কবি অতুলপ্রসাদ সেনের গান
*
আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ খাম্বাজ॥

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি!
আজি বরষে বরষা বিরহ-বারি!

আজি ফুলে নাহিক মধু-গন্ধ,
মলয়ে নাহিক মৃদু-মন্দ,
জীবনে নাহিক গীত-ছন্দ, ,
তোমারে ছাড়ি!

মোর এ ভালবাসা পাবে না নন্দনে,
উঠেনি এত সুধা সাগর-মন্থনে ;
না জানি, নিশি যাপ কতই ক্রন্দনে
আমারে ছাড়ি?

সেথায় নাহিক আত্মবলিদান,
মিছে কলহ, মিছে অভিমান,
বিরহ-বেদন, বিরহ-অবসান,
---সেথা র’বে কেমন করি?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র খাম্বাজ॥

আমার  মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে?
নন্দন-আভা-বেষ্টিত তনু, উজল নিজ আলোকে! .
তুমি কে গো, তুমি কে?

একি প্রেমপ্রতিম অঙ্গ!
একি যৌবনরূপ রঙ্গ!
একি মন্দাকিনী-মন্দ-সলিল-ভঙ্গ!
একি সহসা মম জীবন-বন পুষ্পিত,
তোমার নয়ন-পলকে !
তুমি কে গো, তুমি কে?

ছিল  অশ্রুনদনুলীন হৃদয় দুঃখ-তামস গগনে,
আজি  প্রাণ মম ইন্দ্রধনু তোমার নয়ন-কিরণে,
আজি  প্রাণ মম মত্ত মধুপ, লুণ্ঠিত তব চরণে,
মম    জীবন, মরণ, ধরম, সরম,

সকলি লীন পুলকে!
তুমি কে গো, তুমি কে?

তুমি বিশ্ব করেছ সুন্দর, মনের নিভৃত কন্দরে;
মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন-বন্দরে ;
তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ অম্বরে ;
মম জীবন-গহন-চয়ন-কুসুম
শোভিত তব অলকে!
তুমি কে গো, তুমি কে?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমার মনের মন্দিরে এস গো, নবীন বালিকা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ নটমল্লার॥

আমার মনের মন্দিরে এস গো, নবীন বালিকা !
তব প্রথম প্রেম-প্রভাতে দেহ প্রথম প্রণয়-মালিকা।

এস, প্রথম প্রেমে লজ্জিতা!
এস, নবীন সরমে সজ্জিতা!
এস, নবীন হরষে সজ্জিতা!
এস, নবীন চন্দ্র ভালিকা!

তব প্রথম প্রেমের আধ-আধ ভাষ,
প্রথম প্রেমের বাধ-বাধ আশ,
ক্ষণিক সাহস, ক্ষণিক ত্রাস,
আমারে কর সমর্পণ।

তব প্রথম প্রেম-স্বপনে,
তুমি আমারে দেখ গো গোপনে ;
তুমি আমারে তুষিতে পর গো যতনে
অলকে যুথী-শেফালিকা।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওগো, আমার নবীন সাখী! ছিলে তুমি কোন্‌ বিমানে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সাওয়ল॥

ওগো, আমার নবীন সাখী! ছিলে তুমি কোন্ ‌বিমানে?
আমার সকল হিয়া মুঞ্জরিছে তোমার ঐ করুণ গানে!

জগতের গহন বনে,
ছিনু আমি সঙ্গোপনে ;
না জানি কি লয়ে মনে,
এলে উড়ে আমার পানে!

লয়ে তব মোহন বরণ,
আমার  শুষ্ক ডালে রাখ্ লে  চরণ ;
আজ আমার জীবন মরণ
কোথা আছে কে বা জানে!

ঝরে গেছে সকল আশা,
ফোটে না আর ভালবাসা,
আজ তুমি বাঁধ্ লে বাসা
আমার প্রাণে, কোন্‌ পরাণে?

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মোর আজি গাঁথা হ’ল না মালা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ বারোঁয়া॥

মোর আজি গাঁথা হ’ল না মালা,
পরের তোলা ফুলে ভরা ডালা

তুলিব ফুল যত
আপন মনোমত,
যদিও কাঁটা শত
দিবে জ্বালা।

যদিও খুঁজিলে
চামেলি নাহি মিলে,
সাজাব বন-ফুলে
তার গলা

একেলা তরুছায়
গাঁথিতে সে মালায়
যদিও বেলা যায়---
থাক্ ‌বেলা !

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
শুধু একটী কথা কহিলে মোরে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ বেহাগ খাম্বাজ॥

শুধু একটী কথা কহিলে মোরে ;
না জানি, কহিলে তুমি কি মনে করে

মনে করি, সেই ভাষা
কখনো উপজে আশা,
কখনো নয়নে জল
প্রাণ শিহরে।

রূচি তাহে কত তান,
কত গাথা, কত গান ;
কতবার সঁপি প্রাণ
তোমার করে।

.        ****************          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায়ে থাকি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র খাম্বাজ॥

আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায়ে থাকি ;
দু'দিন গাহিয়া গান চলিয়া যাইবে পাখি।

তোমার নিকুঞ্জ-শাখা,
বসন্ত পবন-মাখা ;
প্রাণের কোকিলে, বল, কেমনে ভূলায়ে রাখি?

নিঠুর সংসার-বনে,
শুষ্ক তৃণ আহরণে
কাটি যাবে দিবা, তাই কাতরে তোমায় ডাকি।

আমার করুণ গানে,
যদি দুঃখ স্মৃতি আনে,
ফুরাইয়া গেলে গান মুছিয়া ফেলিও আঁখি।

.        ****************          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মিনতি করি তব পায়, তুমি যাও চলি তরী বাহি
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ সিন্ধুকাফি॥

মিনতি করি তব পায়, তুমি যাও চলি তরী বাহি
আমার কূলে,
এসোনা ভুলে,
বেঁধোনা হেথা তব তরী ;
তুমি ত বেলা হলে
যাবে বন্ধন খুলে ;
তবে কেন আসিছ গান গাহি?

তব তরণী-তরঙ্গ
করে কত রঙ্গ ;
রাখিতে নারি হৃদি ঢাকি ;
তুমি ত নিবে না মোরে
তোমার তরী পরে;
তবে কেন মুখপানে চাহি?

.        ****************          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র দেশ॥

ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন!
বিরহে খুঁজিছ যারে, ---সে স্বপন, সে স্বপন!

যাহার সৌরভে মাতি ফিরিতেছ বনে বনে,
যার লাগি শত কাঁটা বিঁধেছে তব চরণে ;
নব প্রেম বিকশিত সে ফুল তোমারই মন

যার লাগি প্রাণপণে সাজায়েছ আপনায় ;
যার লাগি মালা গাঁথা, চিনিলে না তারে হায়!
ভিখারীর লাগি তুমি রচিয়াছ সিংহাসন!

.        ****************          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সখা দিওনা, দিওনা মোরে এত ভালবাসা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ মিশ্র দেশ॥

সখা, দিওনা, দিওনা মোরে এত ভালবাসা ;
জগতে তা হলে মোর রবে না কিছুরই আশা।

তুমি দিলে সারা মন,
কি করিব আরাধন ?
আসিয়ে তোমার দ্বারে পাব কি শুধু নিরাশা?

প্রতিদিন ফুল তুলে
যাইব তোমার কূলে;
সে দিনের মত শুধু মিটায়ো প্রেম-পিয়াসা।

লয়ে কোটী কোটী কাণ,
যাব শুনিবারে গান ;
সরমে কহিও মোরে একটি মরম ভাষা।

আমার জীবন-নদী,
এত প্রেম পায় যদি,
ভাঙ্গিয়া ভাসিয়া যাবে মোর স্বপনের বাসা।

.        ****************          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর