কবি অতুলপ্রসাদ সেনের গান |
মোদের গরব, মোদের আশা কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “স্বদেশ” পর্বের গান। ॥ বাউল॥ মোদের গরব, মোদের আশ, আ মরি বাঙ্গলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ! কি যাদু বাঙ্গলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে! ( এমন কোথা আর আছে গো! ) গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। এ ভাষাতেই নিতাই গোরা, আন্ ল দেশে ভক্তিধারা ( মরি হায়, হায় রে! ) আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তিনাশা। বিদ্যাপতি, চণ্ডি, গোবিন, হেম, মধু বঙ্কিম, নবীন ; ( আরও কত মধুপ গো! ) ঐ ফুলেরই মধুর রসে বাঁধ্ল সুখে মধুর বাসা! বাজিয়ে রবি তোমার বীণে, আন্ ল মালা জগৎ জিনে! ( গরব কোথায় রাখি গো! ) তোমার চরণ-তীর্থে আজি জগত করে যাওয়া-আসা। ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাক্ নু মায়ে 'মা, মা’ বলে ; ঐ ভাষাতেই বল্ ব ‘হরি’ সাঙ্গ হলে কাঁদা-হাসা! . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ মিশ্র খাম্বাজ॥ কাঙ্গাল বলিয়া করিও না হেলা, আমি পথের ভিখারী নহি গো। শুধু তোমারই দুয়ারে অন্ধের মত অন্তর পাতি রহি গো। শুধু তব ধন করি আশ, আমি পরিয়াছি দীন-বাস ; শুধু তোমারই লাগিয়া গাহিয়া গান মর্ম্মের কথা কহি গো। মম সঞ্চিত পাপ পুণ্য দেখ, সকলি করেছি শূন্য ; তুমি নিজ হাতে ভরি দিবে, তাই রিক্ত হৃদয় বহি গো। . **************** . সূচীতে . . . মিলনসাগর |