কবি অতুলপ্রসাদ সেন - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ঢাকায়। পিতা রামপ্রসাদ সেন। তাঁদের আদি নিবাস ছিল
ফরিদপুরের মগর-এ। ছোটবেলাতেই পিতৃহীন হওয়ায় তিনি মানুষ হন তাঁর মাতামহ  কালীনারায়ণ গুপ্তের কাছে, যিনি ছিলেন
সুকণ্ঠী গায়ক ও ভক্তি সংগীত রচয়িতা।

১৮৯০ সালে তিনি প্রবেশিকা পাশ করে কলকাতার প্রেসিডেন্সী কলেজে পড়েন। তারপর বিলেত থেকে  ব্যারিস্টারি পাশ করে
১৮৯৪ সালে দেশে ফিরে কলকাতা ও রংপুরে কিছুকাল আইন ব্যাবসা করে লখনৌ শহরে বসবাস শুরু করেন এবং আইনজ্ঞ
হিসেবে প্রতিষ্ঠালাভ করেন। লখনৌ নগরীর সংস্কৃতি ও  জীবনধারার সঙ্গে তিনি অঙ্গাঅঙ্গিবাবে জড়িত ছিলেন।

তাঁর জীবিতকালেই তাঁর নামে সেই শহরে রাস্তার নামকরণ করা হয়েছিল। তাঁর আয়ের বড় অংশ তিনি স্থানীয় মানুষের জন্য
ব্যায় করতেন। তাঁর বাসগৃহ ও গ্রন্থসত্ত্ব তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন।

প্রবাসী বঙ্গ সাহিত্য-সম্মিলন প্রতিষ্ঠাকালে তিনি তার অন্যতম প্রধান ছিলেন। সম্মিলনের মুখপত্র “উত্তরা"-র তিনি অন্যতম
সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি হয়েছিলেন।  রাজনীতিতে তিনি কংগ্রেসের সদস্য ও
পরে লিবারেল-পন্থী হয়েছিলেন।

বাংলায় তাঁর পরিচিতি পঞ্চকবিদের অন্যতম হিসেবে। তাঁর স্বদেশী, ভক্তিমূলক ও প্রেমের গানের জন্য তিনি অমরত্ব লাভ
করেছেন। তাঁর বহু বিখ্যাত গানের মধ্যে রয়েছে “উঠ গো ভারতলক্ষ্মী”, “বল বল বল সবে  শতবীণা বেণু রবে”, “হও ধরমেতে
ধীর হও করমেতে বীর” প্রভৃতি। তাঁর প্রকাশিত গীতিগ্রন্থের মধ্যে রয়েছে “কয়েকটি গান” ও “গীতিগুঞ্জ” (১৯৩১)। ১৯২৯ সালে
(১৩৩৬ বঙ্গাব্দ) কবির সম্পর্কে বোন
সাহানা দেবী ও কবির সম্পর্কে ভাই দিলীপ কুমার রায়, তাঁর ৭০টি গানের স্বরলিপি গ্রন্থ
“কাকলি” প্রকাশ করেন।

কবি গণসঙ্গীতকার রাজেশ দত্তর সৌজন্যে অতীত থেকে সমকালের বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের কন্ঠে  অতুলপ্রসাদী গান ও
গানের অ্যালবামের সুনির্বাচিত সংকলনের লিংক দেওয়া হলো। নীচের প্লেলিস্ট-এর লিংকে ক্লিক করে শুনুন...
https://youtube.com/playlist?list=PLudtX9FXqO3LqRm2QdKV8_5UfYdfD6Unp            


মিলনসাগরে  কবি অতুলপ্রসাদ সেনের এই পাতা তাঁর প্রতি মিলসাগরের শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির মোট ২১৭টি কবিতা ও গান
এখানে তুলে ধন্য হয়েছি।



উত্স -   
  •  অতুলপ্রসাদ সেন, "কয়েকটি গান"।
  • অতুলপ্রসাদ সেন, "গীতিগুঞ্জ", ১৯৩১।
  • সাহানা দেবী, কাকলি, ১৯২৯।
  • শোভন সোম সম্পাদিত, "অতুলপ্রসাদ সেনের শ্রেষ্ঠ কবিতা", ২০০২।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাঙালি চরিতাভিধান", ২০১০


সাগরিকা সেনগুপ্তর "ছিন্ন বীণার নন্দনগান" জীবন-আলেখ্যটির
PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন . . .।
কবি অতুলপ্রসাদ সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


৭টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৭.৭.২০০৭।
এই পাতায় কবির কবিতা ও গীত সমগ্র প্রকাশ তাঁর জন্ম শতবর্ষে  - ২০. ১০.২০২১।
সাগরিকা সেনগুপ্তর "ছিন্ন বীণার নন্দনগান" জীবন-আলেখ্যটি
র প্রকাশ - ১.১১.২০২১।

.                                                                                                                             ^^ উপরে ফেরত   
...
অতুলপ্রসাদ সেন
২০. ১০. ১৮৭১ ~ ২৬. ০৮. ১৯৩৪
কবির জন্ম সার্ধশতবর্ষে এই পাতায় তোলা হলো
সাগরিকা সেনগুপ্তর "ছিন্ন বীণার নন্দনগান", কবির জীবন-আলেখ্য ও
কবির সমগ্র গান ও কবিতা (২১৭টি)।
.

সাগরিকা সেনগুপ্তর "ছিন্ন বীণার নন্দনগান" জীবন-আলেখ্যটির PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন . . .
সাগরিকা সেনগুপ্তর "ছিন্ন বীণার নন্দনগান"
জীবন-আলেখ্যটির পাতায় যেতে
এখানে ক্লিক করুন . . .