ভানুসিংহ ঠাকুরের পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
|
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর বজাও রে মোহন বাঁশি | সারা দিবসক বিরহদহনদুখ, মরমক তিয়াষ নাশি | রিঝমনভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান ? হানে থিরথির মরমঅবশকর লহু লহু মধুময় বাণ | ধস ধস করতহ উরহ বিয়াকুলু, ঢুলু ঢুলু অবশনয়ান ; কত কত বরষক বাত সোঁয়ারয়, অধীর করয় পরান | কত শত আশা পূরল না বঁধু, কত সুখ করল পয়ান | পহু গো, কত শত পীরিতযাতন হিয়ে বিঁধাওল বাণ | হৃদয় উদাসয়, নয়ন উছাসয় দারুণ মধুময় গান ! সাধ যায়, বঁধু, যমুনাবারিম ডারিব দগধপরান | সাধ যায়, পহু, রাখি চরণ তব হৃদয়মাঝ, হৃদয়েশ, হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব হেরব জীবনশেষ | সাধ যায়, ইহ চন্দ্রমকিরণে কুসমিত কুঞ্জবিতানে বসন্তবায়ে প্রাণ মিশায়ব বাঁশিক সুমধুর গানে | প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়, রাধাময় তব বেণু | জয় জয় মাধব, জয় জয় রাধা, চরণে প্রণমে ভানু | . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর সুর - রবীন্দ্রনাথ ঠাকুর কো তুঁহু বোলবি মোয় ! হৃদয়মাহ্ মঝু জাগসি অনুখন, আঁখউপর তুঁহু রচলহি আসন, অরুণ নয়ন তব মরমসঙে মম নিমিখ ন অন্তর হোয় | কো তুঁহু বোলবি মোয় ! হৃদয়কমল তব চরণে টলমল, নয়নযুগল মম উছলে ছলছল, প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল চাহে মিলাইতে তোয় | কো তুঁহু বোলবি মোয় ! বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে, হৃদয় বিদারয়িহৃদয় হরল রে, আকুল কাকলি ভুবন ভরল রে, উতল প্রাণ উতরোয় | কো তুঁহু বোলবি মোয় ! হেরি হাসি তব মধুঋতু ধাওল, শুনয়ি বাঁশি তব পিককুল গাওল, বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল, চরণকমলযুগ ছোঁয় | কো তুঁহু বোলবি মোয় ! গোপবধূজন বিকশিতযৌবন, পুলকিত যমুনা, মুকুলিত উপবন, নীলনীর’পর ধীর সমীরণ, পলকে প্রাণমন খোয় | কো তুঁহু বোলবি মোয় ! তৃষিত আঁখি তব মুখ’পরে বিহরই, মধুর পরশ তব রাধা শিহরই, প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই পদতলে অপনা থোয় | কো তুঁহু বোলবি মোয় কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি, অনুদিন সঘন নয়নজল মুছয়ি | যাচে ভানু ----- সব সংশয় ঘুচয়ি, জনম চরণ’পর গোয় | কো তুঁহু বোলবি মোয় ! . *************************** . সূচিতে . . . মিলনসাগর |