দিশাভুলি উড়িছে যে আশাগুলি তাদের
নেমে আসতে বলছেন কবি।  


.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রভাতকালে তুলিব ফুল
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ ভৈরবী॥

প্রভাতকালে তুলিব ফুল,
খুঁজিব ফুল তরুর মুল।

তুলিব বেলী,                        যুথি চামেলি,
সৌরভে হবে মন আকুল ;
তুলিব জবা বরণ অতুল।

.       ****************
       

.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
যাবনা, ---যাবনা, ---যাবনা ঘরে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ নটমল্লার॥

যাবনা, ---যাবনা, ---যাবনা ঘরে,
বাহির করেছে পাগল মোরে!

বনের ব্জনে মৃদুল বায়,
দুলে দুলে ফুল বলে আমায়,
“ঘরের বাহিরে ফুটিবি আয়
পুলক ভরে”।

আকাশের দু’তীরে দু'বেলা
আলো কালো করে হোলি খেলা ;
আমারো পরাণে লেগেছে রং
কালোর পরে।

নীল সরে হেম-তরী-পরে
হাসে নব বিধু লাজভরে,
“এস বঁধূ” বলে ডাকে মোরে
মোহন সুরে!

.       ****************        

.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দোলে যামিনী কোলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান।

॥ বাউল॥

দোলে যামিনী কোলে,
দোলেরে সোনার শিশু, মোহন দোলে!
ফুটেছে কনক হাসি শিশুর মুখ-কমলে!

মেঘের আঁচল টানি,
বারে বারে মুখখানি
সোহাগে ঢাকিছে যত, ততই হাসি উথলে!

বালিকা তারকাগুলি,
আসিয়াছে কুতূহলী,
দেখিতে নিশির কোলে নিশি  দুলালে।

এসেছে ধরণী সখি,
রজনীর সুখে সুখী,
বুকখানি আলো করি আদরে লইছে কোলে!

.       ****************        

.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
উঠ গো ভারত-লক্ষ্মী
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ মিশ্র॥

উঠ গো, ভারত-লক্ষ্মী ! উঠ আদিজগত-জন-পুজ্যা
দুঃখ দৈন্য সব নাশি, কর দুরিত ভারত-লজ্জা ।
ছাড় গো, ছাড় শোক-শয্যা, কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে !

( সকলে )
জননি গো, লহ তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটী নরনারী গো।

(অথবা)

জননি, দেহ তব পদে ভক্তি :
দেহ নব আশা. দেহ নব শক্তি ;
এক সুত্রে কর বন্ধন আজ,
ত্রিংশতি কোটী দেশ বাসী জনে।

কাণ্ডারী নাহিক কমলা! দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে,
শঙ্কিত মোরা সব যাত্রী, কাল-সাগর-কম্পন-দর্শে,
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষে ।

(সকলে) জননি . . .

ভারত শ্মশান কর পূর্ণ পুনঃ কোকিল-কুজিত-কুঞ্জে,
দ্বেষহিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দুরিত করি পাপপুঞ্জে, তপহতুঞ্জে,
পুনঃ বিমল কর ভারত পুণ্যে।

(সকলে) জননি . . .

.       ****************        

.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর