গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দীপনার গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
.              
আগে চল্, আগে চল্ ভাই       
আজি বাংলা দেশের হৃদয় হতে কখন আপনি      
আজি এ ভারত লজ্জিত হে     
আনন্দেরই সাগর থেকে     
আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে     
আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার      
আমি ভয় করব না ভয় করব না     
আরো আঘাত সইবে আমার     
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে       
এই মলিন বস্ত্র ছাড়তে হবে     
এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো         
এবার তোর মরা গাঙে বান এসেছে      
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে      
ওরে, আগুন আমার ভাই    
ওরে, নূতন যুগের ভোরে     
চলো যাই, চলো যাই, চলো যাই     
ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি      
তোর আপন জনে ছাড়বে তোরে      
নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার      
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে     
বজ্রে তোমার বাজে বাঁশি    
বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল     
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে    
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান    
বুক বেঁধে তুই দাঁড়া দেখি     
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো     
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে      
শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান      
সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান     
সুন্দর বটে তব অঙ্গদখানি     


মিলনসাগর
.
১।
২।
৩।
৪।
৫।
৬।

৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
রবীন্দ্রনাথের গান এখন বাঙালীর রক্তে প্রবাহিত হয়। বাঙালীর ব্যক্তিগত, সমষ্টিগত এবং জাতিগত স্তরে, হেন
মানসিক বা পারিপার্শিক মুহুর্ত খুঁজে পাওয়া দুষ্কর, যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বা একাধিক রবীন্দ্রনাথের গান নেই। তাঁর
গানের সুরে তালে বাঙালী, বঙ্গভঙ্গ রুখে দেওয়ার সাহস পেয়েছিল। তাঁর গানের তালে মোহনদাস কর্মচাঁদ গান্ধী ডাণ্ডী মার্চে
এগিয়ে গিয়েছিলেন। তাঁর গানে বাঙালী খুঁজে পেয়েছিল স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস। এখন আমরা স্বাধীন। কিন্তু
এখনও আমরা তাঁর গানে খুঁজে পাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, আন্দোলনের ভাষা। অনেকে বলেন, রবীন্দ্রনাথের
গানই নাকি বাঙালীর শেষ আশ্রয়স্থলের অন্যতম!

ইংরেজ কবি ডব্ল্যু বি ইয়েটস ভারতে  সফরকালে  শষ্যক্ষেত্রে চাষরত চাষিদের দেখেছিলেন গান করতে। তিনি জিজ্ঞেস
করে জানতে পারেন যে গানগুলি "রবিবাবুর গান"। এই রবিবাবুর সম্বন্ধে তাঁর আগ্রহ জন্মায় এবং তারপর রচনা হয় এক
বন্ধুত্বের ইতিহাস। সে অন্য কথা। এখানে আমরা বলতে চাই যে --- যে গান গেয়ে চাষির মন ভরে যায়, যে গান প্রতিদিন
বুদ্ধিজীবী থেকে শুরু করে মজদুরদের সভা সমিতিতে গাওয়া হয়, যে গান একাধিক কবি, গীতিকার, গণসঙ্গীতকারকে
প্রভাবিত করে, সেই গানের কয়েকটি আমরা এখানে "উদ্দীপনার গান" শিরোনামে রেখে ধন্য হলাম। গানগুলি রবীন্দ্রনাথের
গানের বিভিন্ন পর্যায় থেকে নেওয়া হয়েছে।  

আবেদন - আপনার জানা এই মেজাজের অন্য কোনো গান যদি এই পাতায় তুলতে চান তাহলে আমাদের গানটি লিখে
পাঠাবেন। বাংলায় টাইপ করে পাঠালে কতজ্ঞতা জানিয়ে ঐ পাতায় প্রেরকের নাম উল্লেখ করবো।