রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
Gitanjali by Rabindra Nath Tagore
The Nobel Prize for literature in 1913 was awarded to Tagore for his book of poems Gitanjali (Song Offerings)
...
বাংলায় গীতাঞ্জলি প্রকাশিত হয় শান্তিনিকেতন থেকে ১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে ১৫৭টি গান নিয়ে | পরে ১লা নভেম্বর ১৯১৩ সালে
লণ্ডনের ইণ্ডিয়া সোসাইটি থেকে একই নামে ইয়েটস এর লেখা ভূমিকা নিয়ে রবীন্দ্রনাথের নিজের ইংরেজীতে অনুবাদ করা বইটি
প্রকাশিত হয় ১০৩টি গান নিয়ে, যার মধ্যে ৫৩টি গান বাংলা গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছিল |  এই ইংরেজী বইটির জন্যই তিনি
১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন |

Tagore's Gitanjali(Song Offerings) was first published from Shantiniketan in West Bengal, India in 1912 in
Bengali. It contained 157 songs. Later on the English translation, by Tagore himself, of the Bengali book with
the same name, with an introduction by W.B. Yeats, was published from India Society, London on 1st Nov
1912. The book contained 103 songs out of which 53 were taken from the Bengali version. Gitanjali in English
earned Tagore The Nobel Prize in 1913.
....
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১৮

.         উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
.         ওই-যে তিনি, ওই-যে বাহির পথে |
আয় রে ছুটে, টানতে হবে রশি---
ঘরের কোণে রইলি কোথায় বসি |
ভিড়ের মধ্যে ঝঁপিয়ে পড়ে গিয়ে
.         ঠাঁই করে নে রে কোনোমতে |

.         কোথায় কী তোর আছে ঘরের কাজ
.         সে-সব কথা ভুলতে হবে আজ |
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্ রে টেনে আলোয় অন্ধকারে
.         নগর-গ্রামে অরণ্যে পর্বতে |

.         ওই-যে চাকা ঘরছে ঝনঝনি,
.         বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি |
রক্তে তোমার দুলছে নাকি প্রাণ |
গাইছে না মন মরণজয়ী গান ?
আকাঙ্খা তোর বন্যাবেগের মতো |
.         ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে |

.                                **************
গোরাই
২৬ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৯১

এই করেছ ভালো, নিঠুর
.            এই করেছ ভালো |
এমনি করে হৃদয়ে মোর
.            তীব্র দহন জ্বালো |
.                        আমার এ ধূপ না পোড়ালে
.                        গন্ধ কিছুই নাহি ঢালে,
.                        আমার এ দীপ না জ্বালালে
.                                 দেয় না কিছুই আলো |

যখন থাকে অচেতনে
.            এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব,
.            সেই তো পুরস্কার |
অন্ধকারে মোহে লাজে
.                        চোখে তোমায় দেখি না যে,
.                        বজ্রে তোলো আগুন ক'রে
.                                  আমার যত কালো |

.                                **************
৪ আষাঢ় ১৩১৭                                           
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                                   Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮২

এই      জ্যোত্স্নারাতে জাগে আমার প্রাণ ;
.         পাশে তোমার হবে কি আজ স্থান---
.                 দেখতে পাব অপূর্ব সেই মুখ,
.                 রইবে চেয়ে হৃদয় উত্সুক,
.                 বারে বারে চরণ ঘিরে ঘিরে
.                        ফিরবে আমার অশ্রুভরা গান ?

.                সাহস করে তোমার পদ্মমূলে
.                আপনারে আজ ধরি নাই যে তুলে,
.                পড়ে আছি মাটিতে মুখ রেখে
.                        ফিরিয়ে পাছে দাও এ আমার দান |

.                আপনি যদি আমার হাতে ধরে
.                কাছে এসে উঠতে 'বল মোরে
.                তবে প্রাণের অসীম দরিদ্রতা
.                        এই নিমেষেই হবে অবসান |

.                                **************
বোলপুর
২৯ জৈষ্ঠ ১৩১৭                                            
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                                   Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩০

এই তো তোমার প্রেম, ওগো
.           হৃদয়হরণ,
এই-যে পাতায় আলো নাচে
.           সোনার বরণ |
.                    এই-যে মধুর আলস-ভরে
.                    মেঘ ভেসে যায় আকাশ-'পরে,
.                    এই-যে বাতাস দেহে করে
.                             অমৃতক্ষরণ---
.                    এই তো তোমার প্রেম, ওগো
.                             হৃদয়হরণ !

প্রভাত আলোর ধারায় আমার
.          নয়ন ভেসেছে |
এই তোমারি প্রেমের বাণী
.          প্রাণে এসেছে |
.                    তোমারি মুখ ওই নুয়েছে,
.                    মুখে আমার চোখ থুয়েছে,
.                    আমার হৃদয় আজ ছুঁয়েছে
.                              তোমারি চরণ |

.                                **************
১৬ ভাদ্র ১৩১৬                                             
গীতাঞ্জলির সূচির পাতায়
.                     Tagore's translation of this song for Gitanjali(English)
.                                                                                      Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৪১

এই মলিন বস্ত্র ছাড়তে হবে
.         হবে গো এইবার---
আমার এই মলিন অহংকার---
.         দিনের কাজে ধুলা লাগি
.         অনেক দাগে হল দাগি,
.         এমনি তপ্ত হয়ে আছে
.              সহ্য করা ভার |
আমার এই মলিন অহংকার |

এখন তো কাজ সাঙ্গ হল
দিনের অবসানে,
হল রে তাঁর আসার সময়,
আশা এল প্রাণে |
.         স্নান করে আয় এখন তবে,
.         প্রেমের বসন পড়তে হবে,
.         সন্ধ্যাবনের কুসুম তুলে
.                গাথতে হবে হার |
ওরে আয়,  সময় নেই যে আর |

.                                **************
১৯ আশ্বিন ১৩১৬                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                                  Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০২

.        এই মোর সাধ যেন এ জীবন মাঝে
.        তব আনন্দ মহা সংগীতে বাজে |
তোমার আকাশ, উদার আলোকধারা,
দ্বার ছোটো দেখে ফেরে না যেন গো তারা---
ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে
.        অন্তরে মোর নিত্য নূতন সাজে |

.        তব আনন্দ আমার অঙ্গে মনে
.        বাধা যেন নাহি পায় কোনো আবরণে |
তব আনন্দ পরম দুঃখে মম
জ্বলে উঠে যেন পুণ্য-আলোক-সম,
তব আনন্দ দীনতা চূর্ণ করি
.        ফুটে উঠে ফেটে আমার সকল কাজে |    

.                                **************
১৩ আষাঢ় ১৩১৭                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                                   Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৬৪

একটি একটি করে তোমার
পুরানো তার খোলো,
সেতারখানি নূতন বেঁধে তোলো |
.                         ভেঙে গেছে দিনের মেলা,
.                         বসবে সভা সন্ধ্যেবেলা,
.                         শেষে সুর যে বাজাবে তার
.                                    আসার সময় হল---
.                         সেতারখানি নূতন বেঁধে তোলো |

দুয়ার তোমার খুলে দাও গো
আঁধার আকাশ-'পরে
সপ্ত লোকের নীরবতা
আসুক তোমার ঘরে |
.                          এতদিন যে গেয়েছ গান
.                          আজকে তারই হোক অবসান,
.                          এ যন্ত্র যে তোমার যন্ত্র
.                                    সেই কথাটাই ভোলো |
.                          সেতারখানি নূতন বেঁধে তোলো |


.                                **************
১৩ আষাঢ় ১৩১৭                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                                   Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪৮

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে |
.           ঘন শ্রাবণ-মেঘের মতো
.           রসের ভারে নম্র নত
একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্ তব ভবন-দ্বারে |

.           নানা সুরের আকুল ধারা
.           মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে |

.           হংস যেমন মানস-যাত্রী
.           তেমনি সারা দিবস-রাত্রী
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে |


.                                **************
২৩ শ্রাবণ ১৩১৭                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                  Tagore's translation of this song for Gitanjali(English)
.                                                                                 Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০৩

একলা আমি বাহির হলেম
.            তোমার অভিসারে,
সাথে সাথে কে চলে মোর
.            নীরব অন্ধকারে |
ছাড়াতে চাই অনেক করে,
ঘুরে চলি, যাই যে সরে,
মনে করি আপদ গেছে---
.            আবার দেখি তারে |

ধরণী সে কাঁপিয়ে চলে,
.            বিষম চঞ্চলতা |
সকল কথার মধ্যে সে চায়
.            কইতে আপন কথা |
সে যে আমার আমি, প্রভু,
লজ্জা তাহার নাই যে কভু---
তারে নিয়ে কোন লাজে বা
.            যাব তোমার দ্বারে |

.              **************
১৪ আষাঢ় ১৩১৭                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                  Tagore's translation of this song for Gitanjali(English)
.                                                                                 Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮৫

.            একা আমি ফিরবো না আর
.                      এমন করে---
.            নিজের মনে কোণে কোণে
.                    মোহের ঘোরে |
তোমায়    একলা বাহুর বাঁধন দিয়ে
.            ছোটো করে ঘিরতে গিয়ে
.            আপনাকে যে বাঁধি কেবল
.                    আপন ডোরে |

.            যখন আমি পাব তোমায়
.                    নিখিল-মাঝে
.            সেই খনে হৃদয় পাব
.                    হৃদয় রাজে |
এই         চিত্ত আমার বৃন্ত কেবল,
.            তারি 'পরে বিশ্বকমল---
.            তারি 'পরে পূর্ণ প্রকাশ
.                   দেখাও মোরে |

.                     **************
২ আষাঢ় ১৩১৭                                           
গীতাঞ্জলির সূচির পাতায়
.                          .                                         Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫৯

এবার    নীরব করে দাও হে তোমার
.               মুখর কবিরে,
তার     হৃদয়-বাঁশি আপনি কেড়ে
.               বাজাও গভীরে |
.                      নিশীথরাতের নিবিড় সুরে
.                      বাঁশিতে তান দাও হে পুরে,
.                      যে তান দিয়ে অবাক কর
.                              গ্রহশরীরে |

.         যা-কিছু মোর ছড়িয়ে আছে
.                 জীবন মরণে,
.         গানের টানে মিলুক এসে
.                 তোমার চরণে |
.                       বহুদিনের বাক্যরাশি
.                       এক নিমেশে যাবে ভাসি,
.                       একলা বসে শুনব বাঁশি
.                              অকূল তিমিরে |

.                              **************
চৈত্র ১৩১৬                                               
গীতাঞ্জলির সূচির পাতায়
.                          .                                     Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩৫

এসো হে এসো, সজল ঘন,
.        বাদল-বরিষনে---
বিপুল তব শ্যামল স্নেহে
.        এসোহে জীবনে |
.                 এসো হে গিরিশিখর চুমি,
.                 ছায়ায় ঘিরি কাননভূমি---
.                 গগন ছেয়ে এসো হে তুমি
.                       গভীর গরজনে |

ব্যথিয়ে উঠে নীপের বন
.     পুলক ভরা ফুলে |
উছলি উঠে কলরোদন
.     নদীর কূলে কূলে |
.                 এসো হে এসো হৃদয়ভরা,
.                 এসো হে এসো পিপাসাহরা,
.                 এসো হে আঁখি-শিতল-করা,
.                        ঘনায়ে এসো মনে |

.                              **************
১৭ ভাদ্র ১৩১৬                                          
গীতাঞ্জলির সূচির পাতায়
.                          .                                      Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩৫

ওই রে তরী দিল খুলে |
তোর বোঝা কে নেবে তুলে |
.          সামনে যখন যাবি ওরে
.          থাক্-না পিছন পিছে পড়ে---
.          পিঠে তারে বইতে গেলি,
.                 একলা পড়ে রইলি কূলে |

.          ঘরের বোঝা টেনে টেনে
.          পারের ঘাটে রাখলি এনে,
.          তাই-যে তোরে বারে বারে
.                 ফিরতে হল গেলি ভুলে |

.          ডাক্ রে আবার মাঝিরে ডাক্,
.          বোঝা তোমার যাক ভেসে যাক,
.          জীবনখানি উজাড় করে
.                 সঁপে দে তার চরণমূলে |

.                              **************
তিনধরিয়া
১৮ জৈষ্ঠ ১৩১৭                                            
গীতাঞ্জলির সূচির পাতায়
.                          .                                       Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১৬

ওগো আমার এই জীবনের
.            শেষ পরিপূর্ণতা
মরণ, আমার মরণ, তুমি
.            কও আমারে কথা |
সারা জনম তোমার লাগি
প্রতিদিন যে আছি জাগি,
তোমার তরে বহে বেড়াই
.            দুঃখসুখের ব্যথা |
মরণ, আমার মরণ, তুমি
.            কও আমারে কথা |

যা পেয়েছি, যা হয়েছি,
.            যা কিছু মোর আশা,
না জেনে ধায় তোমার পানে
.             সকল ভালোবাসা |
মিলন হবে তোমার সাথে
একটি শুভ দৃষ্টিপাতে,
জীবনবধূ হবে তোমার
.             নিত্য-অনুগতা |
মরণ, আমার মরণ, তুমি
.            কও আমারে কথা |

বরণমালা গাঁথা আছে
.            আমার চিত্ত মাঝে,
কবে নীরব হাস্যমুখে
.            আসবে বরের সাজে |
সেদিন আমার রবে না ঘর,
কেই-বা আপন কেই-বা অপর,
বিজন রাতে পতির সাথে
.             মিলবে পতিব্রতা |
মরণ, আমার মরণ, তুমি
.            কও আমারে কথা |

.              **************
শিলাইদহ
২৬ আষাঢ় ১৩১৭                                       
গীতাঞ্জলির সূচির পাতায়
.                  Tagore's translation of this song for Gitanjali(English)
.                         .                                                    Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭১

ওগো মৌন, না যদি কও
.         নাই কহিলে কথা |
বক্ষ ভরি বইব আমি
.         তোমার নীরবতা |
.                      স্তব্ধ হয়ে রইব পড়ে
.                      রজনী রয় যেমন করে
.                      জ্বালিয়ে তারা নিমেষহারা
.                                ধৈর্যে অবনতা |

হবে হবে প্রভাত হবে,
.          আঁধার যাবে কেটে |
তোমার বাণী সোনার ধারা
.          পড়বে আকাশ ফেটে |
.                      তখন আমরা পাখির বাসায়
.                      জাগবে কি গান তোমার ভাষায় |
.                      তোমার তানে ফোটাবে ফুল
.                                 আমার বনলতা?

.                                    **************

তিনধরিয়া
১৮ জৈষ্ঠ ১৩১৭                                       
গীতাঞ্জলির সূচির পাতায়
.                Tagore's translation of this song for Gitanjali(English)
.                         .                                                   Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪০

ওরে মাঝি, ওরে আমার
.      মানবজন্মতরীপ মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে
.      পারের বাঁশি উঠছে বাজি |
তরী কি তোর দিনের শেষে
ঠেকবে এবার ঘাটে এসে |
সেথায় সন্ধ্যা-অন্ধকারে
.       দেয় কি দেখা প্রাদীপরাজি |

যেন আমার লাগছে মনে,
মন্দমধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার
.       আঁধার বেয়ে আসছে আছি |

আসার বেলায় কুসুমগুলি
কিছু এনেছিলাম তুলি,
যেগুলি তার নবীন আছে
.        এইবেলা নে সাজিয়ে সাজি |

.                                **************

১৮ শ্রাবণ ১৩১৭                                      
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                              Gitanjali (English) index page
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩

কত অজানারে জানাইলে তুমি,
.      কত ঘরে দিলে ঠাঁই---
দূরকে করিলে নিকট, বন্ধু,
.      পরকে করিলে ভাই |
.                পুরানো আবাস ছেড়ে যাই যবে
.                মনে ভেবে মরি কী জানি কী হবে,
.                নূতনের মাঝে তুমি পুরাতন
.                               সে কথা যে ভুলে যাই |
.                দূরকে করিলে নিকট, বন্ধু,
.                               পরকে করিলে ভাই |

জীবনে মরণে নিখিল ভুবনে
.       যখনি যেখানে লবে,
চিরজনমের পরিচিত ওহে,
.       তুমিই চিনাবে সবে |
.                 তোমারে জানিলে নাহি কেহ পর,
.                 নাহি কোনো মানা, নাহি কোনো ডর,
.                 সবারে মিলায়ে তুমি জাগিতেছ---
.                                দেখা যেন সদা পাই |
.                 দূরকে করিলে নিকট, বন্ধু,
.                                পরকে করিলে ভাই |

.                                **************

১৩১৩                                              
গীতাঞ্জলির সূচির পাতায়  
.            
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                           Gitanjali (English) index page
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮৩

কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
.       যাব     অকারণে ভেসে কেবল ভেসে,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
.       কোথায় যেতেছি কোন্ দেশে সে কোন্ দেশে |
.                 কূলহারা সেই সমুদ্র-মাঝখানে
.                 শোনাব গান একলা তোমার কানে,
.                 ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা
.          আমার          সেই রাগিণী শুনবে নীরব হেসে |

আজও সময় হয় নি কি তার, কাজ কি আজে বাকি |
.          ওগো           ওই-যে সন্ধ্যা নামে সাগরতীরে |
মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি
.       আপন   কুলায়-মাঝে সবাই এল ফিরে |
.                 কখন তুমি আসবে ঘাটের 'পরে
.                 বাঁধনটুকু কেটে দেবার করে |
.                 অস্তরবির শেষ আলোটির মতো
.          তরী         নিশীথ-মাঝে যাবে নিরুদ্দেশে |

.                                **************

বোলপুর
৩০ জৈষ্ঠ ১৩১৭                                  
গীতাঞ্জলির সূচির পাতায়
.            Tagore's translation of this song for Gitanjali (English)
.                                         Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৬৫

কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে---
.      সে তো    আজকে নয় সে আজকে নয় |
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে---
.      সে তো    আজকে নয় সে আজকে নয় |
.              ঝর্না যেমন বাহিরে যায়,
.              জানে না সে কাহারে চায়,
.              তেমনি করে ধেয়ে এলেম
.                     জীবনধারা বেয়ে---
সে তো    আজকে নয় সে আজকে নয় |

.              কতই নামে ডেকেছি যে,
.              কতই ছবি এঁকেছি যে,
.              কোন্ আনন্দে চলেছি তার
,                     ঠিকানা না পেয়ে---
সে তো    আজকে নয় সে আজকে নয় |

.              পুষ্প যেমন আলোর লাগি
.              না জেনে রাত কাটায় জাগি
.              তেমনি তোমার আশায় আমার
.                     হৃদয় আছে ছেয়ে---
সে তো    আজকে নয় সে আজকে নয় |

.                   **************

তিনধরিয়া
৯ জৈষ্ঠ ১৩১৭                                     
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১২

কে বলে সব ফেলে যাবি
.         মরণ হাতে ধরবে যবে---
জীবনে তুই যা নিয়েছিস
.         মরণে সব নিতে হবে |
.    এই ভরা ভাণ্ডারে এসে
.    শূণ্য কি তুই যাবি শেষে |
.    নেবার মত যা আছে তোর
.          ভালো করে নে তুই তবে |

আবর্জনার অনেক বোঝা
.          জমিয়েছিস যে নিরবধি---
বেঁচে যাবি, যাবার বেলা
.          ক্ষয় করে সব যাসরে যদি |
.     এসেছি এই পৃথিবীতে,
.     হেথায় হবে সেজে নিতে---
.     রাজার বেশে চল্ রে হেসে
.           মৃত্যুপারের সে উত্সবে |

.                **************

শিলাইদহ
২৫ আষাঢ় ১৩১৭                                     
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৭

কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো |
.        রয়েছে দীপ, না আছে শিখা,
.        এই কি ভালে ছিল রে লিখা---
ইহার চেয়ে মরণ সে যে ভালো |
বিরহানলে প্রদীপখানি জ্বালো |

বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,
তোমার লাগি জানেন ভগবান |
.        নিশীথে ঘন অন্ধকারে
.        ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান |
তোমার লাগি জাগেন ভগবান |"

গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদলজল পরিছে ঝরি ঝরি |
.        এ ঘোর রাতে কিসের লাগি
.        পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি |
বাদলজল পড়িছে ঝরি ঝরি |

বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিরতর তিমির চোখে আনে |
.         জানি না কোথা অনেক দূরে
.         বাজিল গাল গভীর সুরে,
সকল প্রাণ টানিছে পথপানে |
নিবিরতর তিমির চোখে আনে |

কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো |
.         ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া---
সময় গেলে যাবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালো |
পরাণ দিয়ে প্রেমের দীপ জ্বালো |

.              **************

বোলপুর
আষাঢ় ১৩১৬                      

.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়
.            Tagore's translation of this song for Gitanjali (English)
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫১

কোন্ আলোতে প্রাণের প্রদীপ
.      জ্বালিয়ে তুমি ধরায় আসো---
সাধক ওগো, প্রেমিক ওগো,
পাগল ওগো, ধরায় আসো |

.      এই অকূল সংসারে
দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে |
.      ঘোর বিপদ-মাঝে
কোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাসো |

.       তুমি কাহার সন্ধানে
সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে |
.       এমন ব্যাকুল ক'রে
কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো |

.       তোমার ভাবনা কিছু নাই---
কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই |
.       তুমি মরণ ভুলে
কোন্ অনন্ত প্রাণ-সাগরে আনন্দে ভাসো |

.              **************


১৭ পৌষ ১৩১৬                                     
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১১

গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী---
.          আমার মুখে তোমার নাম কি সাজে |
যখন সবাই উপহাসে তখন ভাবি আমি,
.          আমার কণ্ঠে তোমার নাম কি বাজে |
.                   তোমা হতে অনেক দূরে থাকি
.                   সে যেন মোর জানতে না রয় বাকি---
নাম-গানের এই ছদ্মবেশে দিই পরিচয় পাছে
.          মনে মনে মরি যে সেই লাজে |

অহংকারের মিথ্যা হতে বাঁচাও দয়া করে,
.          রাখো আমায় যেথা আমার স্থান |
আর-সকলের দৃষ্টি হতে সরিয়ে দিয়ে মোরে
.          করো তোমার নত নয়ন দান |
.                   আমার পূজা দয়া পাবার তরে,
.                   মান যেন সে না পায় কারো ঘরে
নিত্য তোমায় ডাকি আমি ধুলার 'পরে বসে
.           নিত্যনূতন অপরাধের মাঝে |

.              **************

রেলপথ, ই.বি.এস.আর.
২২ আষাঢ় ১৩১৭                               
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫৪

গান গাওয়ালে আমায় তুমি
.          কতই ছলে যে
কত সুখের খেলায়, কত
.          নয়নজলে হে |
.                      ধরা দিয়ে দাও না ধরা,
.                      এস কাছে, পালাও ত্বরা---
.                      পরান কর' ব্যথায়-ভরা
.                                   পলে পলে হে |
.                      গান গাওয়ালে এমনি করে
.                                   কতই ছলে যে |

কত তীব্র তারে তোমার
.          বীণা সাজাও যে,
শতছিদ্র ক'রে জীবন
.          বাঁশি বাজাও হে |
.                       তব সুরের লীলাতে মোর
.                       জনম যদি হয়েছে ভোর,
.                       চুপ করিয়ে রাখো এবার
.                                  চরণতলে হে |
.                       গান গাওয়ালে চিরজীবন
.                                  কতই ছলে যে |

.              **************

রেলপথে,
২৫ শ্রাবণ ১৩১৭                                  
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৩২

গান দিয়ে যে তোমায় খুঁজি
.      বাহির-মনে
চিরদিবস মোর জীবনে |
.      নিয়ে গেছে গান আমারে
.      ঘরে ঘরে দ্বারে দ্বারে,
.             গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই
.                     এই ভুবনে |

কত শেখা সেই শেখালো,
কত গোপন পথ দেখালো,
.       চিনিয়ে দিল কত তারা
.             হৃদ্ গগনে |

.             বিচিত্র সুখ-দুখের দেশে
.             রহস্যলোক ঘুরিয়ে শেষে
.                     সন্ধ্যাবেলায় নিয়ে এল
.                            কোন্ ভবনে |

.              **************


শ্রাবণ ১৩১৭                                      
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২৯

গাবার মতো হয় নি কোনো গান,
দেবার মতো হয় নি কিছু দান |
.              মনে যে হয় সবই রইল বাকি,
.              তোমায় শুধু দিয়ে এলেম ফাঁকি,
.              কবে হবে জীবন পূর্ণ ক'রে
.                             এই জীবনের পূজা অবসান |

আর-সকলের সেবা করি যত
.              প্রাণপণে দিই অর্ঘ্য ভরি ভরি---
সত্য মিথ্যা সাজিয়ে দিই যে কত
.              দীন বলিয়া পাছে ধরা পড়ি |
.                     তোমার কাছে গোপন কিছু নাই,
.                     তোমার পূজায় সাহস এত তাই,
.                     যা আছে তা পায়ের কাছে আনি
.                               অনাবৃত দরিদ্র এই প্রাণ |

.              **************


৭ শ্রাবণ ১৩১৭                                    
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৪২

গায়ে আমার পুলক লাগে
.         চোখে গনায় ঘোর---
হৃদয়ে মোর কে বেঁধেছে
.         রাঙা পাখির ডোর |
.                আজিকে এই আকাশ-তলে
.                জলে স্থলে ফুলে ফলে
.                কেমন ক'রে মনোহরণ,
.                        ছড়ালে মন মোর |

কেমন খেলা হল আমার
.         আজি তোমার সনে |
পেয়েছি কি খুঁজে বেড়াই
.         ভেবে না পাই মনে |
.                আনন্দ আজ কিসের ছলে
.                কাঁদিতে চায় নয়ন-জলে,
.                বিরহ আজ মধুর হয়ে
.                         করেছে প্রাণ ভোর |

.              **************


শিলাইদহ
২৫ আশ্বিন ১৩১৬                                
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮৮

চাই গো আমি তোমারে চাই,
.             তোমায় আমি চাই---
এই কথাটি সদাই মনে
.             বলতে যেন পাই |
আর যা কিছু বাসনাতে
ঘুরে বেড়াই দিনে রাতে
মিথ্যা সে-সব মিথ্যা ওগো,
.             তোমায় আমি চাই |

রাত্রি যেমন লুকিয়ে রাখে
.             আলোর প্রার্থনাই,
তেমনি গভীর মোহের মাঝে
.             তোমায় আমি চাই |
শান্তিরে ঝড় যখন হানে
শান্তি তবু চায় সে প্রাণে,
তেমনি তোমায় আঘাত করি
.              তবু তোমায় চাই |

.              **************

৩ আষাঢ় ১৩১৭           

.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়
.           Tagore's translation of this song for Gitanjali (English)
.                                          Gitanjali (English) index page
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭০

চিত্ত আমার হারালো আজ
.           মেঘের মাঝখানে,
কোথায় ছুটে চলেছে সে
.           কোথায় কে জানে |

.                     বিজুলি তার বীণার তারে
.                     আঘাত করে বারে বারে,
.                     বুকের মাঝে বজ্র বাজে
.                                 কী মহাতানে |

পুঞ্জ পুঞ্জ ভারে ভারে
নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার,
.          ছড়ালো প্রাণে |

.                     পাগল হাওয়া নৃত্যে মাতি
.                     হল আমার সাথে সাথি,
.                     অট্টহাসে ধায় কোথা সে---
.                                 বারণ না মানে |

.              **************


তিনধরিয়া
১৮ জৈষ্ঠ ১৩১৭                                   
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৭

.         চিরজনমের বেদনা,
ওহে     চিরজীবনের সাধনা,
.                 তোমার আগুন উঠুক হে জ্বলে,
.                 কৃপা করিও না দুর্বল ব'লে
.                 যত তাপ পাই সহিবারে চাই---
.                         পুড়ে হোক ছাই বাসনা |

অমোঘ যে ডাক সেই ডাক দাও,
.          আর দেরি কেন মিছে |
যা আছে বাঁধন বক্ষ জড়ায়ে
.          ছিঁড়ে পড়ে যাক পিছে |
.                 গরজি গরজি শঙ্খ তোমার
.                 বাজিয়া বাজিয়া উঠুক এবার,
.                 গর্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া
.                           জাগুক তীব্র চেতনা |

.              **************


কলিকাতা
২৬ জৈষ্ঠ ১৩১৭                                  
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০৯

ছাড়িস নে, ধরে থাক্ এঁটে,
.           ওরে, হবে তোর জয় |
অন্ধকার যায় বুঝি কেটে,
.           ওরে, আর নেই ভয় |
ওই দেখ্ পূর্বাশার ভালে
নিবিড় বনের অন্তরালে
.           শুকতারা হয়েছে উদয় |
.           ওরে, আর নেই ভয় |

এরা যে কেবল নিশাচর---
অবিশ্বাস আপনার 'পর,
.            নিরাশ্বাস, আলস্য, সংশয়,
.            এরা প্রভাতের নয় |
ছুটে আয়, আয় রে বাহিরে---
চেয়ে দেখ্, দেখ্ ঊর্ধ্বশিরে,
.            আকাশ হতেছে জ্যোতির্ময়!
.            ওরে, আর নেই ভয় |

.              **************


কলিকাতা
২১ আষাঢ় ১৩১৭                                
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page  
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮৭

ছিন্ন ক'রে লও হে মোরে,
.     আর বিলম্ব নয় |
ধুলায় পাছে ঝ'রে পড়ি
.     এই জাগে মোর ভয় |
এ ফুল তোমার মালার মাঝে
ঠাঁই পাবে কি জানি না যে,
তবু তোমার আঘাতটি তার
.     ভাগ্যে যেন রয় |
ছিন্ন করো, ছিন্ন করো,
.     আর বিলম্ব নয় |

কখন যে দিন ফুরিয়ে যাবে---
.     আসবে আঁধার ক'রে,
কখন্ তোমার পূজার বেলা
.     কাটবে অগোচরে |
যেটুকু এর রঙ ধরেছে,
গন্ধে সুধায় বুক ভরেছে,
তোমার সেবায় লও সেটুকু
.      থাকতে সুসময় |
ছিন্ন করো, ছিন্ন করো,
.      আর বিলম্ব নয় |

.              **************


কলিকাতা
৩ আষাঢ় ১৩১৭                                  
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                          Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫

জগৎ জুড়ে উদাস সুরে
.      আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
.      বাজিবে হিয়ামাঝে |
.                      বাতাস জল আকাশ আলো
.                      সবারে কবে বাসিব ভালো,
.                      হৃদয়সভা জুড়িয়া তারা
.                                 বসিবে নানা সাজে |

নয়ন দুটি মেলিলে কবে
.      পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব
.       সবারে যাব তুষি |
.                      রয়েছ তুমি একথা কবে
.                      জীবনমাঝে সহজ হবে---
.                      আপনি কবে তোমারি নাম
.                                  ধ্বনিবে সব কাজে |

.              **************


বোলপুর
আষাঢ় ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়
.                                             Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৪৪

জগতে আনন্দযজ্ঞে আমার নিমত্রণ |
ধন্য হল ধন্য হল মানবজীবন |
.              নয়ন আমার রূপের পুরে
.              সাধ মিটায়ে বেড়ায়ে ঘুরে,
.              শ্রবণ আমার গভীর সুরে
.                    হয়েছে মগন |

তোমার যজ্ঞে দিয়েছ ভার
.            বাজাই আমি বাঁশি |
গানে গানে গেঁথে বেড়াই
.            প্রাণের কান্নাহাসি |
.                এখন সময় হয়েছে কি |
.                সভায় গিয়ে তোমায় দেখি
.                জয়ধ্বনি শুনিয়ে যাব
.                      এ মোর নিবেদন |

.              **************

শিলাইদহ
৩০ আশ্বিন ১৩১৬       
.                                                     
গীতাঞ্জলির সূচির পাতায়
.          Translation of this song by Tagore for Gitanjali (English)
.                                            Gitanjali (English) index page

মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪৫

জড়ায়ে আছে বাধা, ছড়ায়ে যেতে চাই---
.         ছাড়ায়ে যেতে গেলে ব্যথা বাজে |
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই,
.         চাহিতে গেলে মরি লাজে |
.                   জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম,
.                   এমন ধন আর নাহি যে তোমা-সম,
.                   তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
.                            ফেলিয়া দিতে পারি না যে |

তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া,
.         মরণ আনে রাশি রাশি---
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি,
.         তবুও তাই ভালোবাসি |
.                    এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি---
.                    কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি---
.                    আমার ভালো তাই চাহিতে যবে যাই
.                             ভয় যে আসে মনোমাঝে |

.              **************


২২ শ্রাবণ ১৩১৭     

.                                                     
গীতাঞ্জলির সূচির পাতায়
.             Tagore's translation of this song for Gitanjali (English)
.                                            Gitanjali (English) index page

মিলনসাগর