ভানুসিংহ ঠাকুরের পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
|
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত আওল রে ! মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে ! শুন শুন সজনী হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল, জর জর রিঝসে দুখ জ্বালা সব দূর দূর চলি গেল | মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল, মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু অহরহ কোকিলকুল | সখি রে উছসত প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ, নিখিল জগত জনু হরখভোর ভই গায় রভসরগান | বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে, দুখিনী রাধা, কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম, হৃদিবসন্ত সো মাধা ? ভানু কহত, অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্ল বাসনা-বাসে | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর শুনহ শুনহ বালিকা, রাখ কুসুমমালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে | দুলুই কুসুমমুঞ্জরী, ভমর ফিরই গুঞ্জরি, অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে | শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী, কুসুমহার ভইল ভার--- হৃদয় তার দাহিছে | অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া, কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে | মৃদু সমীর সঞ্চলে হরয়ি শিথিল অঞ্চলে, চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে | কুঞ্জপানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে ! . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কন্ঠে বিমলিন মালা | বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা | বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা---- বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা ! চল সখি গৃহ চল, মঞ্চ নয়নজল, চল সখি চল গৃহকাজে | মালতিমালা রাখহ বালা, ছি ছি সখি মরু মরু লাজে | সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর, সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর | তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন আশে, আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে | সজনী, সত্য কহি তোয়, খোয়াব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয়ে মোয় | হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে---- বাত ন বোলবে, বদন ন হেরবে, মরিব হলাহল ভখি রে | ঐস বৃথা ভয় না কর বালা, ভানু নিবেদয় চরণে, সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর শ্যাম রে, নিপট কঠিন মন তোর | বিরহ সাথি করি সজনী রাধা রজনী করত হি ভোর | একলি নিরল বিরল পর বৈঠত নিরখত যমুনা-পানে, বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে | গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে, ভূমিশয়ন--’ পর আকুল কুন্তল, কাঁদই আপন ভুলে | মুগধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে চাহি শূন্য—’ পর কহে করুণস্বর---- বাজে রে বাঁশরি বাজে | নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহু রহই দূর মথুরায়--- রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় ! কৈস মিটাওসি প্রেমপিপাসা , কঁহা বজাওসি বাঁশি ? পীতবাস তুঁহু কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি ? কনকহার অব পহিরলি কন্ঠে, কথি ফেকলি বনমালা ? হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা ! এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে, ছি ছি কালা ! ঝটতি আও তুঁহু হমারি সাথে, বিরহব্যাকুলা বালা | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর সজনি সজনি রাধিকা লো . দেখ অবহু চাহিয়া, মৃদুলগমন শ্যাম আওয়ে . মৃদুল গান গাহিয়া | পিনহ ঝটিত কুসুমহার, . পিনহ নীল আঙিয়া | সুন্দরি সিন্দুর দেকে . সীথি করহ রাঙিয়া | সহচরি সব, নাচ নাচ . মিলনগীতি গাও রে, চঞ্চল মঞ্জীররাব . কুঞ্জগগন ছাও রে | সজনি অব উজার মঁদির . কনকদীপ জ্বালিয়া, সুরভি করহ কুঞ্জভবন . গন্ধসলিল ঢালিয়া | মল্লিকা চমেলী বেলি . কুসুম তুলহ বালিকা, গাঁথ যুঁথি, গাঁথ জাতি, . গাঁথ বকুলমালিকা | তৃষিতনয়ন ভানুসিংহ . কুঞ্জপথম চাহিয়া--- মৃদুলগমন শ্যাম আওয়ে . মৃদুল গান গাহিয়া | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর . বঁধুয়া, হিয়া’পর আও রে, মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, . হমার মুখ’পর চাও রে ! যুগযুগসম কত দিবস বহয়ি গল, . শ্যাম তু আওলি না, চন্দ্র-উজর মধু-মধুর কুঞ্জ’পর . মুরলি বজাওলি না ! লয়ি গলি সাথ বয়ানক হাস রে, . লয়ি গলি নয়নআনন্দ ! শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয়মন, . কঁহি তব ও মুখচন্দ ? ইথি ছিল আকুল গোপনয়নজল, . কথি ছিল ও তব হাসি ? ইতি ছিল নীরব বংশীবটতট, . কথি ছিল ও তব বাঁশি ? তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ . নিমিখে ভেল অবসান | লেশ হাসি তুঝ দূর করল রে . সকল মানঅভিমান | ধন্য ধন্য রে ভানু গাহিছে---- . প্রেমক নাহিক ওর | হরখে পুলকিত জগতচরাচর . দুঁহুক প্রেমরস ভোর | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর . শুন সখি, বাজত বাঁশি গভীর রজনী, উজল কুঞ্জপথ . চন্দ্রম ডারত হাসি | দক্ষিণপবনে কম্পিত তরুগন , . তম্ভিত যমুনাবারি, কুসুমসুবাস উদাস ভইল, সখি, . উপাস হৃদয় হমারি | বিগলিত মরম, চরণ খলিতগতি, . শরম ভরম গয়ি দূর, নয়ন বারিভর, গরগর অন্তর , . হৃদয় পুলকপরিপূর | কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, . সো কি হমারই শ্যাম ? মধুর কাননে মধুর বাঁশরী . বজায় হমারি নাম ? কত কত যুগ সখি , পুণ্য করনু হম, . দেবত করনু ধেয়ান, তব ত মিলিল সখি, শ্যামরতন মম, . শ্যাম পরানক প্রাণ | . শ্যাম রে, শুনত শুনত তব মোহন বাঁশি, . জপত জপত তব নামে, সাধ ভইল ময় দেহ ডুবায়ব . চাঁদউজল যমুনামে ! ‘চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি, . ধরহ সখীজন হাত, নীদমগন মহী, ভয় ডর কিছু নহি, . ভানু চলে তব সাথ |’ . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর বজাও রে মোহন বাঁশি | সারা দিবসক বিরহদহনদুখ, মরমক তিয়াষ নাশি | রিঝমনভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান ? হানে থিরথির মরমঅবশকর লহু লহু মধুময় বাণ | ধস ধস করতহ উরহ বিয়াকুলু, ঢুলু ঢুলু অবশনয়ান ; কত কত বরষক বাত সোঁয়ারয়, অধীর করয় পরান | কত শত আশা পূরল না বঁধু, কত সুখ করল পয়ান | পহু গো, কত শত পীরিতযাতন হিয়ে বিঁধাওল বাণ | হৃদয় উদাসয়, নয়ন উছাসয় দারুণ মধুময় গান ! সাধ যায়, বঁধু, যমুনাবারিম ডারিব দগধপরান | সাধ যায়, পহু, রাখি চরণ তব হৃদয়মাঝ, হৃদয়েশ, হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব হেরব জীবনশেষ | সাধ যায়, ইহ চন্দ্রমকিরণে কুসমিত কুঞ্জবিতানে বসন্তবায়ে প্রাণ মিশায়ব বাঁশিক সুমধুর গানে | প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়, রাধাময় তব বেণু | জয় জয় মাধব, জয় জয় রাধা, চরণে প্রণমে ভানু | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |