কবি অজিত দত্তর স্কেচটির শিল্পী দেবব্রত, সৌজন্যে 'দৈনিক স্টেটসম্যান'
কবি অজিত দত্তের জন্ম হয় বাংলাদেশের রাজধানী ঢাকার বিক্রমপুর মহকুমায় | মাত্র চার বছর বয়সেই পিতা অতুল দত্তের মৃত্যুর পর পিতামহ চন্দ্র কুমার দত্তের কাছে মানুষ হন | বাংলা এবং সংস্কৃত নিয়ে ঢাকা ইয়ুনিভার্সিটি থেকে বি-এ ও এম-এ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন | কলকাতায় রিপন স্কুলে এবং পরে রিপন কলেজে শিক্ষকতার চাকরি করেন | এর পর তিনি কলকাতায় ইন্ডিয়ান টি মার্কেট এক্সপ্যানশন বোর্ডে পাবলিসিটি অফিসারের কাজ করেন এবং পরে ক্যালকাটা ন্যাশানাল ব্যঙ্ক এ পাবলিসিটি অফিসারের কাজ করেন | সেই সময়েকার আর পাঁচটা প্রাইভেট ব্যাঙ্কের মতই এটিও অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবার পর চন্দননগর কলেজ, বারাসাত কলেজ, প্রেসিডেন্সি কলেজ এবং শেষে যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে অবসর গ্রহণ করেন | তিনি প্রথমে কবি বুদ্ধদেব বসুর সঙ্গে একত্রে ঢাকা থেকে 'প্রগতি' পত্রিকার সম্পাদনা করতেন | তাঁর প্রথম কাব্য গ্রন্থ 'কুসুমের মাস' (১৯৩০) | তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে পাতালকন্যা (১৯৩৮), নষ্ট চাঁদ (১৯৪৫০, পুনর্নবা (১৯৪৬), ছড়ার বই (১৯৫০), ছায়ার আলপ্না (১৯৫১), জনালা (১৯৫৯), রূপান্তর, সাদা মেঘ কালো পাহাড় (১৯৭০) | তিনি রোম্যান্টিক কবি হিসেবে খ্যাতি লাভ করেন | তাঁর কবিতায় তিনি যেন দুঃখ, যন্ত্রণা, হতাশা ইত্যাদি সব থেকেই মুক্ত |
উত্স: দেবব্রত চক্রবর্তীর 'আড্ডার টেবিলে কবি অজিত দত্ত', দৈনিক স্টেটসম্যান ৮ই ফেব্রুয়ারী ২০০৭