কবি অতুলপ্রসাদ সেনের গান |
আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায়ে থাকি কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ মিশ্র খাম্বাজ॥ আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায়ে থাকি ; দু'দিন গাহিয়া গান চলিয়া যাইবে পাখি। তোমার নিকুঞ্জ-শাখা, বসন্ত পবন-মাখা ; প্রাণের কোকিলে, বল, কেমনে ভূলায়ে রাখি? নিঠুর সংসার-বনে, শুষ্ক তৃণ আহরণে কাটি যাবে দিবা, তাই কাতরে তোমায় ডাকি। আমার করুণ গানে, যদি দুঃখ স্মৃতি আনে, ফুরাইয়া গেলে গান মুছিয়া ফেলিও আঁখি। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
সখা দিওনা, দিওনা মোরে এত ভালবাসা কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। ॥ মিশ্র দেশ॥ সখা, দিওনা, দিওনা মোরে এত ভালবাসা ; জগতে তা হলে মোর রবে না কিছুরই আশা। তুমি দিলে সারা মন, কি করিব আরাধন ? আসিয়ে তোমার দ্বারে পাব কি শুধু নিরাশা? প্রতিদিন ফুল তুলে যাইব তোমার কূলে; সে দিনের মত শুধু মিটায়ো প্রেম-পিয়াসা। লয়ে কোটী কোটী কাণ, যাব শুনিবারে গান ; সরমে কহিও মোরে একটি মরম ভাষা। আমার জীবন-নদী, এত প্রেম পায় যদি, ভাঙ্গিয়া ভাসিয়া যাবে মোর স্বপনের বাসা। . **************** . সূচীতে . . . মিলনসাগর |