ভানুসিংহ ঠাকুরের পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্র—রচনাবলী
প্রথম খন্ড
( ১২৫ তম রবীন্দ্রজন্মজয়ন্তী  উপলক্ষে প্রকাশিত সুলভ সংস্করণ শ্রাবণ ১৩৯৩ : ১৯০৮ শক )
প্রকাশক বিশ্বভারতী
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

বজাও রে মোহন বাঁশি |
সারা দিবসক                    বিরহদহনদুখ,
মরমক তিয়াষ নাশি |
রিঝমনভেদন                   বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান ?
হানে থিরথির                    মরমঅবশকর
লহু লহু মধুময় বাণ |
ধস ধস করতহ                  উরহ বিয়াকুলু,
ঢুলু ঢুলু অবশনয়ান ;
কত কত বরষক                বাত সোঁয়ারয়,
অধীর করয় পরান |
কত শত আশা                  পূরল না বঁধু,
কত সুখ করল পয়ান |
পহু গো, কত শত               পীরিতযাতন
হিয়ে বিঁধাওল বাণ |
হৃদয় উদাসয়,                    নয়ন উছাসয়
দারুণ মধুময় গান !
সাধ যায়, বঁধু,                    যমুনাবারিম
ডারিব দগধপরান |
সাধ যায়, পহু,                    রাখি চরণ তব
হৃদয়মাঝ, হৃদয়েশ,
হৃদয়জুড়াওন                    বদনচন্দ্র তব
হেরব জীবনশেষ |
সাধ যায়, ইহ                    চন্দ্রমকিরণে
কুসমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে                        প্রাণ মিশায়ব
বাঁশিক সুমধুর গানে |
প্রাণ ভৈবে মঝু                  বেণুগীতময়,
রাধাময় তব বেণু |
জয় জয় মাধব,                 জয় জয় রাধা,
চরণে প্রণমে ভানু |

.     ***************************     
.                                                                            
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

আজু সখি, মহু মহু
গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু
.        দোঁহার পানে চায় |
যুবনমদবিলসিত
পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত
.        মূরছি জনু যায় |
আজু মধু চাঁদনী
প্রাণউনমাদনী,
শিথিল সব বাঁধনী,
.         শিথিল ভই লাজ |
বচন মৃদু মরমর,
কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর
.         কুসুমবনমাঝ |
মলয় মৃদু কলয়িছে,
চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে,
.         অঞ্চল লুটায় |
আধফুট শতদল
বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল
.         চাহিতে নাহি চায় |
অলকে ফুল কাঁপয়ি
কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু-অনলে তাপয়ি,
.         খসয়ি পড়ু পায় |
ঝরই শিরে ফুলদল,
যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল---
.          ভানু মরি যায় |

.     ***************************     
.                                                                   
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

শ্যাম, মুখে তব মধুর অধরমে
.       হাস বিকাশত কায় ?
কোন স্বপন অব দেখত মাধব,
.       কহবে কোন হমায় !
নীদমেঘ’পর স্বজনবিজলিসম
.       রাধা বিলসত হাসি !
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব
.       তুঁহুক প্রেমঋণরাশি |
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি ?
.        শ্যাম ঘুমায় হমারা !
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব
.         শীতল জোছনধারা |
তারকমালিনী সুন্দর যামিনী
.         অবহুঁ ন যাও রে ভাগি |
নিরদয় রবি, অব কাহ তু আওলি,
.         জ্বাললি বিরহক আগি |
ভানু কহত---- অব রবি অতি নিষ্ঠুর
.         নলিনমিলনঅভিলাষে
কত নরনারীক মিলন টুটাওত,
.         ডারত বিরহহুতাশে |

.     ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

সজনি গো,
.      শাওন গগনে ঘোর ঘনঘটা,
.          নিশীথযামিনী রে |
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
.          অবলা কামিনী রে |
উন্মদ পবনে যমুনা তর্জিত,
.    ঘন ঘন গর্জিত মেহ |
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠত,
.    থরহর কম্পত দেহ |
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্
.    বরখত নীরদপুঞ্জ |
ঘোর গহন ঘন তালতমালে
.     নিবিড় তিমিরময় কুঞ্জ |
বোল ত সজনী, এ দুরুযোগে
.     কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশি কাহ বজায়ত
.     সকরুণ রাধা নাম |

সজনী,
.   মোতিমহারে বেশ বনা দে,
.       সীঁথি লগা দে ভালে |
.   উরহি বিলোলিত শিথিল চিকুর মম
.       বাঁধহ মালত’মালে |
.   খোল দুয়ার ত্বরা করি সখি রে,
.       ছোড় সকল ভয়লাজে---
.   হৃদয় বিহগসম ঝটপট করত হি
.       পঞ্জরপিঞ্জরমাঝে |
.   গহন রয়নমে ন যাও বালা
.       নওলকিশোররক পাশ----
.   গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
.       কহে ভানু তব দাস |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

বাদরবরখন নীরদগরজন
.        বিজুলীচমকন ঘোর,
উপেথেই কৈছে আও তু কুঞ্জে
.        নিতি নিতি, মাধব মোর |
ঘন ঘন চপলা চমকয় যব পহু,
.        বজরপাত যব হোয়,
তুঁহুক বাত তব সময়য়ি প্রিয়তম,
.         ডর অতি লাগত মোয় |
অঙ্গবসন তব ভীখত মাধব,
.         ঘন ঘন বরখত মেহ---
ক্ষুদ্র বালি হম, হমকো লাগয়
.         কাহ উপেখবি দেহ ?
বইস বইস পহু, কুসুমশয়ন’পর
.        পদযুগ দেহ পসারি----
সিক্ত চরণ তব মোছব যতনে---
.        কুন্তলভার উঘারি |
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর,
.         রাখ বক্ষ—’পর মোর,
তনু তব ঘেরব পুলকিত পরশে
.         বাহুমৃণালক ডোর |
ভানু কহে, বৃকভানুনন্দিনী,
.         প্রেমসিন্ধু মম কালা,
তোঁহার লাগয়, প্রেমক লাগয়
.         সব কছু সহবে জ্বালা |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

মাধব, না কহ আদরবাণী,
.        না কর প্রেমক নাম |
জানয়ি মুঝকো অবলা সরলা
.        ছলনা না কর শ্যাম |
কপট, কাহ তুঁহু ঝুট বোলসি,
.        পীরিত করসি তু মোয় ?
ভালে ভালে হম অলপে চিহ্ননু,
.        না পতিয়াব রে তোয় |
ছিদল তরী-সম কপট প্রেম’পর
.        ডারনু যব মনপ্রাণ,
ডুবনু ডবনু রে ঘোর সায়রে
.        অব কুত নাহিক ত্রাণ |
মাধব, কঠোর বাত হমারা
.         মনে লাগল কি তোর ?
মাধব, কাহ তু মলিন করলি মুখ,
.         ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহু ন বোলব,
.         তুঁহু মম প্রাণক প্রাণ |
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
.         ছোড়য়ি কুবচনবাণ |
মিটল মান অব ----- ভানু হাসতহি
.         হেরই পীরিতলীলা |
কভু অভিমানিনী, আদরিণী কভু
.         পীরিতসাগর বালা |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

সখি লো, সখি লো, নিকরুণ মাধব
.           মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা,
রোয়বে না সো, না দিবে বাধা-----
কঠিনহিয়া সই, হাসয়ি হাসয়ি
.              শ্যামক করক বিদায় |
.       মৃদু মৃদু গমনে আওল মাধা,
.       বয়নপান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল,
দন্ড দন্ড সখি, চাহয়ি রহল,
মন্দ মন্দ সখি, নয়নে বহল
.             বিন্দু বিন্দু জলধার |
.       মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,
.       কহল শ্যাম কত মৃদু মধু ভাষে,
টুটয়ি গইল পণ, টুটইল মান,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ
.        ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা,
গদগদ ভাষ নিকাশল আধা,
.         শ্যামক চরণে বাহু পসারি,
.         কহল ---- শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো, রহ তুঁহু,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু,
তুহু বিনে মাধব, বল্লভ, বান্ধব,
.            আছয় কোন হমার !
পড়ল ভূমি’পর শ্যামচরণ ধরি,
রাখল মুখ তছু শ্যামাচরণ’পরি,
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
.             রজনী করল প্রভাত |
মাধব বৈসল, মৃদু মধু হাসল,
কত অশোয়াসবচন মিঠ ভাষল,
.         ধরইল বালিক হাত |
সখি লো, সখি লো, বোল ত সখি লো,
.          যত দুখ পাওল রাধা
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে
.          পাওল তছু কছু আধা ?
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি
.          বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি
.          দূর দূর চলি গেল |
অব সো মথুরাপুরক পন্থমে,
.         ইঁহ যব রোয়ত রাধা,
মরমে কি লাগল তিলভর বেদন,
.         চরণে কি তিলভর বাধা?
বরখি আঁখিজল ভানু কহে---- অতি
.        দুখের জীবন ভাই |
হাসিবার তর সঙ্গ মিলে বহু,
.        কাঁদিবার কো নাই |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

বার বার সখি, বারণ করনু,
.        ন যাও মথুরাধাম |
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি
.        করত হমারই শ্যাম |
ধিক তুঁহু দাম্ভিক, ধিক রসনা ধিক,
.        লইলি কাহারই নাম ?
বোল ত সজনি, মথুরাঅধিপতি
.        সো কি হমারই শ্যাম ?
ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,
.         রাজ্য-মানকো হোয় |
নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,
.         নিচয় কহনু ময় তোয় |
যব তুঁহু ঠারবি সো নব নরপতি
.         জনি রে করে অবমান,
ছিন্নকুসুমসম ঝরব ধরা ‘পর,
.         পলকে খোয়াব প্রাণ |
বিসরল বিসরল সো সব বিসরল
.         বৃন্দাবন, সুখসঙ্গ,
নব নগরে সখি নবীন নাগর
.          উপজল নব নহ রঙ্গ |
ভানু কহত ---অয়ি বিরহকাতরা
.          মনমে বাঁধহ থেহ |
মুগুধা বালা, বুঝই বুঝলি না,
.          হমার শ্যামক লেহ |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

.        হম যব না রব সজনী,
নিভৃত বসন্ত-নিকুঞ্জবিতানে
.        আসবে নির্মল রজনী,
মিলনপিপাসিত আসবে যব সখি
.        শ্যাম হমরি আশে,
ফুকারবে যব রাধা রাধা
.        মুরলি ঊরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই,
.        যব হম আসব না,
যব সব গোপিনী জাগবে চমকই,
.        যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে
.        হেরবে আকুল শ্যাম ?
বন বন ফেরই সো কি ফুকারবে
.        রাধা রাধা নাম ?
না যমুনা, সো এক শ্যাম মম,
.        শ্যামক শত শত নারী---
হম যব যাওব শত শত রাধা
.        চরণে রহবে তারি |
তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,
.        কাহ তয়াগব দে ?
হমারি লাগি এ বৃন্দাবনমে,
.        কহ সখি, রোয়ব কে ?
ভানু কহে চুপি----- মানভরে রহ,
.        আও বনে, ব্রজনারী,
মিলবে শ্যামক থরথর আদর
.        ঝরঝর লোচনবারি |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

মরণ রে,
.         তুঁহু মম শ্যামসমান |
মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,
রক্ত কমলকর, রক্ত অধরপুট,
তাপ-বিমোচন করুণ কোর তব
.         মৃত্যু-অমৃত করে দান |
.         তুঁহু মম শ্যামসমান |

মরণ রে,
.         শ্যাম তোঁহারই নাম !
চির বিসরল যব নিরদয় মাধব
.         তুঁহু  না ভইবি মোয় বাম |
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর |
তুঁহু মম মাধব তুঁহু মম দোসর,
.          তুঁহু মম তাপ ঘুচাও
.           মরণ, তু আও রে আও |
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
আঁখিপাত মঝু আসব মোদয়ি,
কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি
.           নীদ ভরব সব দেহ |
তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,
.            অতুলন তোঁহার লেহ |
দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি,
অনুখন ডাকসি, অনুখন ডাকসি
.             রাধা রাধা রাধা !
দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব,
কুঞ্জবাট’পর অবহুঁ ম ধাঁওব,
.             সব কছু টুটইব বাধা |
গগন সঘন অব, তিমিরমগন ভব,
তড়িত চকিত অতি, ঘোর মেঘরব,
শালতালতরু সভয় তবধ সব,
.              পন্থ বিজন অতি ঘোর----
একলি যাওব তুঝ অভিসারে,
যাক পিয়া তুঁহু কি ভয় তাহারে,
ভয় বাধা সব অভয় মুরতি ধরি,
.              পন্থ দেখাওব মোর |
ভানুসিংহ কহে------- ছিয়ে ছিয়ে রাধা,
.             চঞ্চল হৃদয় তোহারি,
মাধব পহু মম, পিয় স মরণসে
.              অব তুঁহু দেখ বিচারি |

.         ***************************     
.                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ্ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় |
কো তুঁহু বোলবি মোয় !

হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় |
কো তুঁহু বোলবি মোয় !

বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে,
হৃদয় বিদারয়িহৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে,
উতল প্রাণ উতরোয় |
কো তুঁহু বোলবি মোয় !

হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
চরণকমলযুগ ছোঁয় |
কো তুঁহু বোলবি মোয় !

গোপবধূজন বিকশিতযৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীলনীর’পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয় |
কো তুঁহু বোলবি মোয় !

তৃষিত আঁখি তব মুখ’পরে বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থোয় |
কো তুঁহু বোলবি মোয়

কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি |
যাচে ভানু ----- সব সংশয় ঘুচয়ি,
জনম চরণ’পর গোয় |
কো তুঁহু বোলবি মোয় !

.         ***************************     
.                                                                                                  
সূচিতে . . .    


মিলনসাগর
ছবি সৌজন্যে www.merepix.com
ছবিটি এই পাতার সামঞ্জস্যপূর্ণ করে
উপস্থাপন করা হয়েছে।