.
.
মুক্তিযুদ্ধের গান ও কবিতার দেয়ালিকা
এই পাতাটি পাশাপাশি, ডাইনে-বামে ও কবিতাগুলি উপর-নীচ স্ক্রল করে!
This page scrolls sideways < Left - Right >. Poems scroll ^ Up - Down v.
এই পাতার পশ্চাৎপটের ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু বিখ্যাত ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে বাংলাদেশের বীর নারী ও পুরুষ স্বাধীনতা সৈনিকদের ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের নিঃস্বার্থ আত্মবলিদানের কথা কখনোই ভুলবার নয়। এই পাতার গান
কবিতা ও তথ্য,
কবি-গণসঙ্গীতকার রাজেশ দত্তর গবেষণালব্ধ সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
সংগ্রাম আজ শুধু সংগ্রাম
বাংলার ঘরে ঘরে সংগ্রাম
সংগ্রামে সোচ্চার বাংলা
মুজিবের বাংলায় আজ কোনো কথা নয়
সংগ্রাম আজ শুধু সংগ্রাম॥

রক্ত দেবার আজ এসেছে যে লগ্ন
রক্ত রঙিন আজ বুকভরা স্বপ্ন
রক্ত পিছল পথে পথে মুছবে না বন্ধু
শোনো আজ জীবনের মহাগান॥

লৌহ কঠিন আজ বাংলার হৃদয়ে
একটি শপথ শুধু উজ্জ্বল
দিয়েছি জীবন যত ক্ষয় নেই তার ক্ষয় নেই
ফুটবেই স্বাধীনতা শতদল॥

শহর শুনছে, বন্দর শুনছে, নগর শুনছে
ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, মাঝি-মাল্লারা
দিন আজ গুনছে
অস্ত্র দারুণ হাতে হাতে ঝলসায় বন্ধু
শোনো ঐ রক্তিম আহ্বান॥
কবি মুস্তাফিজুর
রহমান
সংগ্রাম আজ শুধু সংগ্রাম  কথা কবি মুস্তাফিজুর রহমান।  গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে
প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের
সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক
ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আমায় তুমি খুঁজছ কি মা
আকাশের তারায়
ওদের মাঝে তোমার বাছার
মুখ কি দেখা যায়?
জন্মে শিশু তোমার কোলে
ধূলায় বাল্যেতে
কৈশোরেতে দুষ্ট ছেলে
খেলার মাঠেতে ;
ওরা তোমার আঙ্গিনাতে
আজও আসে যায়॥

যৌবনের মা দস্যু দামাল
যুদ্ধ সাজ নিয়ে
মুক্তিবাহিনীতে একদিন
মিশেছি যেয়ে,
রক্ত দিয়ে লিখেছি নাম
ধরণীর ধূলায়॥
কবি মকসুদ আলী
খান সাঁই
আমায় তুমি খুঁজছ কি মা  কথা ও সুর - কবি মকসুদ আলী খান সাঁই।  গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
ভয় নাই মা বিফল যাবে না
আমার এই পরান,
তারই বদলায় সোনার বাংলায়
উদয়াচলের গান,
মুক্তিসূর্য রক্তমাণিক
এ তো দেখা যায়॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
বাংলাদেশের খাঁটি মানুষ
শেখ মুজিবর জেনো ভাই
শেখের মতো আর বাংলার বন্ধু নাই॥

তেইশ বছর অনেক নেতা
সেজে এলেন জাতির পিতা
এখন মোদের খাঁটি ত্রাতা
শেখ সাহেবকেই দেখতে পাই॥

দুই যুগ ধরে বাংলাবাসী
ছিলাম মোরা উপবাসী
শেষে নেতা মুজিব আসি
বাংলাদেশ করলেন রোশনাই॥

জালিম শোষক এহিয়া খান
(করলো) মুজিবরকে কারা প্রদান
(এখন) যায় যদি যাক মোদের পরাণ
শেখ মুজিবের মুক্তি চাই॥
কবি মকসুদ আলী
খান সাঁই
বাংলাদেশের খাঁটি মানুষ  কথা ও সুর - কবি মকসুদ আলী খান সাঁই।  গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
কাক জোছনা রাতের আকাশ
পদ্মার জল দেখেছি
আকাশে দেখেছি গণমানুষের
চোখের সুনীল ছায়া
যমুনা মেঘনা দিয়েছে এমনে
ঘন সুনিবিড় মায়া
বাংলাকে আমি দিয়েছি এ মন
বাংলাকে ভালবেসেছি॥

আমি দেখেছি কেমন করে
মাঠের সবুজ সোনা সোনা মেঘে
সোনালিতে যায় ভরে
ডাহুকের গানে পাপিয়ার তানে
তাইতো কণ্ঠ রেখেছি॥

স্নিগ্ধ শ্যামল বাংলা আমার
মুগ্ধ মনের ভাষা
স্বপ্ন আমার বাসনা আমার
সারা জীবনের আশা॥
কবি রুহুল আমিন
চৌধুরী (টিপু)
কাক জোছনা রাতের আকাশ  কথা - কবি রুহুল আমিন চৌধুরী (টিপু)। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
আমি দেখেছি নিবিড় করে
আমার দেশের সোনা সোনা মাটি
মধু মাখা অবসরে
বাংলার চোখে বাংলার বুকে
তাইতো নিজেকে সঁপেছি॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
মুক্ত মুক্ত মুক্ত, মুক্ত হয়েছি আমরা---
স্বাধীন স্বাধীন স্বাধীন, স্বাধীন হয়েছি আমরা---
মুক্তির শিহরণ দূর নীল গগনে
আলোর জোয়ার এল মানুষের জীবনে
দিগন্ত জুড়ে আজ আনন্দ উচ্ছ্বাস
বিপ্রবী জনতার ঐক্য।
বিদ্রোহী জনতার বিপ্লবী ঐক্যে
পৌঁছেছি আজ মোরা এক লক্ষ্যে।
ওই শোন গর্জন স্বাধীনতা মন্ত্রের
বিজয়ের উল্লাসে হাসে মন রিক্তের
প্রান্তর জুড়ে আজ আনন্দ উচ্ছ্বাস
বিপ্লবী জনতার সাক্ষ্য।
কবি রুহুল আমিন
চৌধুরী (টিপু)
মুক্ত মুক্ত মুক্ত, মুক্ত হয়েছি আমরা  কথা - কবি রুহুল আমিন চৌধুরী (টিপু)।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান
দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই
গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আমি শুনেছি শুনেছি আমার মায়ের কান্না
আমি শুনেছি শুনেছি বাংলা মায়ের কান্না
অলিতে গলিতে শহরে নগরে
গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে
আমি দেখেছি তারি রক্ত অশ্রু বন্যা॥
কান পেতে শোন আকাশে বাতাসে
দুঃখিনী মায়ের হাহাকার---
ছেলে হারানো দীর্ঘস্বাসে
আনে অভিশাপ মৃত্যু অনিবার।
আজ মায়ের মুখে হাসি ফোটাতে
জাগে দিকে দিকে ভায়ের সাথে
বাংলার বধূ-কন্যা॥
মা যে আমার অনাহারী আজো
ছিন্ন বস্ত্রে রোগে শোকে মৃত প্রায় ;
মাকে আমার দিতে হবে আশা
পূর্ণ মুক্তি আলো হাসি যাহা চায়।
কবি ফজল-এ-খোদা
আমি শুনেছি শুনেছি আমার মায়ের কান্না কথা - কবি ফজল-এ-খোদা। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
দিকহারা নদী সাগরে পাথারে
উছলি উঠিছে দিগ্বিদিক---
কূল ছাপানো জলোচ্ছ্বাসে
ধুয়ে মুছে দিতে জঞ্জাল চারিদিক।
আজ মায়ের চোখের অশ্রু মুছিয়ে
কালো আঁধারের দুঃখ ঘুচিয়ে
বাংলা হবে ধন্যা॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
করো বাঙালি ভাই সত্য সাধনা।
পাক-দালাল আর শোষণকারী
সোনার বাংলায় রেখো না।
বাংলার যত ছিল কাঁসা পিতল বাঁটি আরো থাল
আইয়ুব খান খাস করে নিল,
দিল লোহার থাল, টিনের উপরে
রং ধরাইয়ে করল কত খাল
ছিদ্র হইলে পইড়া যায়, কোনো কাজে লাগে না।
বাংলায় যত ছিল সোনারূপা
সোনার বাংলায় ছিল শোভা।
খাস করে নিল রূপার টাকা
সোনার বাংলাতে আর রাখে না।
বাংলায় খাজনা টাক্স বাড়াইল
সুদীর সুদ কোষে নিল।
তোরাব শাহ কয়, প্রাণ গেল,
পেটে জ্বালা আর মেটে না।
কবি তোরারা আলী
শাহ্‌
করো বাঙালি ভাই সত্য সাধনা কথা - কবি তোরারা আলী শাহ্‌। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন
প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক
ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
এই বিজয়ের নিশান আমার
ঢাকা আমার বাংলা আমার
রক্ত নদীর পারে দেখি
রঙিন আলো সূর্য সোনার।
দুঃশাসনের হাড়ে বাজাই বিজয় ভেরী
নতুন ভোরের বাজে বিষাণ নাই যে দেরি
শ্যামল মাটির সবুজ সোনা
গলার গলায় সুর যে বোনা
মধুমতীর মধুর স্রোতে পদ্মাজলে এল জোয়ার
এই বিজয়ের নিশান আমার
ঢাকা আমার বাংলা আমার
সবুজ লাল আর সোনায় আঁকা এই পতাকা
লক্ষ শহীদ চোখে তাদের স্বপ্ন মাখা
স্বপ্ন এবার সফল হলো
চলো চলো ঢাকায় চলো
ধানের শীষে আমন্ত্রণে
চলার গতি থামবে না আর
এই বিজয়ের নিশান আমার
কা আমার বাংলা আমার॥
কবি আবদুল
গাফ্ফার চৌধুরী
এই বিজয়ের নিশান আমার কথা ও সুর - কবি আবদুল গাফ্ফার চৌধুরী।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান
দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে
এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
জন্মভূমি স্বদেশ আমার
তুলনা তার নাই,
স্নিগ্ধ শোভায় নয়ন জুড়ায়
ভলোবাসি তাই॥
রূপে রূপে অপরূপা যেদিক পানে চাই
কল্পনা আর কাব্যগাথায় তাই সাজিয়ে যাই
তুলনা তার নাই॥
সূর্য ওঠে পাখির তানে সাগর শোনায় গান
বিপুলতার আহ্বানে দুলে ওঠে প্রাণ,
তুলনা তার নাই
কবি এম. আকতার
জন্মভূমি স্বদেশ আমার কথা - কবি এম. আকতার। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ
হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
পরাণের বন্ধুরে বলব কি তোরে
আমার দেশের সোনার ধন খাইল ইন্দুরে॥
ভাত নাই কাপড় নাই কপালে নাই সুখ
চোক্ষের উপর যায না দেখা বউ-ছাওয়ালের মুখ॥
ও আল্লা কার পাপে---
কপালদোষে খোয়াইলাম পাষাণ মা-বাপে॥
সোনার দেশে ভিখ মেলে না---আইল কী আকাল
কপালদোষে আনছি কুমির নিজে কাইট্যা খাল---
হায়রে আজব আজাদী
বাঙলা মারে পিণ্ডি-লাহোর বানায় খাসবাঁদী---
বাংলাদেশের সোনার ফসল বিদেশেতে গিয়া
(আরে) খান চাচারা বাড়ায় ভুঁড়ি---মসনদে বসিয়া
সোনার বাংলা হইল শ্মশান, মোরা মরি ভাতে
(আরে) জঙ্গী শাহীর মদ্-জুয়া ঠিকই চলে তাতে॥
কবি অমিতাভ নাহা
পরাণের বন্ধুরে বলব কি তোরে কথা - কবি অমিতাভ নাহা।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
রক্ত চাই রক্ত চাই
অত্যাচারীর রক্ত চাই।
বীর জনতার কন্ঠস্বর
এই ঘোষণা করতে চাই॥
ভাঙব কারা হোক কঠিন
সংগ্রামে কার কে অধীন
ভয় কি বুকে আর কদিন
দেখব সবাই দেশ স্বাধীন
দিগ্বিদিক ছুটতে চাই
এই ঘোষণা করতে চাই॥
বন্দী করে যায় না ধরা
অগ্নিগিরির মন
জমাট বাধা রক্ত লাভায়
ঘটবে বিস্ফোরণ
তুলছি হুঁশিয়ার ধ্বনি
শব্দ এবার সাইরেনে
বিস্ফোরণের কালগুণি
মন যে আগুন ফাল্গুনি
মরণকে আর ভয় তো নাই
এই ঘোষণা করতে চাই॥
কবি সুব্রত সেনগুপ্ত
রক্ত চাই রক্ত চাই কথা - কবি সুব্রত সেনগুপ্ত। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন
প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত।
পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আজ রণ সাজে বাজিয়ে বিষাণ
এসেছে এসেছে বৈশাখ,
জাগরে জাগরে জাগ জাগ
অন্ধকারে বন্ধ ঘরের দুয়ার খুলে রাখ॥

সাগরে আজ তুফান ছোটে
লক্ষ ফণায় গর্জে উঠে।

তৃষার বুকে বন্যারে আজ দিয়েছে ঐ ডাক॥
মাটি মরা জীর্ণ যত ভাঙবেরে সব শত শত
সংস্কারের ঐ প্রাচীর ভেঙে বাজবে জয় ঢাক॥

'অভাচারীর শোষণ তোষণ
সুখের শয্যা বিলাস ব্যাসন
ধূলায় ধূসর করবেরে সব মিথ্যা হবে জাঁক॥

ঐ চেয়ে দেখ আলোর বনে
লাগল জোয়ার লক্ষ প্রাণে
আকাশ জুড়ে বাজবেরে ঐ মঙ্গলেরই শাঁখ॥
কবি রশীদ চৌধুরী
আজ রণ সাজে বাজিয়ে বিষাণ কথা - কবি রশীদ চৌধুরী। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
হায়রে কৃষাণ তোদেরই শীর্ণদেহ
দেখে যে রে অশ্রু মানে না
বূলবলিতে ধান লুটে নেয়
তবু কেন ঘুম ভাঙে না॥

পৌষ পাবনে গোলার ঘরে
শুন্য দেখে অশ্রু ঝরে।
অনাহারি মায়ের কাঁদন
দিকে দিকে ভেঙে চলে
তাই, এল পিশাচ অনাহারী
ঘরে ঘরে ক্ষুধার তাড়না॥

কুটুম বাঁধন ছিন্ন করে
একি শমন এল ঘরে!
তোদের হাতের সোনার ফসল
অত্যাচারী নিল কেড়ে
হাতে হাতে জ্বালা মশাল
তাদেরই আর ক্ষমা করো না॥
কবি ফেরদৌস
রহমান
হায়রে কৃষাণ তোদেরই শীর্ণদেহ কথা - কবি ফেরদৌস রহমান।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ওগো জেনেছ কি
ওগো শুনেছ কি
সাতকোটি বাঙালির কান্না
আর নিদারুণ হাহাকার।

অত্যাচারীর নিষ্ঠুর আঘাতে
ছিন্ন হলো জীবনের সুর।
ঝরে গেল হায় আশার মুকুল।
সাধের স্বপ্ন ছারখার॥
অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন আমরা,
চলেছি কোথায় জানিনা
সম্মুখে আঁধার পিছনে মরণ
যারা শুরু নেই ঠিকানা॥
সূর্য আবার আসবে কবে
বছবে নূতন আলোর জোয়ার॥
স্বপ্ন দেখি আগারী দিনের
শ্যামল সুন্দর বাংলার॥
কবি শংকর সরকার
ওগো জেনেছ কি কথা - কবি শংকর সরকার। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন
প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত।
পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ওরা পশুর চেয়েও ঘৃণ্য
ওরা মানু হয়েও মানুষ থেকে ভিন্ন॥

ওরা মানুষ যে খায় মানুষ কেটে
শিশুর রক্তে ওদের তৃষ্ণা মেটে
সভ্য হয়েও ওদের গায়
অসভ্যতার চিহ্ন॥

ওরা হলো জীবন্ত সব বর্বরতার মূর্তি
ওদর নেই তো বিবেক কঠোর কঠিন
বন্য ওদর স্ফূর্তি
আমরা অত্যাচারের বদলা নেব
রক্ত নিয়ে রক্ত দেব
সভ্য জগৎ থেকে ওদের করব মূলে ছিন্ন
ওরা মানুষ হয়েও মানুষ থেকে ঘৃণ্য॥
কবি গৌরীপ্রসন্ন
মজুমদার
মিলনসাগরে কবির পাতা . . .   
ওরা পশুর চেয়েও ঘৃণ্য কথা - কবি গৌরীপ্রসন্ন মজুমদার। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
পৃথিবী তুমি সত্যি হাসালে
সত্যিটাকে চেপে রাখতে
বিবেকটাকে শাসালে॥
নাটক করছে রাষ্ট্রসংঘ
তুমি দিব্যি দেখছ সেই সে রঙ্গ
এই অন্যায়কে হজম করে
নিজেকেই যে ফাঁসালে॥
জনতারই আদালত তোমায়
বল ছাড়বে কি?
নিরীহ সব মানুষ মারতে
তুমি খলছ জুয়া নিজের স্বার্থে
পদ্মা মেঘনা যমুনাকে
রক্ত স্রোতে ভাসালে॥
কবি গৌরীপ্রসন্ন
মজুমদার
মিলনসাগরে কবির পাতা . . .   
পৃথিবী তুমি সত্যি হাসালে কথা - কবি গৌরীপ্রসন্ন মজুমদার। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
বিপ্লবের রক্ত রাঙ্গা ঝাণ্ডা উড়ে আকাশে
সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে॥

একটি কণ্ঠ কণ্ঠ একটি
যদি থাকে থামে যদি---
গর্জে শত শত গর্জে নিরবধি নিরবধি॥
কল্লোলিতা মহানদী মহানদী
যুগ যুগে দেশে দেশে জ্বলে আগুন হুতাশে॥

তপ্ত মাটি অভিশপ্ত তপ্তমাটি
হল খাঁটি রক্তে ভিজে হল খাঁটি।
লগ্নগুণে পলিমাটি পলিমাটি
পাণ্ডুলিপি শান্তি পায় দ্রৌপদীর নিঃশ্বাসে।
কবি আবুবকর
সিদ্দিকী
বিপ্লবের রক্ত রাঙ্গা ঝাণ্ডা উড়ে আকাশে কথা - কবি আবুবকর সিদ্দিকী। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
চাষি মজুর মজুর চাষি ভুখাহুঁ
ঝেড়ে ফেল ফেল ঝেড়ে সব প্রভু
একের শরিক শরিক একের আজ বহু॥
মালিক মেরে হলো রাজা, মেহতী ঐ ভূঁইদাসে।

এই পথে অভ্যুদয় মুক্তি লাল সূর্যোদয়
শত ফুল ফুটে রয় ফুটে রয়॥
অঙ্কুরের প্রতিভায় নবজীবন বিলাসে।

বিপ্লবের রক্তরাঙ্গা ঝাণ্ডা উড়ে আকাশে
সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আজি কারবা বিচার কায়বা করে রে
মুখে বলহারি যাই।
খুনি করে সাউদের বিচার ভাবি কুল না পাই
আমি ভাবি কুল না পাই।

জয় করিয়া বাঙালির মন, বঙ্গবন্ধু ন্যায্য ভোটে জিতি॥
সেই না দোষে দোষী হইল বন্দী কইল্লে
শয়তান ইয়াহিয়া তাই।

ভুট্টো, কাইয়ুম, ইয়াহিয়া বেঈমান
বঙ্গভূমি করিলে শাশান॥
আবার কোন সাহসে কাড়ি দিবার চাইস
বাংলার জানে জান কলিজাটাই।
মুক্তিসেনার ঠেলার চোটে বাপ ডাক ডাকিলু শেষে॥
হুঁশিয়ার হুঁশিয়ার নরখাদক চতুষ্পদ।
তোর গোষ্ঠী সাফ হইবে রে নিশ্চয়ই।

এক মুজিবের বজ্রকণ্ঠের হুংকারে
সারা বাংলায় কোটি কোটি মুজিব জাগে।
ওস্তাদের মাইর শেষ রাইতোতে।
ঘুঘু দেখেছিস ফান তো দেখিস নাই।
কবি হরলাল রায়
আজি কারবা বিচার কায়বা করে রে কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ফান্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে!
ফান্দ বসাইছে মুক্তিসেনা ডিনামাইট দিয়া
তাতে ধ্বংস হয়েছ নরঘাতক পশুরা চূর্ণবিচূর্ণ হয়া রে!
ফান্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে!

ফান্দে পড়িয়া রে ইয়াহিয়া করে টানাটুনা!
(ওরে) চাইরপাকে মরে হানাদার পশু
পরাণ ফাটে এহিয়া টিক্কার রে!
ফান্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে!!

বিচ্ছুগুলার মাইরের চোটে টিক্কার আক্কেল হইল গুড়ুম
(ওরে) চোখের জলে বুক ভাসে ইয়াহিয়ার
আইসবার না পায় ঢাকা রে!
ফান্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে!

যতটা সহজ ভাবছিস তুই টিক্কা বাঙালি অতটা সহজ নোয়ায়
এলায় কি দেখুলু আরো দেখিবু
চৌখোত সইস্যার ফুল রে!
কবি হরলাল রায়
ফান্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
বংশ ধ্বংস হইবে রে তোদের
টেক্কা ইয়াহিয়া---
ঐ দেখ বেলা ডুবি তোর আন্ধার হইয়া গেল
তোর দ্যাশের বিধবার কান্দন থামাও রে
টেক্কাক দেখিয়া ইয়াহিয়া কান্দে রে
হয়হিয়াকে দেখিয়া টেক্কা কান্দে রে।
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আরে ও দ্যাশের
হালুয়া, জালুয়া, মজদুর কিষাণ ভাই
কিলাও কিলাও তোমরা হানাদারক সবাই।
শেখের বেটা হুকুম দিছে
দুর্গ বানাও ঘরে ঘরে
লাঠি সোটা হাতোত নে তুই
খান্তি, কুড়াল ; দাও, বাশিলাটাই॥
তোর মাও, বৈনেরি ইজ্জৎ রাখিতে
তৈয়ার হ তুই বীরের সাজে
বাঙালির মাইর আক্কেলের বাইর
পরিচয়টা এবার দেওয়ায় চাই॥
দ্যাশ যে হামার সোনার বাংলা
পুড়িয়া কইল্লে ছাই উমুরা
লাখ লাখ মানষি মারিয়া ফেলাইলে
আর চুপ করি থাকিস না তাই॥
মুক্তিযোদ্ধা তোমারে ছাওযালায়
সাহায্য উমাক কর এই বেলায়
উখুরি ফেলাও আগাছার জঙ্গল
সোনার বাংলা আবার করার চাই॥
কবি হরলাল রায়
আরে ও দ্যাশের কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত
হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের
সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত।
পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
জয় বাংলা জয় বাংলা বলিয়া
ঝাপ্পি পড়েক রণসাজে সাজিয়া
জানোয়ার মারেক এক এক করিয়া
এবার আর ছাড়াছাড়ি নাই॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আজি কান্দে রে ওহো পরাণ কান্দে রে
আকাশ কান্দে বাতাস কান্দে
কাদে বাংলা দ্যাশ
ওঠে মজিবর মজিবর শেখ মজিবর ধ্বনি
বাঙালির দুখিত্ অন্তর রে।
কোন্ ঠে যায়া থাকিলু তুই মজিবর
বাংলা দ্যাশের জান
বাঙালির অন্তর পোড়া যায়ছে আইজ
কারবা কান্দন কায় শোনে রে॥
গজ্জিয়া উঠেক বাঙালি তুই
চৌখে হিংসার আগুন জ্বালি
বজ্রকণ্ঠে হুংকার তুলিয়া
চুরমার কর দুনিয়াটারে॥
আল্লার রহম বাহুত আছে বল
ঈমান, একতা ঠিক আছে
জয় বাংলা বলি হাতিয়ার নেও তুলিয়া
মানামানি নাই দিকবিদিক রে॥
কবি হরলাল রায়
আজি কান্দে রে ওহো পরাণ কান্দে রে কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
হামার জানের জান কলিজাটাক যদি
কাড়ি নিবার চায় কাহ
ওলট পালট হইবে এই দুনিয়া
পাছের চিন্তা এহিয়া করিস নাই রে॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ও তুই বাপ্পি ব্যাড়াও নওজোয়ান
সোনার বাংলা কোন্‌ শয়তানে করিল শ্মশান।

কত ব্যাটছা মারে, বেইটছা মারে
বুড়া, বৃদ্ধ, নওজোয়ান
বাঙালির এ তাজা খুনে দ্যাশ লাল হইল
বাদ গেল না শিশু সন্তান॥

তুই কমর বান্দেক বাঙালির পুত
হানাদারদের মাইরবার যে যুত
এবার জাগেয়া তোল মজিবের বাংলা
তুই যে বাংলার জানের জান॥

আর নোয়ায় নোয়ায় আর দেরি নয়
গেল গেল দ্যাশ জান্‌ মাল ইজ্জৎ মান
এখন বাঁচিযা থাকা কিসের বাদে
জান করিয়া দেরে কুরবান॥
কবি হরলাল রায়
ও তুই বাপ্পি ব্যাড়াও নওজোয়ান কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
(ও তুই) কোনঠে আছিস বঙ্গবন্ধু শেখ মজিবর
কান্দে পরাণ তোর বাদে হামার
ও তুই মুক্তিফৌজক দোয়া করিস
আল্লা রক্ষা করুক তোমার প্রাণ॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
পু :  
এ জীবনটা ধন্য হইল মোর
জন্মিয়া বাংলা দ্যাশে
এমন সাথের জনম আর হবে না
মুই হনু বাঙালি রে
ধন্য হইল মোর এই জীবনটা রে।

স্ত্রী :
এই দ্যাশ তোমার এই দ্যাশ হামার বন্ধু
এই দ্যাশ শহীদ খুদিরামের
বরকত, সালাম, বীর তিতুমীর,
সূর্যসেন আর বাঘা যতীন
শেরে বাংলা ফজলুল হকের রে॥

পু :
এই সোনার দ্যশে নামিয়া আইল
একি ভীষণ ঝাড় বন্যা
জীবন প্রদীপ নিভায় বুঝি
হানাদার পশুর দলরে॥
কবি হরলাল রায়
এ জীবনটা ধন্য হইল মোর কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
স্ত্রী :
বীরের বাংলা যোদ্ধার বাংলা বন্ধু
বুদ্ধিমানের দ্যাশ হইল বাংলা
এইবার জয় বাংলা মন্ত্রে জাগিছে বাঙালি
খান সেনা ফটাফট্ মারে রে॥

পু :
তুইও আগে আইসেক কন্যা
বীরঙ্গনা ব্যাশে
এইবার শক্ত হাতে হাতিয়ার তুলি নেইক
খতম কর হানাদার পশুক রে॥

স্ত্রী :
জয় বাঙলা বাঙালির জয় শেখ মজিব
মন্ত্র দিল বাঙালির কানে
সেই না মন্ত্রে জাগিয়া উঠিল
ঘুমন্ত নাগ নাগিনীরা রে
আর ধ্বংস করে এহিয়ার সেনা
সম্মুখে আগেয়া চলে রে॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
এহিয়া বেইমান সামাল সামাল
এনয় তোর ঠিকানা।
তোমার একুল ওকুল দোকুল গেল
এখন কাঁচকলাটাই তোমার পাওনা।
বড় আশা কইরা এহিয়া তুই
গদি রাখতে যাইয়া
বাঙালিদেক হত্যা করিলি
নর ঘাতক সাজিয়া,
তোর এ দ্যাশ গেল ওদ্যাশও যায়
এই তোর ভাগ্যের বিড়ম্বনা॥
ভাইবছিলি জাতভাইদের চিরস্থায়ী বসাবে
তুমি এই বাংলার বুকে
তোমার দুধও গেল ঢোঙ্গাও গেল
তুই বেহুদ্দা আর একজনা॥
দ্যাশ বিদ্যাশে বলে তোরে
জানোয়ার, পশু, দস্যু, জল্লাদ, খুনি এহিয়া
বাঙালির মাইর দেখিস নাই তুই
ভাবিস নাই অন্তর দিয়া
এখন ঠ্যালার চোটে বাপ ডাকিবু ছাড়িয়া যাবু
তুই খুনি একজনা॥
কবি হরলাল রায়
এহিয়া বেইমান সামাল সামাল কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন বাংলা বেতার
কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার
কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
এহিয়া, টেক্কা, ভুট্টু, কাইয়ুম
বাইশ পরিবারের আছ যতজনা
তোমাদের ঐ ভোঁতা বুদ্ধিতে আর তো কাজ হবে না
তোমলোগ্‌ ভাগ ভাগ হট হট
বাংলা দ্যাশ হায়---
বাঙালি লোগকা পাওনা॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
সাধের একতারা আমি
বাংলার দেশ বিনে নাই আর কোনো ঠিকানা॥
যেমন বাজায় বাজি, বিসারেতে আমি কাজী
পরকে করি আপনা॥

দুই দিনের এই খেলা-ঘরে
প্রেম করিয়া কয় আমারে
একতারা তুই সঙ্গী ওরে
রাখি তোরে এই অন্তরে॥
তুই বিন প্রাণে বাঁচি না।

ধন্য হলো পরাণ আমার
অঙ্গে মাখি ধূলি তোমার
কণ্ঠে মালা পরি তোমার॥
এই তো আমার সাধনা।
কবি হরলাল রায়
সাধের একতারা আমি কথা ও সুর - কবি হরলাল রায়। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ
হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
সৈনিক, সামনে এগিয়ে যাও
শত্রু সেনার আক্রমণ
প্রতিহত করো বীর জোয়ান
রুখে দাঁড়াও, একসাথে দাঁড়াও॥

দুশমন যত আছে
আমাদের ভুমি মাঝে
সজ্জিত দেশ সেনানী
তাদের অগ্নি জবাব দাও॥

বাংলার যত বীর জনতা
সাড়া দিতে প্রস্তুত প্রস্তুত
প্রতিটি আনুষ আছে প্রহরা
দস্যু বিনাশে দেয় মহড়া।
কবি মলয় ঘোষ
দস্তিদার
সৈনিক, সামনে এগিয়ে যাও কথা ও সুর - কবি মলয় ঘোষ দস্তিদার।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
আমরা সকলে আজ সৈনিক
জান দিয়ে রাখবই দেশ আমার
রাখবই ভাই সব জান দিয়ে---
আমাদের বাংলাকে রাখব
রুখবই দুশমন রুখব॥

সৈনিক---॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
এগিয়ে চলার দিন এসেছে
বাংলা বীর সেনা জেগেছে
বান ডাকা নদী যেন বিদ্যুৎ গতিবেগে
অগতির পথে ছুটেছে॥

দিন এসেছে, সেনা জেগেছে, দেশ ডেকেছে
মরণ শপথে ছোটে যাত্রী
ভয় করে না দুর্যোগ ভরা দিবারাত্রি
ভয় করে না কেহ ভয় করে না
প্রলয়ের মাঝে ছুটে চলে সবে
কেউ ডরে না কেউ ডরে না।

মাতৃভূমির ডাক শুনেছে
মরণের ভয় ভুলেছে
তাই শত বাধা বন্ধন দস্যুর ভ্রকুটি
চলার পথে দলে চলেছে॥
আজ শপথ নিয়েছে এই বাংলা
রক্ষা করবে এই পূণ্যভূমির মাটি
দিয়ে শেষ রক্ত বিন্দু।
কবি মলয় ঘোষ
দস্তিদার
এগিয়ে চলার দিন এসেছে কথা ও সুর - কবি মলয় ঘোষ দস্তিদার।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
একটি বাঙালি যদি থাকে
সংগ্রাম করবেই মুক্ত করতে বাংলাকে
বাংলার প্রতিঘরে বাংলার সন্তান
বাংলার সেনা তাই সেজেছে॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
তারা এ দেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে॥
উদাসী মাঝির গানে
বাউলের ভীরু প্রাণে
দোয়েল শ্যামার মিশে
চিরদিন আছে মিশে
গুরু গুরু মেঘে কাদের কণ্ঠ শুনি
রক্তে তখন নেচে উঠে কত ফাল্গুনী
সকল পথের বাঁকে
তারা আমাদের ডাকে
দিগন্তে দিশে দিশে
চিরদিন আছে মিশে॥
উদাসী মাঝির গানে
তারা আমাদের টানে
দোয়েল শ্যামার শিসে
চিরদিন আছে মিশে।
কবি ডক্টর মোহাম্মদ
মনিরুজ্জামান
তারা এ দেশের সবুজ ধানের শীষে কথা - কবি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান।
সুরকার - আব্দুল আহমদ। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের
সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক
ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত ছবির
কৃষ্ণকায় করা কোলাজ!
রয়েছে বাংলাদেশের বীর
নারী ও পুরুষ স্বাধীনতা
সৈনিকদের ছবির পাশে
ভারতীয় সেনাবাহিনীর
ছবিও, যাঁদের নিঃস্বার্থ
আত্মবলিদানের কথা
কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
দুর্বার দুর্বার আমরা
দুর্বার আমরা মুক্তিসেনা
মুক্তির শগথে উদ্দাম
দু’পায়ে মাড়িয়ে যাই শত্রুর ঘাঁটিকে
এগিয়ে চলেছি অবিরাম॥
সাত কোটি নই মোর মুক্তির যুদ্ধে
অগণিত সাথী চিনলাম
পৃথিবীর সংগ্রামী মুক্তির সেনাকে
আমাদের রক্ত সেলাম॥
পদ্মা-মেঘনায় রক্তের ঢেউ
আমানের নাম জানি জানবে না কেউ
স্বদেশকে মোরা ভালোবাসলাম॥
রক্তের স্বাক্ষর এঁকেছি পথে পথে
রক্ত কমল পায় প্রাণ
মুজিবর মুজিবর বাংলার প্রিয় নেতা
সূর্যের অক্ষরে নাম॥
কবি প্রণোদিৎ কুমার
বড়ুয়া
দুর্বার দুর্বার আমরা কথা ও সুর - কবি প্রণোদিৎ কুমার বড়ুয়া। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন
বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই
আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
দুর্জয় মোরা সাত কোটি দুর্বার
শক্রর যত ভাঙ্গো দুর্গের দ্বার॥
বাংলা জেগেছে রক্ত শপথে আজ
কায়েম হবেই নিপীড়িত গণরাজ গণরাজ
দুশমন ঘাঁটি করে দাও চুরমার চুরমার॥
ধলেশ্বরীর বুকেতে ডেকেছে বান
ধানক্ষেতে ভাসে শুধু বারুদের গান
মুছবেই জেনো কৃষ্ণ ঘন আঁধার॥
আমরা পেয়েছি গতিবেগ মহাঝঞ্ঝার
পার হয়ে যাব রক্তের পারাবার পারাবার
সংগ্রামে অর্জিত আনবই অধিকার অধিকার॥
কবি প্রণোদিৎ কুমার
বড়ুয়া
দুর্জয় মোরা সাত কোটি দুর্বার কথা ও সুর - কবি প্রণোদিৎ কুমার বড়ুয়া।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান
দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই
গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ভায়ের মায়ের রক্ত ঝরিছে
আমার সোনার দেশে
বাংলার বুকে তমসা নেবেছে
হায়না অট্টহাসে॥

শিশুর রক্তে বহিছে বন্যা
সোনার স্বদেশ ভাসে
ধানক্ষেত আজ ভরিয়া গিয়াছে
দিন মজুরের লাশে॥

অগ্নি ছড়ায় লেলিহান শিখা
জ্বলে শুধু চারিদিকে
বাংলার বুকে ঝরিছে কান্না
ইতিহাস যাই লিখে॥

ভয় নাই ওই লক্ষ তরুণ
সেজেছে যুদ্ধ বেশে
সূর্য উঠবে আলোর শপথে
মুক্তির আকাশে॥
কবি প্রণোদিৎ কুমার
বড়ুয়া
ভায়ের মায়ের রক্ত ঝরিছে কথা ও সুর - কবি প্রণোদিৎ কুমার বড়ুয়া। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা
সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি
পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
জাগো মায়েরা আমার জাগো
জাগো বোনেরা আমার জাগো
জাগো ভাইয়েরা আমার জাগো
হাতিয়ার নাও লৌহ শপথে
শত্রু সর্বনাশে॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
সূর্য উঠেছে পূর্বদিগন্ত লাল
পদ্মা মেঘনা ঢেউ ঢেউ উত্তাল॥
মুক্ত স্বদেশ কণ্ঠে বজ্রগান
জেগেছে আজকে লক্ষ বীর জোয়ান
বিলাব আজ এখন ক্রান্তিকাল।
বন্ধু তোমার হাতিয়ার নাও হাতে
মুক্তি সূর্য উঠল নূতন প্রাতে
আলোর পরশে ছিন্ন কুয়াশা জাল॥
এবার লগ্ন নূতন যুগের তরে
দুর্গ গড়েছি তাই প্রতিটি ঘরে
অগ্নি গাহনে জ্বলছে কোটি মশাল।
কবি প্রণোদিৎ কুমার
বড়ুয়া
সূর্য উঠেছে পূর্বদিগন্ত লাল কথা ও সুর - কবি প্রণোদিৎ কুমার বড়ুয়া। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা
সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি
পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
জয় জয় দুর্জয় বাংলা
সাত কোটি জীবনের অক্ষত ঐক্যের
দুর্যোগে দুর্দিনে জাগ্রত লক্ষ্যের
জনগণ কল্যাণ সংহত সখ্যের জয়॥
প্রীতিলতা, তিতুমীর, বরকত, সূর্যের,
রুস্তম মতিউর আমাদের রক্তের
কাঞ্চন রাংলার সংগ্রামী তূর্যের জয়॥
ছাত্র ও জনতার নির্ভীক চিত্তের
মহাপ্রেম সিঞ্চিত হৃদয়ের বিত্তের
নিপীড়িত বিশ্বের মুক্তির নৃত্যের জয়॥
কবি দিলওয়ার
জয় জয় দুর্জয় বাংলা কথা - কবি দিলওয়ার। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন
প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত।
পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ওরে শোনরে তোরা শোন্‌---
মোরা সইব না সইব না সইব না
অপমান আর সইব না॥
থাকব না আর নতশিরে
ফেলব দাসের শিকল ছিঁড়ে
অথৈ রুধির ঢালব তবু---
বন্দী হয়ে রইব না॥
হিংসালোলুপ শানিত বাণ
নগ্ন যাদের দৃষ্টি
জ্বলবে তারা আবর্জনায়
দেখবে অনাসৃষ্টি॥
চাইব না আর পরের মুখে
মাটির সুধাই ভরব বুকে
প্রাণ দিতে হয় দেব তবু---
মান হারিয়ে রইব না॥
কবি রশীদ চৌধুরী
ওরে শোনরে তোরা শোন্‌ কথা ও সুর - কবি রশীদ চৌধুরী। গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
জয় জয় জয় হলো বাংলার জয়
রাত নিভে ভোর জাগে আজ আর কোনো বাধা নয়॥
রক্তের নদী আজ তরঙ্গে তোলে আহ্বান,
প্রাণে প্রাণে বাজে শত প্রলয় কলতান।
অশ্রু ঝরান দিন শেষ হয়ে যাক
ঝরে যাক যত বাধা দ্বিধা সংশয়
জাগো জাগো দুর্দাম নির্ভীক সাত কোটি প্রাণ,
কণ্ঠে তোল নবপ্রভাতের জয় গান।
মুছে যাক অতীতের বঞ্চিত দিন
বাংলা হোক আজ চির অক্ষয়॥
কবি রওশন আরা
জয় জয় জয় হলো বাংলার জয় কথা ও সুর - কবি রওশন আরা।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আমার মতন সুখী ভবে কেউ তো নাই
বাংলাদেশে জনম আমার
বাংলা ভাষায় গান যে গাই

এই ভাষাতে বইলা বুলি
দুঃখের-সুখের ব্যথা ভুলি॥
এমন মধুর ভাষা আমি
আর কোথা না শুনতে পাই॥

ছোট্ট কালে দাদা-দাদী
আদর সোহাগ করে
কত মজার কিচ্ছা কথা শুনাইয়াছে মোরে।

সোনা মানিক যাদু বলে
মা আমারে লইছে কোলে
মায়ের সুখের মিঠা বুলি
শুনতে শুনতে নিদ্রা যাই।
কবি আবদুল লতিফ
আমার মতন সুখী ভবে কেউ তো নাই কথা ও সুর - কবি আবদুল লতিফ। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান”
সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
এই ভাষাতে সারি গাইয়া চাষি কাটে ধান
এই ভাষাতে গায় যে মাঝি ভটিয়ালী গান
এই ভাষাতে শুনছি জারি
ভাইরে কি তা ভুলতে পারি
রাখতে যাইয়া এই দুনিয়ায় এই ভাষারই মান
সোনা মানিক ভাইরে যারা জীবন দিলা দান॥
গায় বয়াতি পুঁথিগাথা নাইচা নাইচা সকল ঠাঁই
তোদের কথা মনে হলে
চোখের পানি যায যে ঝরে॥
এদিন কবি তোদের তরে
হাজার সালাম দিয় যাই॥
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
তোরা কোথায় গো বাংলাবাসী
মুকিযুদ্ধে চলো যাই॥
জঙ্গীশাহী ধ্বংস করি
দেশের মান রখি ভাই, ভাইগো
মুক্তিযুদ্ধে চলো যাই॥
জঙ্গী রাজা সব হারাইছে, মুক্তিযোদ্ধা মারতে আছে রে
বুকে বড় সাহস আছে, ধন্য মুক্তিসেনা ভাই ভাইগো

ইয়াহিয়া, ভুট্টো আরো নামে টিক্কা খান
বাংলার লোভে পাপ করিয়া হারায় পাকিস্তান॥
তোরা এবার চলো সবাই
সকল দুশমনদের তাড়ই।

এবার বিশ্বজয়ী হইব মোরা
জয় বাংলার গান গাই গাই গো
মুক্তিযুদ্ধে চলো যাই।
কবি শাহ আলী
সরকার
তোরা কোথায় গো বাংলাবাসী কথা ও সুর - কবি শাহ আলী সরকার। তাঁর রচিত ও পরিবেশিত এই গানটি মুক্তিযুদ্ধের
সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ২৬ মে ১৯৭১ তারিখের প্রথম গান ছিল (তথ্যসূত্র -
সেবাহটনিউজ.অর্গ)। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ও আমার বাংলাদেশের মাঝি ভাই
জয় বাংলা বলিয়া আইসো রঙিন পাল উড়াই।
আমার বাংলাদেশের মাঝি ভাই॥
ও মাঝি ও, ওরে ছয় দাঁড়েতে নৌকা চলে
মুখে আল্লাজি॥

ওরে বাঁকা নায়ের হাল ধইরাছে
গোপালগঞ্জের মাঝি।
ও মাঝি ও, গোপালগঞ্জের নায়ের মাঝি
বাংলাদেশের নাইয়া॥

সে যেসব দুঃখীরে পার কইরা দেয়
জয় বাংলা গান গাইয়া॥
ও মাঝি ও, সে নায়েতে পার হইতে
জলদি কইরা আয়॥
ওরে অনেক দিনের স্বপ্ন ঘেরা
যাইতে সোনার গায়।
আমার বাংলাদেশের মাঝি ভাই।
অজ্ঞাত কবি
ও আমার বাংলাদেশের মাঝি ভাই কথা  - অজ্ঞাত কবি।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি
ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ
জাহিদ হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ওরে আয়রে বেলা যায় রে
মুক্তি মিছিলে এইবেলা সবে আয়॥
আমরা এসেছি ভালো যে বেসেছি দেশকে তাই
তোমাদের পাশে নব আশ্বাসে এসেছি ভাই
ওরে আয়েরে বেলা যায় রে
মুক্তি মিছিলে এই বেলা সবে আয়
শত্রু দুর্গ দলবো লক্ষ পা’য়॥
আয়রে আয়রে আয়রে॥
আকাশ বাতাস ভরছে কা’দের মরণ আর্তনাদে
আমার স্বদেশ ক্ষুধিত স্বদেশ কাঁদে
আসে মহামারী আসে মন্বন্তর---
শোষক শনিরা ভেঙেছে সোনার ঘর
দুঃখের দিন শেষ হলো বুঝি ওই
রক্ত ঊষার মুক্তি সেনারা কই---
ওরে আয়রে শোনা যায়রে মহামুক্তির আহ্বান
ওরে আয়রে বেলা যায়রে
মুক্তি মিছিলে এই বেলা সবে আয়॥
অজ্ঞাত কবি
ওরে আয়রে বেলা যায় রে কথা  - অজ্ঞাত কবি। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ
হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত
। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ও ভাই মোর বাঙালি রে।
ও ভাইরে, চতুর্দিকে জ্বলে চাঁদের বাতি
তোমার ঘরে কেনে আন্ধার রাতি॥
ভাইরে ভাই খালি করিছে নেংটি সবখান।
ভাই মোর বাঙালিরে।
ও ভাইরে, বালু তিথির পঙ্খী কান্দে
নিজের আহার পুঁজি বান্দে রে॥
ভাইরে ভাই পরের বোঝা তোমরা কদ্দিন বইবে আর।
ভাই মোর বাঙালি রে।
ও ভাইরে, এক বেলা তোমার অন্ন জোটে
পিন্দনে তোমার কাপড় কোন্ টে রে॥
ভাইরে ভাই খালি করিছে নেংটি সবখান।
ভাই মোর বাঙালি রে।
তোমার হাতে ভাইরে কোদাল কাঁচি
দেশোক পাথর ভাঙ্গীগ বাঁশের বাঁশি॥
ভাইরে ভাই তোমরা বুঝে নেও নিজের অধিকার।
ভাই মোর বাঙালি রে।
অজ্ঞাত কবি
ও ভাই মোর বাঙালি রে কথা  - অজ্ঞাত কবি। গানটি স্বাধীন বাংলা
বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী ২০১৭
সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন
প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত।
পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
দেখো ভূত পালায়রে কেচ্‌কা মাইরের ঠেলায়
বাংলাদেশোক ছাড়ি যাইতে দিশা নাহি পায়॥
টের পাইছে ভাই ইয়াহিয়া বাঙালিদের জয়,
এবার বাঙালিদের জয়॥

ধর্মের দোহাই দিয়া এখন জান বাঁচান দায়॥
বাঙালিদের মারবে বলি আসে বাংলায়
তারা আসে বাংলায়॥
এখন মাইরের ঠেলায় দিশাহারা
হইয়া কেমন পালায়!

ভিক্কার ঝুলি হাতে তারা দেশ-বিদেশে যাই।
কত মিথ্যা কথা বলে তাদের লজ্জা শরম নাই।
ঝিমাতেছে ভুট্টো এখন ভুটভুটানি নাই
তার আর ভুটভুটানি নাই॥
বাঙালিদের ভয়ে তারা ভয় পাইয়া যাই, এখন॥
অজ্ঞাত কবি
দেখো ভূত পালায়রে কেচ্‌কা মাইরের ঠেলায় কথা  - অজ্ঞাত কবি।
গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ হোসেন প্রধান
দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই
গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
বাংলার লাগি বাঙালি ভাই, জান করো আজ কোরবান
ওরে ও দেশ মায়ের সন্তান॥
আজি সকল বাঁধা পায়ে ঠেলে
আয় ছুটে সব মায়ের ছেলে॥
তোরা বৌদ্ধ, খ্রিস্ট সবে মিলে
আয়রে হিন্দু মুসলমান।
বছরের পর বছর ধরে জঙ্গীশাহীর দল
মাকে মোদের রাখলো বেঁধে পরায় শিকল।
তাই মায়ের চোখে অশ্রু ঝরে চুপ করে কি থাকি ঘরে?
ওরে পুত্র হয়ে কেমন করে সইবি মায়ের অপমান।

অনেক রক্ত দিলাম মোরা তাতে দুঃখ নাই
আরও রক্ত দিতে রাজি শত্রু নিপাত চাই॥
আজ মুক্তি যদি মিলে সবারই দেশের জন্য করবো লড়াই॥
ভাঙ্গিয়া দুশমনের বড়াই রাখবো বাংলাদেশের মান।

সাত কোটি বাঙালি মোরা কারে করি ভয়
দুশমন মারিবো মোরা জয় সুনিশ্চয়॥
অজ্ঞাত কবি
বাংলার লাগি বাঙালি ভাই কথা  - অজ্ঞাত কবি। গানটি স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে। গানটি ফেব্রুয়ারী
২০১৭ সালে প্রকাশিত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সভাপতি ডঃ জাহিদ
হোসেন প্রধান দ্বারা সম্পাদিত, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান” সংকলনের
অন্তর্ভুক্ত। পাঠক ইন্টারনেটে এই গ্রন্থটি পাবেন
“মুক্তিযুদ্ধ ই আর্কাইভ” ওয়েবসাইটে  ।
.
.
এই পাতার পশ্চাৎপটের ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু বিখ্যাত ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে বাংলাদেশের বীর নারী ও পুরুষ স্বাধীনতা সৈনিকদের ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের নিঃস্বার্থ আত্মবলিদানের কথা কখনোই ভুলবার নয়। এই পাতার গান
কবিতা ও তথ্য,
কবি-গণসঙ্গীতকার রাজেশ দত্তর গবেষণালব্ধ সংগ্রহ।
<<<দেয়ালিকার সূচীতে যেতে
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে, উঠবে জ্বলে
চিরদিন হাওয়া থেকেই জুটবে শপথ, জুটবে শপথ
জীবনের তীর থেকে উঠবে রেঙে, উঠবে রেঙে
চিরদিন আলোকের এই চলা পথ, এই চলা পথ, এই চলা পথ॥
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে, উঠবে জ্বলে
চিরদিন হাওয়া থেকেই জুটবে শপথ, জুটবে শপথ
জীবনের তীর থেকে উঠবে রেঙে, উঠবে রেঙে
চিরদিন আলোকের এই চলা পথ, এই চলা পথ, এই চলা পথ॥

যতদিন চোখে চোখে জ্বালবে আলো, জ্বালবে আলো
ওখানেই সূর্য রঙিন, সূর্য রঙিন
যতদিন চোখে চোখে জ্বালবে আলো, জ্বালবে আলো
ওখানেই সূর্য রঙিন, সূর্য রঙিন
পাখিদের গানে গানে উঠবে জেগে, উঠবে জেগে
পাখিদের গানে গানে উঠবে জেগে, উঠবে জেগে
প্রাণময় সুন্দর দিন, সুন্দর দিন, সুন্দর দিন
জনতার কল্লোলে, চলবে চলবে দুলে
জনতার কল্লোলে, চলবে চলবে দুলে
চিরদিন আমাদের এই বিজয় রথ, বিজয় রথ, বিজয় রথ॥
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে, উঠবে জ্বলে
চিরদিন হাওয়া থেকেই জুটবে শপথ, জুটবে শপথ
জীবনের তীর থেকে উঠবে রেঙে, উঠবে রেঙে
চিরদিন আলোকের এই চলা পথ, এই চলা পথ, এই চলা পথ॥
অজ্ঞাত কবি
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে - কথা: অজ্ঞাত কবি। সুরকার: সমর দাস। কণ্ঠ: সমবেত শিল্পীবৃন্দ। ভিডিওটি সৌজন্যে Neazul, Lost World YouTube Channel
১৯৭১ সালে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে সম্প্রচারিত গান। গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন
করে দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
এ মাটির বুক জুড়ে উঠবে ফলে, উঠবে ফলে
ফসলের স্বর্ণালী ধন, স্বর্ণালী ধন
এ মাটির বুক জুড়ে উঠবে ফলে, উঠবে ফলে
ফসলের স্বর্ণালী ধন, স্বর্ণালী ধন
চেতনার সূর্যশিখা তুলবে জ্বেলে,
তুলবে জ্বেলে বাসনার নব স্পন্দন, নব স্পন্দন, নব স্পন্দন
জুলুমের হাহাকারে উঠবে, উঠবে গড়ে
জুলুমের হাহাকারে উঠবে, উঠবে গড়ে
চিরদিন আমাদের এই মুক্তির পথ, মুক্তির পথ, মুক্তির পথ॥
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে, উঠবে জ্বলে
চিরদিন হাওয়া থেকেই জুটবে শপথ, জুটবে শপথ
জীবনের তীর থেকে উঠবে রেঙে, উঠবে রেঙে
চিরদিন আলোকের এই চলা পথ, এই চলা পথ, এই চলা পথ॥
আঁধারের বাঁধ ভেঙে উঠবে জ্বলে, উঠবে জ্বলে
চিরদিন হাওয়া থেকেই জুটবে শপথ, জুটবে শপথ
জীবনের তীর থেকে উঠবে রেঙে, উঠবে রেঙে
চিরদিন আলোকের এই চলা পথ, এই চলা পথ, এই চলা পথ॥
এপার বাংলার কলকাতায়, ভারতমাতার অন্যতম
শ্রেষ্ঠ সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর
মূর্তির
সামনে, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী
ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

দিল্লীর গেটওয়ে অফ ইণ্ডিয়াতে, বাংলাদেশের
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনার স্মৃতিতে
বিগত ৫০ বছর যাবৎ প্রজ্বলিত "অমর জওয়ান
জ্যোতি" নামক অনির্বাণ অগ্নিশিখাকে নিভিয়ে
দিয়ে, আমাদের ইতিহাস থেকে, মুক্তিযূদ্ধের কালে,
ভারত ও বাংলাদেশের মৈত্রী, সহযোগিতা ও
ভারতীয় সেনার আত্মবলিদান এবং ইন্দিরা গান্ধীর
অবিস্মরণীয় অবদান মুছে ফেলার বর্তমান
ভারতের ক্ষমতাসীন সরকারের আপ্রাণ চেষ্টার
প্রতিবাদে আমরা এই ছবিটি এখানে তুলে দিলাম।

মোদী সরকার বলছেন যে তাঁরা নাকি
ওই অনির্বাণ অগ্নিশিখাটিকে অন্যত্র নিয়ে গিয়ে
অন্যান্য সেনাদের সৌধের অগ্নিশিখার সঙ্গে মিলিয়ে
দিয়েছেন। যা আমরা হাস্যকর মনে করি।

দুর্ভাগ্যজনকভাবে, সারা ভারত তথা এপার
বাংলায়, দেশের শাসকদলের ছড়ানো বিদ্বেষ-বিষে
বুঁদ হয়ে থাকা নাগরিক সমাজ ও বিরোধী দলগুলি
থেকে এই সিদ্ধান্তের কোনো জোরালো প্রতিবাদ
চোখে পড়ে নি।
 
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আর কোথা নয় মা, আর নয় কোনোখানে,
বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে
মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে

কোকিলের মাসে আঁখিদের কুহুতলে আমের মুকুলে মাগো
তটিনীর কলগানে, মেঘের ভেলায়, ফুলের মেলায় শিরিশের ছায়া ঘিরে
মেঘের ভেলায়, ফুলের মেলায় শিরিশের ছায়া ঘিরে
বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে
মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে

ডাহুক যেখানে ডাক দিয়ে যায়,
ডাহুক যেখানে ডাক দিয়ে যায়, বাতাস বাজায় বাঁশী
জনমে জনমে বারে বারে যেন এই দেশে ফিরে আসি
মাগো এই দেশে ফিরে আসি
পৌষালী দিনে নতুন ঐ ধানের শীষে
শ্রাবণ ধারায় মাগো, এই আমি আছি মিশে
সেনালী ডানা চিলের পাখায়, সন্ধ্যার ছায়া ঘিরে
সেনালী ডানা চিলের পাখায়, সন্ধ্যার ছায়া ঘিরে
বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে
মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে
কবি শিবদাস
বন্দ্যোপাধ্যায়
মিলনসাগরে কবির পাতা . . .   
আর কোথা নয় মা, আর নয় - কথা: কবি শিবদাস বন্দ্যোপাধ্যায়। সুরকার: শৈলেন মুখোপাধ্যায়। কণ্ঠশিল্পী: মোহাম্মদ
আবদুল জব্বার। এই গানটি 'হিন্দুস্তান রেকর্ড কোম্পানি' থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত হয়। ভিডিওটি সৌজন্যে
Tofail Ahmed
YouTube Channel । গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে
দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। গানটি কেবল ৩ : ৩০ মিনিটের, ভিডিওটি কোনো ক্রমে ৬ : ০৭ মিনিটের হয়ে গিয়েছে!
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
মোদের বাংলা সোনার বাংলা
কি যাদু ভরা এ দেশের মাটি
স্বপ্ন মধুর সোনার বাংলার
সোনার চেয়ে আহা সে যে খাঁটি
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা

শঙ্খচিলের জল ছবি ঘিরে ঘিরে
হংস মিথুন ভাসে ধানসিড়িতীরে
হংস মিথুন ভাসে ধানসিড়িতীরে
পাতায় পাতায় ঘাসে ঘাসে
রঙ সাজানো রয়েছে পরিপাটি
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা

এ এক রূপ এ এক ছবি সারা বাংলার
এ এক রূপ এ এক ছবি সারা বাংলার
নদী মাঠে হিজল বনে, নদী মাঠে হিজল বনে
মলয় রোমে গো সমীরণে
আকাশের গায় সুনীল সরোবরে
তোমারই মুখ হেরি দুচোখ ভরে
কবি সুবোধ রায়
মোদের বাংলা সোনার বাংলা - কথা: কবি সুবোধ রায়। সুরকার: শৈলেন মুখোপাধ্যায়। কণ্ঠশিল্পী: মোহাম্মদ আবদুল জব্বার।
এই গানটি 'হিন্দুস্তান রেকর্ড কোম্পানি' থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত হয়। ভিডিওটি সৌজন্যে
Mohammed Abdul Jabbar - محمد
عبدالجبار YouTube Channel । গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন
করে দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
তোমারই মুখ হেরি দুচোখ ভরে
তহূন শীতল তার শাড়ীর আঁচল
আহা মরি যেন গো শীত পাটি
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
মোদের সোনার বাংলা মা, মোদের রূপসী বাংলা মা
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
ও মোর বাংলা রে ও মোর ভাষা রে

ও মোর বাংলা রে ও মোর ভাষা রে
তোর ভাষাতে কথা বলি শ্যামল মাটির বুকে
তোর সুরেতে গান ধরেছি কতই না সুখে রে
ও মোর বাংলা রে ও মোর ভাষা রে

বাংলা আমার নয়নমণি, বাংলা আমার ভাষা
বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার আশা রে
ও মোর বাংলা রে ও মোর ভাষা রে

তোর প্রেমেতে এত জ্বালা বুঝি নি তো আগে
তোর কথা পড়িলে মনে সদাই ব্যথা জাগে রে
বাংলা ও মোর বাংলা রে

রক্ত দিলাম জীবন দিলাম তোরে পাবার আশে
কালাম বরকত শহীদ হলো তোরে ভালোবেসে রে
ও মোর বাংলা রে ও মোর ভাষা রে
ও মোর বাংলা রে ও মোর ভাষা রে
কবি শেখ কামাল
আহমেদ
ও মোর বাংলা রে মোর ভাষা রে - কথা: কবি শেখ কামাল আহমেদ। সুর: প্রচলিত লোকগান।
কণ্ঠশিল্পী: অমর পাল। 'হিন্দুস্তান রেকর্ড কোম্পানি' থেকে প্রকাশিত এই গানটির রেকর্ড নম্বর:
INH111127841 । ভিডিওটি
সৌজন্যে
HINDUSTHAN BHAKTISAGAR  YouTube Channel । গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি
মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
আকাশ কান্দে বাতাস কান্দে যেন মণিহারা,
কান্দিয়া কান্দিয়া অন্ধ হৈল চক্ষু তারা--
তোমার লাগি দেশ কান্দে ওগো রুশেনারা*…

যতদিন ঐ মাঠে মাঠে দুলবে সোনার ধান,
ততদিন ঐ মাঝির মুখের হৈয়া রইবা গান।
তোমার নামে গান বান্ধে ঐ বাউল হাতের একতারা,
তোমার লাগি দেশ কান্দে ওগো রুশেনারা*…

রক্তের অক্ষরে নাম লিখে গেছ হায়,
ঝড়ে জলে বৃষ্টিতে যে ও নাম মোছা দায়।
কাহার ঘরের ঘরণী গো ছিলে কন্যা কার,
দেশের লোকে জানে তুমি মেয়ে যে বাংলার।
আন্ধার পথের পথিকেরে দেখায়ো পথ শুকতারা--
তোমার লাগি দেশ কান্দে ওগো রুশেনারা (রওশন আরা) @।

@ - রওশন আরা সম্বন্ধে তথ্য ---
মুক্তিযুদ্ধের ভিন্ন ছবি, চৌধুরী শহীদ কাদের, ভোরেরকাগজ.কম
কবি শিবদাস
বন্দ্যোপাধ্যায়
মিলনসাগরে কবির পাতা . . .   
আকাশ কান্দে বাতাস কান্দে যেন মণিহারা - কথা: কবি শিবদাস বন্দ্যোপাধ্যায়।
সুরকার ও শিল্পী: অমর পাল। এই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত রেকর্ড। ভিডিওটি এবং গানের কথা সৌজন্যে
Siraj
ShNai YouTube Channel । @ - রওশন আরা সম্বন্ধে তথ্য --- মুক্তিযুদ্ধের ভিন্ন ছবি, চৌধুরী শহীদ কাদের, ভোরেরকাগজ.কম
গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে
দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
দুই রঙা পতাকা উড়ায়া আসিল সুদিন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন

ও তোর জমিনদা যে মাটির দেশের সবুজ কথা কয়
মধ্যিখানে নতুন দিনের সূর্যেরই উদয়
মধ্যিখানে নতুন দিনের সূর্যেরই উদয়
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন

যে দেশেতে জন্ম নিলো বীর মুজিব ভাই
রক্ত দিল রোশেনারা @ যার তুলনা নাই
যে দেশেতে জন্ম নিলো বীর মুজিব ভাই
রক্ত দিল রোশেনারা @ যার তুলনা নাই
প্রাণ দিয়ে মান রেখে গেল রাম ও রহীম
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
ও তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন


@ - রোশেনারা - রওশন আরা সম্বন্ধে তথ্য ---
মুক্তিযুদ্ধের ভিন্ন ছবি, চৌধুরী শহীদ কাদের, ভোরেরকাগজ.কম
কবি শিবদাস
বন্দ্যোপাধ্যায়
মিলনসাগরে কবির পাতা . . .   
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন - কথা: কবি শিবদাস বন্দ্যোপাধ্যায়। সুরকার
ও শিল্পী: অমর পাল। এই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত রেকর্ড। ভিডিওটি এবং গানের কথা সৌজন্যে
HINDUSTHAN
BHAKTISAGAR YouTube Channel । @ - রওশন আরা সম্বন্ধে তথ্য --- মুক্তিযুদ্ধের ভিন্ন ছবি, চৌধুরী শহীদ কাদের, ভোরেরকাগজ.কম
গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে দিলে, আমরা
তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
বাংলাদেশ যে হইলো স্বাধীন কর রে এবার পণ
দেশের তরে আপন স্বার্থ দিয়া বিসর্জন
দেশের তরে আপন স্বার্থ দিয়া বিসর্জন
সেই পতাকা সবার উপর রাখ রে চির দিন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
দুই রঙা পতাকা উড়ায়া আসিল সুদিন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
তোরা দ্যাখ আসিয়া রে বাংলাদেশ যে হইয়াছে স্বাধীন
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর জয়
স্বাধীন হইল দেশ আমাদের জয় জয় জয়
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর জয়
স্বাধীন হইল দেশ আমাদের জয় জয় জয়
দিনে দিনে মাস গেল মাসে মাসে কাল
এই ভাবেতে পাকিস্তানের গেল কত কাল
জোর করিয়া আইউব শাহী সিংহাসন নিলো
আগরতলার মামলা যে মধ্যি ভাইঙ্গা গেল
হায় হায়, মধ্যি ভাইঙ্গা গেল
মির্জাফরের বংশধর ইয়াহিয়া খানে
উইড়া আইসা জুইড়া গিয়া বসে সিংহাসনে
মুখে মুখে গণতন্ত্র কাজে নাহি মানে
জালিম হইয়া জুলুম চালায় পূর্ব পাকিস্তানে
হায় হায় পূর্ব পাকিস্তানে
ভোটাধিকার দিতে হবে বঙ্গবন্ধুর পণ
কেল্লা ফতে খানে তখন দিল নির্বাচন
তারপরেতে দ্যাশে আইলো নির্বাচনের হোলি
রাজনৈতিক দল সকলে লাগলো ঠ্যালা ঠেলি
হায় হায় ঠ্যালা ঠেলি
কবি সফদার আলী
ভুঁইয়া
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর জয় - কথা: কবি সফদার আলী ভুঁইয়া। সুরকার: ধীর আলী মনসুর। কণ্ঠ: সমবেত
শিল্পীবৃন্দ। ১৯৭১ সালে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে সম্প্রচারিত গান। ভিডিওটি এবং গানের কথা সৌজন্যে  
DOHA FROM
BANGLADESH YouTube Channel । তথ্যসূত্র - একাত্তরের গানে বঙ্গবন্ধু, শামীম আমিনুর রহমান, সমকাল.কম। গানটির কথা শুনে শুনে
লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন। অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে দিলে, আমরা তাঁর
কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
.
ধন্য ধন্য বঙ্গবন্ধু ধন্য হইলো দ্যাশ
শাহী তখন জয় হইলো খানের দফা শ্যাষ
ইয়াহিয়া খানে তখন ভুট্টোজীরে কয়
সাধের সিংহাসন নিয়া কেমন জানি হয়
হায় হায় কেমন জানি হয়
ভোঁতা তলোয়ারে ভুট্টো নামিল ময়দানে
শড়যন্ত্র করল তারা গোপনে গোপনে
ভুট্টো টিক্কা ইয়াহিয়ায় অনেক বুদ্ধি করে
কারবালা বানাইবে তারা বাংলার ঘরে ঘরে
হায় হায় বাংলার ঘরে ঘরে
পিণ্ডিতে বসিয়া তারা লাল গোলা দিল খায়
ঝনক ঝনক পায়েল বাজে মাতালের সভায়
গেলাসে গেলাসে খাইয়া নেশায় বিভোর হয়
রেডিওর ভাষণে বটে তাল-বেতালে কয়
হায় হায় বোতল খাইয়া কয়
বাংলাদেশের দাবি দেওয়া হিসাবে না ধরে
বাঙালীকে দমন করতে গুল্লির আদেশ করে
টক মিষ্টি শেষ করিয়া খাইলো এবার ঝাল
ভুট্টোর বুদ্ধিতে খানে দিল লম্বা ফাল
হায় হায় দিল লম্বা ফাল
পরিষদের অধিবেশন বাতিল কৈরা দিলো
বর্তমা আর ভবিষ্যতের চিন্তা না করিলো
বঙ্গবন্ধুর ভাষণেতে সাড়া পড়লো দ্যাশে
হরতাল আর অসহযোগ শুরু হইলো সাথে
হায় হায় শুরু হইলো সাথে
পাকিস্তানের হুকুমতে মানতা নেহি হ্যায়
বাঙালীরা কেমন বীর জানতা নেহি হ্যায়
জানিয়া শুনিয়া যখন বুঝিয়া সে নিলো
জল্লাদেরও প্রধান গণি বাংলাদেশে আইলো
হায় হায় বাংলাদেশে আইলো
একে একে অনেক জল্লাদ,
জল্লাদ বাংলাদেশে আইলো
বঙ্গবন্ধুর সনে তারা দরশন দিলো রে
প্রাণ আমার যায় যায় রে

গোলা বারুদ আনলো তারা, শুধু মুখেই আলোচনা
সময় কাটাইয়া দিলো করে টাল বাহানা রে
প্রাণ আমার যায় যায় রে
সুযোগ বুঝে ইয়াহিয়া, হায়রে পিণ্ডি চইলা গেলো
জালিম জল্লাদ টিক্কা খানে বাংলায় রইয়া গেলো রে
প্রাণ আমার যায় যায় রে
লক্ষ সৈনিক সাজাইলো,
হায় হায় সাজলো শত দলে
চব্বিশ ঘন্টায় বাঙ্গালীকে দমন করবে বলে রে
প্রাণ আমার যায় যায় রে
ঝাঁপাইয়া পড়িলো জল্লাদ শহরে শহরে
মানুষ মারিলো তারা কাতারে কাতারে
বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করিল
শৃগাল হইয়া সিংহকে ফান্দেতে পুরিলো
লুণ্ঠন করিলো তারা বাঙ্গালীর ধন
পারলো না ছিনাইয়া নিতে বাঙ্গালীর মন
লাখো লাখো মা বোনেদের ইজ্জত লুঠিলো
মানুষের ধর্মাধর্ম নাহি যে মানিলো
আরে নাদির শাহীর বিভীষিকা হইয়া গেলো পার
বীর বাঙালী অস্ত্র ধরে হাতে হাতিয়ার
দানবের মতো জল্লাদ মানব মারিলো
পাইকারী হারে তারা ব্যাভিচার করিলো
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর জয়
স্বাধীন হইল দেশ আমাদের জয় জয় জয়
বলো বাংলাদ্যাশের জয়
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর জয়
স্বাধীন হইল দেশ আমাদের জয় জয় জয়
বলো বাংলাদ্যাশের জয়

লক্ষ লক্ষ বাড়ী ঘর, হায় হায় পুইড়া করলো ছাই
তিরিশ লক্ষ মারলো মানুষ কোনো বিচার নাই
ও রে জান আমার যায় যায় রে
কোটি লোকে ভারতবর্ষে. হায় হায় পালাইয়া গেলো
ভারত মাতা সদয় হইয়া ভরণ পোষণ দিলো রে
প্রাণ আমার যায় যায় রে
মাতা হারা খোকা খুকী, হায় হায় পিতাহারা পুত্র
প্রাণের ভয়ে কাইন্দা বেড়ায়, দ্যাশের সর্বত্র রে
প্রাণ আমার যায় যায় রে
এসো খোকা এসো হে খুকী, হায় রে কেঁদো না আর তুমি
তোমার পিতা তোমার মাতা এই জন্ম ভূমি রে
প্রাণ আমার যায় যায় রে

জনগণের সমর্থনে নিসাব (?) হলো যারা
পাক সরকারের মতে নাকি দেশদ্রোহী তারা
প্রতিশোধ নিতে হবে মাইরা হানাদার
বন্দুক শিখিয়া লও হে সবাই একবার
হায় হায় সবাই একবার
চার দিক হইতে মুক্তিরা দলে দলে আইলো
জল্লাদ বাহিনী বলে খাইলো রে খাইলো
কোথা হইতে আসি বিচ্ছু কোথা চইলা যায়
খানসেনারা চেষ্টা কইরা ধরতে নাহি পায়
হায় হায় ধরতে নাহি পায়
হঠাৎ কইরা গুরুম গুরুম দারুম দুরুম দিয়া
তবু তো জল্লাদ বাহিনী ফেলিলো গুঁতাইয়া
আহু আহু কাহু আহু নিয়াজি ফোন করে
হুয়াক্কা হুয়া বইলা খানে চিৎকার করে
হায় হায় খানে চিৎকার করে
কি হইলো কি হইলো কহ গো বাবাজী
বাঙ্গালীকে মারতে গিয়া কি হইয়াছে আজি
যাহা চাও তাহা দিব বলো সমাচার
বাঙ্গালীকে মাইরা মাইরা করো ছাড়খার
হায় হায় করো ছাড়খার
হ্যালো হ্যালো হ্যালো স্যার কৈসে মারেঙ্গে
মুক্তি ফৌজ আ হিয়া হ্যায় কৈসে লড়েঙ্গে
লড়তে রহো জং করেগা ইণ্ডিয়া কে সাথ
থোড়ি দিন মে তোড়েঙ্গে হাম ইণ্ডিয়া কী দাঁত
হায় হায় ইণ্ডিয়া কী দাঁত
এত্তা গিয়া ইয়াহিয়া জং শুরু করে
মিত্র শক্তি এক সাথে একই রঙ ধরে
ঠ্যালার নাম বাবাজী এমন দিলো ঠ্যালা
বেদতিক হইয়া কান্দে ইয়াহিয়ার চ্যালা
হায় হায় ইয়াহিয়াক চ্যালা
হায় রে হায় দুঃখে পরাণ যায়
বিবাদে পড়িয়া কান্দে ছ্যাদা মালিক হায়
মরি হায় রে হায়
নিয়াজী পিয়াজীর হইলো হালুয়াটা টাইট
ইয়াহিয়ার আদেশে আর করবে না সে ফাইট
হায় হায় করবে না সে ফাইট
হায় হায় টিক্কা খানের হুক্কা ভাইঙ্গাছে
ইয়াহিয়া উল্টা গিয়াছে
ওরে কামান বন্দুক মেশিন গানে এইডা কি যা কইরাছে
ইয়াহিয়া উল্টা গিয়াছে
শুনতেনগী বুঝতেনগী দ্যাখেনগী ভাই সবে
ইয়াহিয়া উল্টা গিয়াছে, ইয়াহিয়া উল্টা গিয়াছে
রাজ্য গেল ইজ্জ্ৎ গেল গেল ইয়াহিয়া
বঙ্গবন্ধু বঙ্গভূমি আসিলেন ফিরিয়া
সবার উপর মানুষ সত্য তার উপরে নাই
এই কথা সর্ব লোকে সর্বকালে কয়
বলো বাংলাদ্যাশের জয়
বলো বাংলাদ্যাশের জয়
বলো বাংলাদ্যাশের জয়
<<<দেয়ালিকার সূচীতে যেতে
এই পাতার
পশ্চাৎপটের ছবিটি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের
কিছু বিখ্যাত
ছবির কৃষ্ণকায় করা
কোলাজ! রয়েছে
বাংলাদেশের বীর নারী ও
পুরুষ স্বাধীনতা সৈনিকদের
ছবির পাশে ভারতীয়
সেনাবাহিনীর ছবিও, যাঁদের
নিঃস্বার্থ আত্মবলিদানের
কথা কখনোই ভুলবার নয়।
এই পাতার গান কবিতা ও
তথ্য,
কবি-গণসঙ্গীতকার
রাজেশ দত্তর গবেষণালব্ধ
সংগ্রহ।
HOME
বাংলা প্রথম পাতা। HOME BANGLA
১৯৭১ সালে লন্ডনে দি ডেকা রেকর্ড কোম্পানির আরগো বিভাগ
থেকে 'মিউজিক ফ্রম বাংলাদেশ' নামে একটি এপি রেকর্ড বের
করেন দ্বীবেন ভট্টাচার্য্য। তাতে বাংলাদেশের  চট্টগ্রামের  
সন্দ্বীপের মুক্তিযোদ্ধা কবিয়াল মোহাম্মদ সফির  স্বাধীনতা
সংগ্রামে যুদ্ধ করার প্রত্যয় নিয়ে কোনো বাদ্যযন্ত্র  ছাড়াই
স্বকণ্ঠের একটি গান গেয়েছিলেন যা ওই রেকর্ডে সন্নিবেশিত  
হয়েছে।

রেকর্ডের কভারে গানটির বিষয়ে লেখা আছে
- The singer  
tells of the determination and resolution of  the  
seventy million Bengalies- Òwe shall not cease
fighting our war of independenceÓ the Bengali, he
declares, will rise up, under their leader Shikh Mujib
and throw off their oppressors.

“আমরা ছাড়বো না ছাড়বো না” খালি কণ্ঠের এই গানটি  
বাংলাদেশের অনেক মানুষই হয়তো শুনে থাকবেন। দীর্ঘ এই
গানটি পরে সম্ভবত কোনো প্রামাণ্যচিত্রে ব্যবহার করা হয়েছিল।

তথ্যসূত্র -
একাত্তরের গানে বঙ্গবন্ধু, শামীম আমিনুর রহমান,
সমকাল.কম
চারণকবি শাহ
বাঙালী
বা মোহাম্মদ
সফি
আমরা ছাড়বো না ছাড়বো না - কথা: মোহাম্মদ সফি বা চারণকবি শাহ বাঙালী। বাংলাদেশের
চট্টগ্রামের সন্দ্বীপের মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা "শাহ বাঙালি"র কণ্ঠে এই লোকপ্রিয়
মুক্তিযুদ্ধের গান। ভিডিওটি সৌজন্যে
badshahiron YouTube Channel । ফেসবুকে কবির লাইভ পার্ফর্মেন্সের ভিডিও
দেখার জন্য
এখানে ক্লিক করুন . . . । গানটির কথা শুনে শুনে লেখা, তাই অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি মার্জনা করে দেবেন।
অনুগ্রহ করে কেউ ভুলভ্রান্তি সংশোধন করে দিলে, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
মরা ছাড়বো না, ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
সাত কুটি (কোটি) বাঙ্গালী
এবার করছি মরণ পণ
স্বাধীনতা ছিনায়ে
আনবো জনমের মতন
বইসে থাকবো না, থাকবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

জীবন দিছি, রক্ত দিছি
দিব জীবন আরো
তবু বলবো, বেইমানের দল
সোনার বাংলা ছাড়ো
নিতে দেবো না, দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
আমরা ছাড়বো না, ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

কে বা হিন্দু, কে বা মুসলিম
এ সকল যাও ভুলি
জন্মগত হিন্দু মুসলিম
জাতে হয় বাঙ্গালী
বিভেদ চলবে না. চলবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥
.
১৯৭১ সালে লন্ডনে দি ডেকা রেকর্ড কোম্পানির আরগো বিভাগ থেকে 'মিউজিক ফ্রম  বাংলাদেশ'
নামে একটি এপি রেকর্ড বের করেন দ্বীবেন ভট্টাচার্য্য। তাতে বাংলাদেশের চট্টগ্রামের  সন্দ্বীপের
মুক্তিযোদ্ধা কবিয়াল মোহাম্মদ সফির স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করার প্রত্যয় নিয়ে কোনো বাদ্যযন্ত্র
ছাড়াই স্বকণ্ঠের একটি গান গেয়েছিলেন যা ওই রেকর্ডে সন্নিবেশিত  হয়েছে।

রেকর্ডের কভারে গানটির বিষয়ে লেখা আছে
- The singer  tells of the determination and
resolution of  the  seventy million Bengalies- Òwe shall not cease fighting our war
of independenceÓ the Bengali, he declares, will rise up, under their leader Shikh
Mujib and throw off their oppressors.

“আমরা ছাড়বো না ছাড়বো না” খালি কণ্ঠের এই গানটি  বাংলাদেশের অনেক মানুষই হয়তো শুনে
থাকবেন। দীর্ঘ এই গানটি পরে সম্ভবত কোনো প্রামাণ্যচিত্রে ব্যবহার করা হয়েছিল। তথ্যসূত্র -
একাত্তরের গানে বঙ্গবন্ধু, শামীম আমিনুর রহমান, সমকাল.কম
এপার বাংলা ওপার বাংলা
নয় রে ব্যবধান
মইধ্যে একটু জলস্রোত,
তলে মাটির কানেকশান
খানে জানো না, জানো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

খানের আছে আর্মি পুলিশ
কামান আর ওই বিমান
বাঙ্গালীর একতা আছে
আরও আছে ইমান
আমরা ডরাই না, ডরাই না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না
আমরা ছাড়বো না, ছাড়বো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

ছলেবলে চব্বিশ বছর
বাংলা খাইলা চুষি
জাতি রে বাঁচাইতে যাইয়া
মুজিব হইলো দুষী (দোষী)
তোমরা জানো না, জানো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥
জোর-জবরে শ্যাখ মুজিবকে
দিতে চাইছো ব্যথা
আসলে বানাইয়া দিছো আন্তর্জাতিক ন্যাতা
কারবার মন্দ না, মন্দ না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

বাঙ্গালী নয় মোটা তাজা হাতি মইষের মত
তবুও বাঙ্গালী জাতি কৌশলে উন্নত
খানে বুঝে না, বুঝে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

মোটা মোটা খানসেনারা
তালগাছ সম লম্বা
ক্যাছকা মাইরে ভাইঙ্গা পড়ে
হাওড়া পুলের খাম্বা
তোমরা দ্যাখো না, দ্যাখো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

বাঙালীরা গাভী পালে
গাইরে খাওয়ায় ঘাস
পশ্চিমারা দুধ খাইয়াছো
এই তো ইতিহাস
খেতে দেবো না, দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥
আমার হাঁসে আন্ডা পাড়ে
কার বিড়ালে খায়
মুক্তিযোদ্ধা ভাইরা এবার
বিড়াল ধরতে চায়
বিড়াল বাঁচবে না, বাঁচবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

বাঙ্গালীরা বাগান লাগায়
তাতে ধরে ফল
আমার ফসল খাইয়া
গেল লাল বাদুড়ের দল
খেতে দেবো না, দেবো না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

বাংলার সম্পদ খাইয়া
জিহ্বা লম্বা হইয়া গেছে
জিহ্বা কাটার অস্ত্র এইবার
মুক্তিযোদ্ধা নিছে
জিহ্বা থাকবে না,
থাকবে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥
সন্দ্বীপের গর্ব শব্দ সৈনিক শাহ্ বাঙ্গালীর অনুষ্ঠানের ভিডিও
শব্দ সৈনিক শাহ্ বাঙ্গালীর গানের সম্পূর্ণ রেকর্ডিং
সাত কুটি (কোটি) ওই নর-নারী
হইয়েছে তৈয়ার
দুঃখের সিন্ধু বঙ্গবন্ধু
কইরা দিবে পার
কীসের ভাবনা, ভাবনা
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

ভারতবাসীর কথা শুইনলে
খানে করে রাগ
দেশের করছিলি সীমারেখা
মানুষ হয়নি ভাগ
ব্যাটা জানে না, জানে না
মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না॥

ঃঃঃঃঃঃঃঃঃঃ
মুক্তিযুদ্ধের সঙ্গে সংকলক, কবি গণসঙ্গীতকার রাজেশ দত্তর কী সম্পর্ক?
মুক্তিযুদ্ধের সঙ্গে মিলনসাগর.কম এর পরিচালক মিলন সেনগুপ্তর কী সম্পর্ক?
মুক্তিযুদ্ধের সঙ্গে সংকলক, কবি গণসঙ্গীতকার রাজেশ দত্তর কী সম্পর্ক?
মুক্তিযুদ্ধের সঙ্গে মিলনসাগর.কম এর পরিচালক মিলন সেনগুপ্তর কী সম্পর্ক?