কবি অতুলপ্রসাদ সেনের গান
*
কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে?
সবাকার মান হোক্‌তব মান, অপমান পর লাজে।
.        ( সে দিন কবে বা হবে! )

জাতিকুল-অভিমান, দ্বেষ-নিন্দা-ভেদজ্ঞান, ভারতে আনিল মরণ!
.        ( ভাই হে ) ;
কবে হবে এ সুমতি, সবার উন্নতি হইবে সবারি সাধন?
.        ( হেন সাধন আর নাই হে! )

এ হেন সাধনে, জীবনে মরণে, পূজিব হে প্রেমসিন্ধু!
মোরা পুজিব তোমায়---সেবার কুসুম কুড়াইয়া ;
--নিজের পূজা ঘুচাইয়া ;
--পরের দুঃখ ঘুচাইয়া ;
--ভারতের আশা পুরাইয়া।

তব পদে ঠাঁই, যেন সবে পাই, দয়া কর, দীনবন্ধু!
ওহে দীনবন্ধু, তুমি দীনজনের লও প্রণতি ; নমো দীনবন্ধু!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দেখ, মা, এবার দুয়ার খুলে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ রামপ্রসাদী মালসী॥

দেখ, মা, এবার দুয়ার খুলে ;
গলে গলে এনু, মা, তোর হিন্দু মুসলমান দু’ ছেলে।

এসেছি, মা, শপথ করে,
ঘরের বিবাদ মিট্ বে ঘরে,
যাব না আর পরের কাছে, ভাইয়ে ভাইয়ে বিরোধ হলে।

অনুগ্রহে নাই মুকতি,
মিলন বিনা নাই শকতি,
এ.কথা বুঝেছি দোঁহে---থাক্ ব না আর স্বার্থে ভুলে।

থাক্‌বে না আর রেষারেষি,
কাহার অল্প, কাহার বেশী ;
দু'ভাইয়ের যা আছে জমা সঁপিব তোর চরণ-তলে।

দুজনেই বুঝেছি এবার,
তোর মত কেউ.নেই আপনার ;
তোরই কোলে জন্ম মোদের, মুদ্ ব আঁখি তোরই কোলে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কঠিন শাসনে কর মা শাসিত
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ খাম্বাজ॥

কঠিন শাসনে কর মা শাসিত,
আমরা দয়ার তব নহি অধিকারী।

ছিলে, মা, অতুল বিভবশালিনী,
মোদের লাগিয়ে হলে কাঙ্গালিনী ;
দীন বেশ তব হেরিয়া, জননি,
নয়নে নাহি অনুতাপ-বারি।

স্বার্থ মোহে মোরা সদাই হতজ্ঞান,
আপন দোষে মোরা হারাই নিজ মান ;
ভা’য়েরে ঘৃণা করি করিয়া অপমান,
পরের কাছে মোরা কৃপাভিখারী।

আপন ধনপদ যশের আশায়
মিথ্যা গ্রীতিপূজা জানাই তোমায়;
প্রাণের অঞ্জলি দিতে নারি পায় ;
যে পদ ধৌত করে জাহ্নবী-বারি।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
জাগো, জাগো, জাগো এবে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ ভৈরোঁ॥

জাগো, জাগো, জাগো এবে ;
হের পুরব-প্রান্তে ভানু-রেখা,
হে ভারতবাসী !

মঙ্গল-সঙ্গীত শোন বিহগকণ্ঠে ;
পুষ্পে নব সৌরভ, গগনে নব হাসি!

দূর অতীত শোন ডাকে, “বত্স জাগো,
মোদের সম্মান গৌবব রাখো” ;
ভবিষ্যতে শোন ডাকে কর্ম্মভেরী,
“সুপ্তি পরিহর, মুক্তি-অভিলাষী”।

দক্ষিণে বামে দেখ জাগে কত জাতি,
নবীন উৎসাহে, নয়নে নব ভাতি ;
জাগো, জাগাও সবে নব দেশপ্রেমে ;
শঙ্কা করোনা হেরি বিপদ-দুঃখরাশি

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মোদের গরব, মোদের আশা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ বাউল॥

মোদের গরব, মোদের আশ,
আ মরি বাঙ্গলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা !

কি যাদু বাঙ্গলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে!
( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।

এ ভাষাতেই নিতাই গোরা, আন্ ল দেশে ভক্তিধারা
( মরি হায়, হায় রে! )
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তিনাশা।

বিদ্যাপতি, চণ্ডি, গোবিন, হেম, মধু বঙ্কিম, নবীন ;
( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধ্‌ল সুখে মধুর বাসা!

বাজিয়ে রবি তোমার বীণে, আন্ ল মালা জগৎ জিনে!
( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত করে যাওয়া-আসা।

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাক্ নু মায়ে 'মা, মা’ বলে ;
ঐ ভাষাতেই বল্ ব ‘হরি’ সাঙ্গ হলে কাঁদা-হাসা!

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
খাঁচার গান গাইব না আর খাঁচায় বসে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ ভৈরবী-একতালা॥

খাঁচার গান গাইব না আর খাঁচায় বসে ;
কণ্ঠ আমার রবে না আর পরের বশে।

সোনার শিকল দে রে খুলি ;
দুয়ার খানি দে রে তুলি ;
বুকের জ্বালা যাব ভুলি,
মেঘ-পরশে, শীতল মেঘের পরশে

পাক্ বে নীচে ধরার ধূলি ;
ভুল্ ব পরের বচনগুলি ;
বল্ ব আবার আপন বুলি,
মন হরষে, আপন মনের হরষে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ভারত-ভানু কোথা লুকালে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ মিশ্র--ভজনের সুর॥

ভারত-ভানু কোথা লুকালে?
পুনঃ উদিবে কবে পূরব ভালে?
হারে বিধাতা! সে দেব-কান্তি
কালের গর্ভে কেন ডুবালে ?

আছে অযোধ্যা--কোথা সে রাঘব!
আছে কুরুক্ষেত্র--কোথা সে পাণ্ডব!
আছে নৈরঞ্জনা--কোথা সে মুক্তি!
আছে নবদ্বীপ--কোথা সে ভক্তি!
আছে তপোবন---কোথা সে তপোধন!
কোথা সে কালা কালিন্দী-কূলে !

পুরুষ অবরুদ্ধ আপন দেশে ;
নারী অবরুদ্ধ নিজ নিবাসে ;
কোথা সে বীরেন্দ্র সুর দানবারি;
কোথা সে বিদূষী তাপসী নারী ;
সিংহের দেশে বিচরিছে শিবা,
বীর্য্য বিড়ম্বিত খল কোলাহলে।

নানক, গৌরাঙ্গ শাক্যের জাতি,
নাহিক সাম্য, ভেদে আত্মঘাতী ;
ধর্মের বেশে বিহরে অধর্ম্মী !
কোথা সে ত্যাগী, প্রেমী ও কর্ম্মী?
কোথা সে জাতি যাহারে বিশ্ব
পূজিত কালের গ্রভাতকালে?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
নূতন বরষ! নূতন বরষ!
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান।

॥ মিশ্র দেশ॥

নূতন বরষ! নূতন বরষ!
তব অঞ্চলে ও কি ঢাকা?
মিলে নাই যাহা, হারিয়েছে যাহা,
তাই কি গোপনে রাখা?

দীনের লাগিয়া এনেছ কি দান?
ধনীর লাগিয়া এনেছ কি প্রাণ?
অলসের লাগি এনেছ কি শ্রম?
সুপ্তের লাগি জাগা?

আশায় বসিয়া আছেন জননী,
তাঁর লাগি তুমি কি এনেছ, ধনী?
ঘুচাবে কি তাঁর অতীতের পানে
সজল চাহিয়া থাকা?

আসিবে কি হেথা প্রেমের শাসন,
তুচ্ছের লাগি উচ্চ আসন?
শিখাবে কি দ্বেষ, গর্ব্ব পাসরি
“ভাই” বলে ভাইয়ে ডাকা?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কাঙ্গাল বলিয়া করিও না হেলা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র খাম্বাজ॥

কাঙ্গাল বলিয়া করিও না হেলা, আমি পথের ভিখারী নহি গো।
শুধু তোমারই দুয়ারে অন্ধের মত অন্তর পাতি রহি গো।

শুধু তব ধন করি আশ,
আমি পরিয়াছি দীন-বাস ;
শুধু তোমারই লাগিয়া গাহিয়া গান মর্ম্মের কথা কহি গো।

মম সঞ্চিত পাপ পুণ্য
দেখ, সকলি করেছি শূন্য ;
তুমি নিজ হাতে ভরি দিবে, তাই রিক্ত হৃদয় বহি গো।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বঁধু, এমন বাদলে তুমি কোথা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মেঘ॥

বঁধু এমন বাদলে তুমি কোথা?
আজ পড়িছে মনে মম কত কথ!

গিয়াছে রবি শশী গগন ছাড়ি ;
বরষে বরষা বিরহ-বারি ;
আজিকে মন চায়, জানাতে তোমায়
হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।

দমকে দামিনী বিকট হাসে ;
গরজে ঘন ঘন, মরি যে ত্রাসে ;
এমন দিনে, হায়, ভয় নিবারি
কাহার বাহু পরে রাখি মাথা?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর