রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
Gitanjali by Rabindra Nath Tagore
The Nobel Prize for literature in 1913 was awarded to Tagore for his book of poems Gitanjali (Song Offerings)
...
বাংলায় গীতাঞ্জলি প্রকাশিত হয় শান্তিনিকেতন থেকে ১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে ১৫৭টি গান নিয়ে | পরে ১লা নভেম্বর ১৯১৩ সালে
লণ্ডনের ইণ্ডিয়া সোসাইটি থেকে একই নামে কবি উইলিয়াম বাটলার ইয়েটস এর লেখা ভূমিকা নিয়ে রবীন্দ্রনাথের নিজের
ইংরেজীতে অনুবাদ করা বইটি প্রকাশিত হয় ১০৩টি গান নিয়ে, যার মধ্যে ৫৩টি গান বাংলা গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছিল |  এই
ইংরেজী বইটির জন্যই তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন |

Tagore's Gitanjali(Song Offerings) was first published from Shantiniketan in West Bengal, India in 1912 in
Bengali. It contained 157 songs. Later on the English translation, by Tagore himself, of the Bengali book with
the same name, with an introduction by poet William Butler Yeats, was published from India Society, London
on 1st Nov 1912. The book contained 103 songs out of which 53 were taken from the Bengali
version. Gitanjali in English earned Tagore The Nobel Prize in 1913.
....
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২৮

জড়িয়ে গেছে সরু মোটা
.         দুটো তারে,
জীবন-বীণা ঠিক সুরে তাই
.         বাজে নারে |
এই বেসুরো জটিলতায়
পরান আমার মরে ব্যথায়,
হঠাৎ আমার গান থেমে যায়
.          বারে বারে |
জীবন-বীণা ঠিক সুরে তাই
.          বাজে নারে |

এই বেদনা বইতে আমি
.          পারি না যে,
তোমার সভার পথে এসে
.          মরি লাজে |
তোমার যারা গুণী আছে
বসতে নারি তাদের কাছে,
দাঁড়িয়ে থাকি সবার পাছে
.          বাহির-দ্বারে |
জীবন-বীণা ঠিক সুরে তাই
.         বাজে নারে |

.                                **************
বোলপুর
৩ শ্রাবণ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪

জননী, তোমার করুণ চরণখানি
.       হেরিনু আজি এ অরুণকিরণরূপে |
জননী, তোমার মরণহরণ বাণী
.       নীরব গগনে ভরি উঠে চুপে চুপে |

তোমারে নমি হে সকল ভুবন মাঝে,
তোমারে নমি হে সকল জীবন কাজে ;
তনু মন ধন করি নিবেদন আজি
.        ভক্তিপাবন তোমার পূজার ধূপে |
জননী, তোমার করুণ চরনখানি
.        হেরিনু আজি এ অরুণকিরণরূপে |

.                                **************

১৩১৫                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ২১

জানি জানি কোন্ আদিকাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে,
সহসা হে প্রিয় কত গৃহে পথে
.          রেখে গেছ প্রাণে কত হরষন |

কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
অরুণকিরণে চরণ বাড়ালে,
.           ললাটে রাখিলে শুভ পরশন |

সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
.           অরূপের কত রূপদরশন |

কত যুগে যুগে, কেহ নাহি জানে,
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত সুখে দুখে কত প্রেমে গানে
.           অমৃতের কত রসবরষন |

.                                **************

বোলপুর  
১০ ভাদ্র ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫৮

জীবন যখন শুকায়ে যায়
.       করুণাধারায় এসো |
সকল মাধুরী লুকায়ে যায়,
.       গীতসুধারসে এসো |
.              কর্ম যখন প্রবল-আকার
.              গরজি উঠিয়া ঢাকে চারিধার
.              হৃদয়প্রান্তে হে নীরব নাথ,
.                       শান্ত চরণে এসো |

আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন
দুয়ার খুলিয়া, হে উদার নাথ
.        রাজসমারোহে এসো |
.              বাসনা যখন বিপুল ধুলায়
.              অন্ধ করিয়া অবোধে ভুলায়
.              ওহে পবিত্র, ওহে অনিদ্র,
.                        রুদ্র আলোকে এসো |

.                                **************


২৮ চৈত্র ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪৭

জীবনে যত পূজা
.          হল না সারা,
জানি হে জানি, তাও
.          হয়নি হারা |
যে ফুল না ফুটিতে
ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে
.           হারালো ধারা,
জানি হে জানি, তাও
.           হয় নি হারা |

জীবনে আজও যাহা
.           রয়েছে পিছে,
জানি হে জানি, তাও
.           হয় নি মিছে |
আমার অনাগত
আমার অনাহত
তোমার বীণাতারে
.            বাজিছে তারা
জানি হে জানি, তাও
.            হয় নি হারা |

.                                **************


২৩ শ্রাবণ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪৯

জীবনে যা চিরদিন
.      রয়ে গেছে আভাসে,
প্রভাতের আলোকে যা
.      ফোটে নাই প্রকাশে,
.            জীবনের শেষ দানে
.            জীবনের শেষ গানে,
.                     হে দেবতা, তাই আজি
.                            দেব তব সকাশে---
.                     প্রভাতের আলোকে যা
.                            ফোটে নাই প্রকাশে |

কথা তারে শেষ ক'রে
.        পারে নাই বাঁধিতে,
গান তারে সুর দিয়ে
.        পারে নাই সাধিতে |
.               কী নিভৃতে চুপে চুপে
.               মোহন নবীনরূপে
.                      নিখিলনয়ন হতে
.                             ঢাকা ছিল, সখা, সে---
.                      প্রভাতের আলোকে তো
.                             ফোটে নাই প্রকাশে |

ভ্রমেছি তাহারে লয়ে
.       দেশে দেশে ফিরিয়া,
জীবনে যা ভাঙাগড়া
.       সবই তারে ঘিরিয়া |
.              সব ভাবে সব কাজে
.              আমার সবার মাঝে
.                      শয়নে স্বপনে থেকে
.                              তবু ছিল একা সে---
.                      প্রভাতের আলোকে তো
.                              ফোটে নাই প্রকাশে |

কত দিন কত লোকে
.         চেয়েছিল, উহারে,
বৃথা ফিরে গেছে তারা
.         বাহিরের দুয়ারে |
.                 আর কেহ বুঝিবে না,
.                 তোমা-সাথে হবে চেনা
.                        সেই আশা লয়ে ছিল
.                              আপনারই আকাশে---
.                        প্রভাতের আলোকে তো
.                              ফোটে নাই প্রকাশে |

.                                **************


২৪ শ্রাবণ ১৩১৭      
.                                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৯৫

ডাকো ডাকো ডাকো আমারে
তোমার স্নিগ্ধ শীতল গভীর
.           পবিত্র আঁধারে |
.                      তুচ্ছ দিনের ক্লান্তি গ্লানি
.                      দিতেছে জীবন ধুলাতে টানি
.                      সারাক্ষণের বাক্যমনের
.                                   সহস্র বিকারে |

মুক্ত করো হে মুক্ত করো আমারে,
তোমার নিবিড় নীরব উদার
.            অনন্ত আঁধারে |
.                      নীরব রাত্রে হারাইয়া বাক্
.                      বাহির আমার বাহিরে মিশাক,
.                      দেখা দিক মম অন্তরতম
.                                   অখণ্ড আকারে |

.                                **************


৭ আষাঢ় ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫৬

তব সিংহাসনের আসন হতে
.         এলে তুমি নেমে---
মোর বিজন ঘরের দ্বারের কাছে
.         দাঁড়ালে, নাথ, থেমে |
.                একলা বসে আপন-মনে
.                      গাইতেছিলাম গান,
.                তোমার কানে গেল সে সুর,
.                      এলে তুমি নেমে---
.         মোর বিজন ঘরের দ্বারের কাছে
.                      দাঁড়ালে, নাথ, থেমে |

তোমার সভায় কত-না গান
.        কতই আছেন গুণী---
গুণহীনের গানখানি আজ
.        বাজল তোমার প্রেমে |
.                 লাগলো বিশ্বতানের মাঝে
.                       একটি করুণ সুর,
.                 হাতে লয়ে বরণমালা
.                       এলে তুমি নেমে---
.        মোর বিজন ঘরের দ্বারের কাছে
.                       দাঁড়ালে, নাথ, থেমে |

.                                **************

২৭ চৈত্র ১৩১৬       
.                                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                               Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১২১

তাই তোমার আনন্দ আমার 'পর,
.        তুমি তাই এসেছ নীচে---
আমায় নইলে, ত্রিভুবনেশ্বর,
.        তোমার প্রেম যে হত মিছে |
.                 আমায় নিয়ে মেলেছ এই মেলা,
.                 আমার হিয়ায় চলছে রসের খেলা,
.                 মোর জীবনের বিচিত্ররূপ ধ'রে
.                          তোমার ইচ্ছা তরঙ্গিছে |

তাই তো তুমি রাজার রাজা হয়ে
.         তবু আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ বেশে---
.         প্রভু, নিত্য আছ জাগি |
.                  তাই তো, প্রভু, হেথায় এল নেমে
.                  তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,
.                  মূর্তি তোমার যুগলসম্মিলনে
.                          সেথায় পূর্ণ প্রকাশিছে |

.                                **************

জানিপুর, গোরাই
২৮ আষাঢ় ১৩১৭         
.                                                          
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                
Tagore's translation of this song for Gotanjali (English)
.                                                 Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮১

তারা তোমার নামের বাটের মাঝে
.         মাসুল লয় যে ধরি,
দেখি শেষে ঘাটে এসে
.         নাইকো পারের কড়ি |
তারা তোমার কাজের ভানে
নাশ করে গো ধনে প্রাণে,
সামান্য যা আছে আমার
.          লয় তা অপহরি |

আজকে আমি চিনেছি সেই
.          ছদ্মবেশী-দলে,
তারাও আমায় চিনেছে হায়
.          শক্তিবিহীন ব'লে |
গোপন মূর্তি ছেড়েছে তাই,
লজ্জাশরম আর কিছু নাই,
দাঁড়িয়েছে আজ মাথা তুলে
.          পথ অবরোধ করি |

.                                **************

বোলপুর
২৯ জ্যৈষ্ঠ ১৩১৭                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৮০

তারা দিনের বেলায় এসেছিল
.         আমার ঘরে---
বলেছিল, "একটি পাশে
.         রইব প'ড়ে |"
বলেছিল, "দেব্ তা সেবায়
আমরা হব তোমার সহায়---
যা-কিছু পাই প্রসাদ লব
.         পূজার পরে |"

এমনি করে দরিদ্র ক্ষীণ
.         মলিন বেশে
সংকোচেতে একটি কোণে
.         রইল এসে |
রাতে দেখি প্রবল হয়ে
পশে আমার দেবালয়ে,
মলিন হাতের পূজার বলি
.         হরণ করে |

.                                **************

বোলপুর
২৯ জ্যৈষ্ঠ ১৩১৭       
.                                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.               
Tagore's translation of this song for Gitanjali (English)
.                                              Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫২

তুমি আমার আপন, তুমি আছ আমার কাছে,
.      এই কথাটি বলতে দাও হে বলতে দাও |
তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে,
.      এই কথাটি বলতে দাও হে বলতে দাও |

আমায় দাও সুধাময় সুর,
আমার বাণী করো সুমধুর---
আমার প্রিয়তম তুমি এই কথাটি
.          বলতে দাও হে বলতে দাও |

এই নিখিল আকাশ ধরা
এ যে তোমায় দিয়ে ভরা,
আমায় হৃদয় হতে এই কথাটি
.          বলতে দাও হে বলতে দাও |

দুখী জেনেই কাছে আসো,
ছোটো ব'লেই ভালোবাসো
আমার ছোটো মুখে এই কথাটি
.          বলতে দাও হে বলতে দাও |



.                                **************

মাঘ ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৫৭

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো |
.            এবার তুমি ফিরো না হে---
.                   হৃদয় কেড়ে নিয়ে রহো |
.            যে দিন গেছে তোমা বিনা
.            তারে আর ফিরে চাহি না,
.                   যাক সে ধুলাতে |
এখন তোমার আলোয় জীবন মেলে
.                   যেন জাগি অহরহ |

.            কী আবেশে কিসের কথায়
.            ফিরেছি হে যথায় তথায়
.                   পথের প্রান্তরে,
এবার বুকের কাছে ও বুক রেখে
.                   তোমার আপন বাণী কহো |

.             কত কলুষ কত ফাঁকি
.             এখনো যে আছে বাকি
.                   মনের গোপনে---
আমার তার লাগি আর ফিরায়ো না,
.                   তারে আগুন দিয়ে দহো |


.                        **************

২৮ চৈত্র ১৩১৬                                        
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ২২

তুমি কেমন করে গান করো যে, গুণী,
.     অবাক হয়ে শুনি কেবল শুনি |
.              সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
.              সুরের হাওয়া চলে গগন বেয়ে,
.              পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
.                       বহিয়া যায় সুরের সুরধুনী |

.      মনে করি অম্ নি সুরে গাই,
.      কণ্ঠে আমার সুর খুঁজে না পাই |
.              কইতে কী চাই, কইতে কথা বাধে---
.              হার মেনে যে পরান আমার কাঁদে---
.              আমায় তুমি ফেলছ কোন্ ফাঁদে
.                        চৌদিকে মোর সুরের জাল বুনি |

.                           **************

১০ ভাদ্র ১৩১৬
রাত্রি                                             
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭

তুমি নব নব রূপে এসো প্রাণে |
এসো গন্ধে বরনে, এসো গানে |
.            এসো অঙ্গে পুলকময় পরশে,
.            এসো চিত্তে অমৃতময় হরষে,
.            এসো মুগ্ধ মুদিত দুনয়ানে |
.            তুমি নব নব রূপে এসো প্রাণে |

এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে |
.             এসো দুঃখে সুখে এসো মর্মে,
.             এসো নিত্য নিত্য সব কর্মে,
.             এসো সকল কর্ম-অবসানে |
.             তুমি নব নব রূপে এসো প্রাণে |

.                           **************

অগ্রহায়ণ ১৩১৪
.                                                  
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                  
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৮

তুমি যখন গান গাহিতে বল'
.      গর্ব আমার ভরে ওঠে বুকে,
দুই আঁখি মোর করে ছলছল
.      নিমেষহারা চেয়ে তোমার মুখে |
কঠিন কটু যা আছে মোর প্রাণে
গলিতে চায় অমৃতময় গানে,
সব সাধনা আরাধনা মম
.      উড়িতে চায় পাখির মতো সুখে |

তৃপ্ত তুমি আমার গীতরাগে,
ভালো লাগে তোমার ভালো লাগে---
জানি আমি এই গানেরই বলে
.       বসি গিয়ে তোমারই সম্মুখে |

মন দিয়ে যার নাগাল নাহি পাই
গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই,
সুরের ঘোরে আপনাকে যাই ভুলে---
.        বন্ধু ব'লে ডাকি মোর প্রভুকে |

.                **************

২৭ জ্যৈষ্ঠ ১৩১৭
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.            
Tagore's translation of this song for Gitanjali(English)   
.                                                     
Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৯৩

তুমি যে কাজ করছ, আমায়
.         সেই কাজে কি লাগাবে না |
কাজের দিনে আমায় তুমি
.         আপন হাতে জাগাবে না ?
.                    ভালোমন্দ ওঠাপড়ায়
.                    বিশ্বশালার ভাঙাগড়ায়
.                    তোমার পাশে দাঁড়িয়ে যেন
.                            তোমার সাথে হয় গো চেনা |

ভেবেছিলাম বিজন ছায়ায়
.          নাই যেখানে আনাগোনা
সন্ধ্যাবেলায় তোমায় আমায়
.          সেথায় হবে জানাশোনা |
.                    অন্ধকারে একা একা
.                    সে দেখা যে স্বপ্ন দেখা,
.                    ডাকো তোমার হাটের মাঝে
.                             চলছে যেথায় বেচা কেনা |

.                            **************

৬ আষাঢ় ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৩৮

তোমায় আমার প্রভু করে রাখি,
আমার আমি সেইটুকু থাক্ বাকি |
.        তোমায় আমি হেরি সকল দিশি,
.        সকল দিয়ে তোমার মাঝে মিশি,
.        তোমারে প্রেম জোগাই দিবানিশি
.                  ইচ্ছা আমার সেইটুকু থাক বাকি---
.                  তোমায় আমার প্রভু করে রাখি |

তোমায় আমি কোথাও নাহি ঢাকি,
কেবল আমার সেইটুকু থাক্ বাকি |
.        তোমার লীলা হবে এ প্রাণ ভ'রে
.        এ সংসারে রেখেছ তাই ধরে,
.        রইব বাঁধা তোমার বাহুডোরে
.                   বাঁধন আমার সেইটুকু থাক্ বাকি---
.                   তোমায় আমার প্রভু করে রাখি |

.                            **************

১৫ শ্রাবণ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.              Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                    Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৩৩

তোমায় খোঁজা শেষ হবে না মোর
যবে আমার জনম হবে ভোর |
.           চলে যাব নবজীবনলোকে,
.           নূতন দেখা জাগবে আমার চোখে,
.           নবীন হয়ে নূতন সে আলোকে
.                        পরব তব নবমিলন-ডোর |
.                        তোমায় খোঁজা শেষ হবে না মোর |

তোমার অন্ত নাই গো অন্ত নাই,
বারে বারে নূতন লীলা তাই |
.           আবার তুমি জানি নে কোন্ বেশে
.           পথের মাঝে দাঁড়াবে, নাথ, হেসে---
.           আমার এ হাত ধরবে কাছে এসে,
.                        লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর |
.                        তোমায় খোঁজা শেষ হবে না মোর |

.                            **************

১০ শ্রাবণ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৪৬

তোমার দয়া যদি
.         চাহিতে নাও জানি
তবুও দয়া করে
.         চরণে নিও টানি |
.                 আমি যা গড়ে তুলে
.                 আরামে থাকি ভুলে,
.                          সুখের উপাসনা
.                                  করি গো ফলে ফুলে---
.                 সে ধুলা-খেলাঘরে
.                 রেখো না ঘৃণাভরে,
.                          জাগায়ো দয়া করে
.                                  বহ্নিশেল হানি |

সত্য মুদে আছে
.         দ্বিধার মাঝখানে,
তাহারে তুমি ছাড়া
.         ফুটাতে কে বা জানে |
.                 মৃত্যু ভেদ করি
.                 অমৃত পড়ে ঝরি,
.                          অতল দীনতার
.                                শূণ্য উঠে ভরি |
.                 পতনব্যথামাঝে
.                 চেতনা আসি বাজে,
.                          বিরোধকোলাহলে
.                                গভীর তব বাণী |

.                                    **************

২২ শ্রাবণ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৬৬

তোমার প্রেম যে বইতে পারি
.         এমন সাধ্য নাই |
এ সংসারে তোমার আমার
.         মাঝখানেতে তাই
কৃপা করে রেখেছ, নাথ,
.         অনেক ব্যবধান---
দুঃখ সুখের অনেক বেড়া
.         ধনজনমান |
আড়াল থেকে ক্ষণে ক্ষণে
.         আভাসে দাও দেখা---
কালো মেঘের ফাঁকে ফাঁকে
.         রবির মৃদু রেখা |

শক্তি যারে দাও বহিতে
.         অসীম প্রেমের ভার
একেবারে সকল পর্দা
.          ঘুচায়ে দাও তার |
না রাখ তার ঘরের আড়াল,
.          না রাখ তার ধন,
পথে এনে নিঃশেষে তায়
.          কর অকিঞ্চন |
না থাকে তার মান অপমান,
.          লজ্জাশরম ভয়---
একলা তুমি সমস্ত তার
.          বিশ্বভুবনময় |
এমন করে মুখোমুখি
.           সামনে তোমার থাকা,
কেবলমাত্র তোমাতে প্রাণ
.           পূর্ণ করে রাখা,
এ দয়া যে পেয়েছে তার
.           লোভের সীমা নাই---
সকল লোভ সে সরিয়ে ফেলে
.           তোমায় দিতে ঠাঁই |

.            **************

তিনধরিয়া
১০ জ্যৈষ্ঠ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫০

তোমার সাথে নিত্য বিরোধ
.         আর সহে না---
দিনে দিনে উঠছে জমে
.         কতই দেনা |
সবাই তোমায় সভার বেশে
প্রণাম করে গেল এসে,
মলিনবাসে লুকিয়ে বেড়াই---
.          মান রহে না |

কী জানাব চিত্তবেদন
বোবা হয়ে গেছে যে মন,
তোমার কাছে কোনো কথাই
.          আর কহে না |

ফিরায়ো না এবার তারে,
লও গো অপমানের পারে,
করো তোমার চরণতলে
.           চির-কেনা |

.            **************

বোলপুর
২৫ শ্রাবণ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১০

তোমার    সোনার থালায় সাজাব আজ
.                  দুখের অশ্রুধার |
.            জননী গো, গাঁথব তোমার
.                  গলার মুক্তাহার |
.                         চন্দ্রসূর্য পায়ের কাছে
.                         মালা হয়ে জড়িয়ে আছে,
.            তোমার    বুকে শোভা পাবে আমার
.                                 দুখের অলংকার |

.            ধন ধান্য তোমারি ধন,
.                  কী করবে তা কও |
.            দিতে চাও তো দিয়ো আমায়,
.                  নিতে চাও তো লও |
.                          দুঃখ আমার ঘরের জিনিষ,
.                          খাঁটি রতন তুই তো চিনিস---
.            তোর        প্রসাদ দিয়ে তারে কিনিস,
.                                  এ মোর অহংকার |

.                                    **************

১৩১৫          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.             Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                    Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৬২

তোরা   শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
.                ওই যে আসে, আসে, আসে |
.         যুগে যুগে পলে পলে দিন-রজনী
.                 সে যে আসে, আসে, আসে |
.                         গেয়েছি গান যখন যত
.                         আপন-মনে খেপার মতো
.                         সকল সুরে বেজেছে তার
.                                আগমনী---
.                         সে যে আসে, আসে, আসে |

.         কত কালের ফাগুন-দিনে বনের পথে
.                  সে যে আসে, আসে, আসে |
.         কত শ্রাবণ-অন্ধকারে, মেঘের রথে
.                  সে যে আসে, আসে, আসে |
.                          দুখের পরে পরম দুখে
.                          তারই চরণ বাজে বুকে,
.                          সুখে কখন্ বুলিয়ে সে দেয়
.                                 পরশমণি |
.                          সে যে আসে, আসে, আসে |

.                                     **************

কলিকাতা
৩ জ্যৈষ্ঠ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                 Tagore's translation this song for Gitanjali (English)
.                                                    Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১৫

দয়া ক'রে, ইচ্ছে ক'রে, আপনি ছোটো হয়ে
এসো তুমি এ ক্ষুদ্র আলয়ে |
তাই তোমার এ মাধুর্যসুধা
ঘুচায় আমার আঁখির ক্ষুধা,
জলে স্থলে দাও যে ধরা
কত আকার লয়ে |

বন্ধু হয়ে, পিতা হয়ে, জননী হয়ে,
আপনি তুমি ছোটো হয়ে এসো হৃদয়ে |
আমিও কি আপন হাতে
করব ছোটো বিশ্বনাথে---
জানাব আর জানব তোমায়
ক্ষুদ্র পরিচয়ে ?

.                                     **************

শিলাইদহ
আষাঢ় ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৫

দয়া দিয়ে হবে গো মোর
.      জীবন ধুতে |
নইলে কি আর পারব তোমার
.      চরণ ছুঁতে |
তোমায় দিতে পূজার ডালি
বেরিয়ে পড়ে সকল কালি,
পরান আমার পারি নে তাই
.      পায়ে থুতে |

এতদিন তো ছিল না মোর
.      কোনো ব্যথা,
সর্ব অঙ্গে মাখা ছিল
.      মলিনতা |
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে,
দিয়ো না গো দিয়ো না আর
.      ধুলায় শুতে |
.                                     **************

কলিকাতা  
২৪ জ্যৈষ্ঠ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৩২

দাও হে আমার ভয় ভেঙে দাও |
.       আমার দিকে ও-মুখ ফিরাও |
.                পাশে থেকে চিনতে নারি,
.                কোন্ দিকে যে কী নেহারি,
.                তুমি আমার হৃদ্ বিহারী
.                      হৃদয়পানে হাসিয়া চাও |

বলো আমায় বলো কথা,
.       গায়ে আমার পরশ করো |
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে
.       আমায় তুমি তুলে ধরো |
.                যা বুঝি সব ভুল বুঝি হে,
.                যা খুঁজি সব ভুল খুঁজি হে---
.                হাসি মিছে, কান্না মিছে,
.                       সামনে এসে এ ভুল ঘুচাও |
.                                     **************

১৬ ভাদ্র ১৩১৬          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৫৭

দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি,
.       ক্লান্ত বায়ু না যদি আর চলে,
এবার তবে গভীর ক'রে ফেলো গো মোরে ঢাকি
.       অতি নিবিড় ঘনতিমিরতলে---
.              স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে
.              যেমন করে ঢেকেছে ধরণীরে,
.       যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আঁখি,
.              ঢেকেছ তুমি রাতের শতদলে |

পাথেয় যার ফুরায়ে আসে পথের মাঝখানে,
.       ক্ষতির রেখা উঠেছে যার ফুটে,
বসনভুষা মলিন হল ধুলায় অপমানে,
.        শকতি যার পড়িতে চায় টুটে---
.               ঢাকিয়া দিক তাহার ক্ষতব্যথা
.               করুণঘন গভীর গোপনতা,
.        ঘুচায়ে লাজ ফুটাও তারে নবীন উষা-পানে
.               জুড়ায়ে তারে আঁধারসুধাজলে |
.                                     **************

কলিকাতা
২৯ শ্রাবণ ১৩১৭         

.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.               Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                    Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১৩১

দুঃস্বপন কোথা হতে এসে
.         জীবনে বাধায় গণ্ডগোল |
কেঁদে উঠে জেগে দেখি শেষে
.         কিছু নাই, আছে মোর কোল |
.                     ভেবেছিনু আর-কেহ বুঝি
.                     ভয়ে তাই প্রাণপণে যুঝি,
.                     তব হাসি দেখে আজ বুঝি
.                             তুমিই দিয়েছ মোরে দোল |

এ জীবন সদা দেয় নাড়া
.         লয়ে তার সুখ দুখ ভয়---
কিছু যেন নাই গো সে ছাড়া,
.         সেই যেন মোর সমুদয় |
.                     এ ঘোর কাটিয়া যাবে চোখে
.                     নিমেষেই প্রভাত-আলোকে,
.                     পরিপূর্ণ তোমার সম্মুখে
.                               থেমে যাবে সকল কল্লোল |
.                                     **************

৮ শ্রাবণ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৯২

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
.        আপন জেনে আদর করি নে |
পিতা বলে প্রণাম করি পায়ে,
.        বন্ধু বলে দু হাত ধরি নে |
.                   আপনি তুমি অতি সহজ প্রেমে
.                   আমার হয়ে এলে যেথায় নেমে
.                   সেথায় সুখে বুকের মধ্যে ধ'রে
.                            সঙ্গী বলে তোমায় বরি নে |

ভাই তুমি যে ভাইয়ের মাঝে প্রভু,
তাদের পানে তাকাই না যে তবু,
ভাইয়ের সাথে ভাগ করে মোর ধন
.         তোমার মুঠা কেন ভরি নে |
.                   ছুটে এসে সবার সুখে দুখে
.                   দাঁড়াই নে তো তোমারই সম্মুখে,
.                   সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে
.                             প্রাণসাগরে ঝাঁপিয়ে পরি নে |
.                                     **************

৫ আষাঢ় ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.              Tagore's translation of this song for Gitanjali (English)
.                                                    Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ২৯

ধনে জনে আছি জড়ায়ে হায়
তবু জানো মন তোমারে চায় |
.               অন্তে আছ, হে অন্তর্যামী---
.               আমা চেয়ে আমায় জানিছ স্বামী---
.               সব সুখে দুখে ভুলে-থাকায়
.                          জানো মম মন তোমারে চায় |

ছাড়িতে পারি নি অহংকারে,
ঘুরে মরি শিরে বহিয়া তারে,
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়---
.          তুমি জানো মন তোমারে চায় |

.                যা আছে আমার সকলই কবে
.                নিজ হাতে তুমি তুলিয়া লবে---
.                সব ছেড়ে সব পাব তোমায়---
.                          মনে মনে মন তোমারে চায় |
.                                     **************

১৫ ভাদ্র ১৩১৬          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ৭৯

.          ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু,      তোমার পানে, তোমার পানে, তোমার পানে |
.          যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু,      তোমার কানে, তোমার কানে, তোমার কানে |

.          চিত্ত মম যখন যেথায় থাকে
.          সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
.          যত বাধা সব টুটে যায় যেন
প্রভু,      তোমার টানে, তোমার টানে, তোমার টানে |

.          বাহিরে এই ভিক্ষাভরা থালি
.          এবার যেন নিঃশেষে হয় খালি---
.          অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু,      তোমার দানে, তোমার দানে, তোমার দানে |

.          হে বন্ধু মোর, হে অন্তরতর,
.          এ জীবনে যা কিছু সুন্দর
.          সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু,      তোমার গানে, তোমার গানে, তোমার গানে |
.                                     **************

কলিকাতা
২৮ জ্যৈষ্ঠ ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর
*
গীতাঞ্জলি (বাংলা), রবীন্দ্রনাথ ঠাকুর

.      রচনা সংখ্যা ১১৩

নদীপারের এই আষাঢ়ের
.      প্রভাতখানি
নে রে, ও মন, নে রে আপন
.      প্রাণে টানি |
সবুজ নীলে সোনায় মিলে
যে সুধা এই ছড়িয়ে দিলে,
জাগিয়ে দিলে আকাশতলে
.      গভীর বাণী,
নে রে, ও মন, নে রে আপন
.      প্রাণে টানি |

এমনি করে চলতে পথে
.       ভবের কূলে
দুই ধারে যা ফুল ফুটে সব
.       নিস রে তুলে |
সেগুলি তোর চেতনাতে
গেঁথে তুলিস দিবস-রাতে
প্রতিদিনঠি যতন ক'রে
.       ভাগ্য মানি---
নে রে, ও মন, নে রে আপন
.      প্রাণে টানি |

.        **************

শিলাইদহ
২৫ আষাঢ় ১৩১৭          
.                                                   
গীতাঞ্জলির সূচির পাতায়  
.                                                     Gitanjali (English) index page      
মিলনসাগর