এই কবিতাগুলি সংগ্রহ ও উত্সসন্ধান করে বিশ্বভারতীর গ্রন্থবিভাগকে নিঃশর্ত সমর্পন করেছেন সুভদ্রা গুপ্ত। তিনি এই কবিতা গুলি পুনঃপ্রকাশিত করেন, তাঁরই সম্পাদিত পত্রিকা “কথাজাতক” এর দ্বিতীয় সংকলন গ্রীষ্ম ১৪০৯ সংখ্যায়। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ মিলনসাগরে এই কবিতাগুলি পুনঃপ্রকাশিত করার অনুমতি দেবার জন্য।
|
|