সত্যবতী
জন্ম থেকে প্রতারিত চরিত্র, একদিন নির্ধারণ করে ভারত-ভাগ্য। অথচ, প্রচারের আলোয় আছে দ্রৌপদী। টিভি সিনেমা নাটক কবিতা ... দ্রৌপদী সব জায়গায়। সত্যবতী কোথাও নেই। কুন্তী অথবা গান্ধারী -- আছেন তাঁরা সগৌরবে। সত্যবতী? মৎসগন্ধা থেকে পদ্মগন্ধা -- জেলেনী থেকে মহারানি -- নাহ। তাঁর কথা কেউ বলে না। --- জয়তী রায়
প্রকাশক :: পত্রভারতী, প্রচ্ছদ : কৃষেন্দু মন্ডল।