*
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দীপনার গান
www.milansagar.com
বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান, স্বদেশ পর্যায়


বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল---
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ---
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা---
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন---
এক হউক, এক হউক, এক হউক, হে ভগবান॥

.                   ***************************     


.                                            
বীন্দ্রনাথের উদ্দীপনার গানের সূচীতে . . .    
.                                                    
রবীন্দ্রনাথের মূল সূচীর পাতায় . . .    



মিলনসাগর
*
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান, স্বদেশ পর্যায়


.        বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে |
.        পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে ||
লুঠ--করা ধন ক’রে জড়ো  কে হতে চাস সবার বড়ো------
.        এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে |
.        নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে ||
.        নীচে বসে আছিস কে রে,  কাঁদিস কেন ?
.        লজ্জাডোরে আপনাকে রে বাঁধিস কেন  ?
ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে-------
.        ধুলার ‘পরে স্বর্গ তোমায় গড়তে হবে------
.        বিনা অস্ত্র,   বিনা সহায়,   লড়তে হবে ||

.                   ***************************     


.                                            
বীন্দ্রনাথের উদ্দীপনার গানের সূচীতে . . .    
.                                                    
রবীন্দ্রনাথের মূল সূচীর পাতায় . . .    



মিলনসাগর
*
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান, স্বদেশ পর্যায়


ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো |
একলা রাতের অন্ধকারে  আমি চাই  পথের আলো ||
.         দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
.         বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু-----
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো ||
.          নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি----
.           দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি |
.          ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্ নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিশিয়ে দিলে সাদা কালো ||

.                   ***************************     


.                                            
বীন্দ্রনাথের উদ্দীপনার গানের সূচীতে . . .    
.                                                    
রবীন্দ্রনাথের মূল সূচীর পাতায় . . .    



মিলনসাগর