|
অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার, জনমে জনমে, যুগে যুগে অনিবার | চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার | যত শুনি সেই অতীত কাহিনী , প্রাচীন প্রেমের ব্যথা, অতিপুরাতন বিরহমিলনকথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে | আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উত্স হতে | আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে--- পুরাতন প্রেম নিত্যনূতন সাজে | আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে | নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি , একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি---- সকল কালের সকল কবির গীতি | জোড়াসাঁকো ২ ভাদ্র ১৮৮৯ . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও | সুদূর পশ্চিমাচলে কনক-আকাশতলে অমনি নিস্তব্ধ চেয়ে রও | অমনি সুন্দর শান্ত অমনি করুণকান্ত অমনি নীরব উদাসিনী, ওইমতো ধীরে ধীরে আমার জীবনতীরে বারেক দাঁড়াও একাকিনী | জগতের পরপারে নিয়ে যাও আপনারে দিবসনিশার প্রান্তদেশে | থাক্ হাস্য-উত্সব, না আসুক কলরব সংসারের জনহীন শেষে | এসো তুমি চুপে চুপে শ্রান্তিরূপে নিদ্রারূপে, এসো তুমি নয়ন-আনত | এসো তুমি ম্লান হেসে দিবাদগ্ধ আয়ুশেষে মরণের আশ্বাসের মতো | আমি শুধু চেয়ে অশ্রুহীন-শ্রান্ত-আঁখি, পড়ে থাকি পৃথিবীর ‘পরে ----- খুলে দাও কেশভার, ঘনস্নিগ্ধ অন্ধকার মোরে ঢেকে দিক স্তরে স্তরে | রাখো এ কপালে মম নিদ্রার আবেশ-সম হিমস্নিগ্ধ করতলখানি | বাক্যহীন স্নেহভরে অবশ দেহের ‘পরে অঞ্চলের প্রান্ত দাও টানি | তার পরে পলে পলে করুণার অশ্রুজলে ভরে যাক নয়নপল্লব | সেই স্তব্ধ আকুলতা গভীর বিদায়ব্যথা কায়মনে করি অনুভব | রেড সী ৭ কার্তিক ১৮৯০ . *************************** . সূচিতে . . . মিলনসাগর |
মানসী www.milansagar.com |