কবি অতুলপ্রসাদ সেনের গান |
আজি এ নিশি, সখী, সহিতে নারি কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান। ॥ বেহাগ॥ আজি এ নিশি, সখী, সহিতে নারি, কেবলই পড়িছে মনে যমুনা বারি। এমনি সোনার তরী ভেসেছিল নভোপরি, নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরী। ছিল গো সেদিন, সথী, হেন যামিনী ! আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু, আছে নিশা, নাহি শুধু অভিসারী। মিলন-মধুর নিশি আসিবে না আর ; আজি এ চাঁদিনী ধরা, বিরহ বেদন-ভরা, আকাশের গ্রহতারা শ্যামভিখারী। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান। ॥ নটমল্লার॥ মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে ; মোর] নাচি সুরধুনী কুলে কুলে। কখনো! চলি বেগে, কভু মৃদুচরণে ; কখনো ছুটি মোরা ফুল ফল হরণে ; কোথা হতে এসেছি, কবে যে ভেসেছি, তা গেছি ভূলে। খেলি লুকোচুরি কভু বনে ; মাতি নিধিসনে কভু রণে; ভাসি আকাশে নীরদ সনে শত পাল তুলে। যখন থাকি ঘুমে, থাকে ঘুমে ধরণী, গহন, নদী, নিধি, নভে মেঘ তরণী ; পুনঃ জাগে হরষে, মোদের পরশে, নয়ন খুলে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
প্রভাতকালে তুলিব ফুল কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান। ॥ ভৈরবী॥ প্রভাতকালে তুলিব ফুল, খুঁজিব ফুল তরুর মুল। তুলিব বেলী, যুথি চামেলি, সৌরভে হবে মন আকুল ; তুলিব জবা বরণ অতুল। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
দোলে যামিনী কোলে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “প্রকৃতি” পর্বের গান। ॥ বাউল॥ দোলে যামিনী কোলে, দোলেরে সোনার শিশু, মোহন দোলে! ফুটেছে কনক হাসি শিশুর মুখ-কমলে! মেঘের আঁচল টানি, বারে বারে মুখখানি সোহাগে ঢাকিছে যত, ততই হাসি উথলে! বালিকা তারকাগুলি, আসিয়াছে কুতূহলী, দেখিতে নিশির কোলে নিশি দুলালে। এসেছে ধরণী সখি, রজনীর সুখে সুখী, বুকখানি আলো করি আদরে লইছে কোলে! . **************** . সূচীতে . . . মিলনসাগর |