. বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই ! . শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্ণী ঠেলিস নে ভাই || একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক---- . বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই || মেলে কিনা মেলে রতন করতে তবু হবে যতন----- . না যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস নে ভাই ! ভাসাতে হয় ভাসা ভেলা, করিস নে আর হেলাফেলা---- . পেরিয়ে যখন যাবে বেলা তখন আঁখি মেলিস নে ভাই ||
ওরে, নূতন যুগের ভোরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, স্বদেশ পর্যায়
. ওরে, নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে || কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না . ওরে হিসাবি, এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ? . যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে | জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ ক’রে তুই করবি আপন জানা | . চলায় চলয় বাজবে জয়ের ভেরী---- পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি ||