যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে | একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে || যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়----- . তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে || যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়----- . তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে || যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে----- . তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ||
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে | যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে | . ওরে মন, হবেই হবে || পাষাণসমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে, . আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে || সময় হল, সময় হল---- যে যার আপন বোঝা তোলো রে----- . দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে | ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে---- . এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ||
আমি ভয় করব না ভয় করব না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
. আমি ভয় করব না ভয় করব না | . দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না || তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে----- তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না || শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে---- সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের ‘পরে পড়ব না || ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে------ বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ||
আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার | . তোমারে করি নমস্কার | এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর----- . তোমারে করি নমস্কার || আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি . ওগো কর্ণধার | এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার----- . তোমারে করি নমস্কার ||
এখন রইল যারা আপন ঘরে চাব না পথ তাদের তরে . ওগো কর্ণধার | যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার----- . তোমারে করি নমস্কার | মোদের কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর . ওগো কর্ণধার | চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার----- . তোমারে করি নমস্কার ||
আমরা নিয়েছি দাঁড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল . ওগো কর্ণধার | মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার----- . তোমারে করি নমস্কার | আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে . ওগো কর্ণধার | কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার------ . তোমারে করি নমস্কার ||
আগে চল্, আগে চল্ ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
. আগে চল্, আগে চল্ ভাই ! পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, . বেঁচে মরে কিবা ফল ভাই ! . আগে চল্ , আগে চল্ ভাই || প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়---- ‘সময় সময়’ ক’রে পাঁজি পুঁথি ধ’রে . সময় কোথা পাবি বল্ ভাই ! . আগে চল্ , আগে চল্ ভাই ||
পিছায়ে যে আছে তারে ডেকে নাও . নিয়ে যাও সাথে করে----- কেহ নাহি আসে, একা চলে যাও . মহত্ত্বের পথ ধরে | পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন--- সাধিতে হইবে প্রাণের সাধন, . মিছে নয়নের জল ভাই ! . আগে চল্ , আগে চল্ ভাই ||
চিরদিন আছি ভিখারির বেশে . জগতের পখপাশে------ যারা চলে যায় কৃপাচোখে চায়, . পদধুলা উড়ে আসে | ধূলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে মানবের সাথে যোগ দিতে হবে---- তা যদি না পারো চেয়ে দেখো তবে . ওই আছে রসাতল ভাই ! . আগে চল্ , আগে চল্ ভাই ||