কবি আশিস ব্যানার্জীর সিঙ্গুরের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
জাগো চেতনা জাগো
আশিস বানার্জী
যেদিকে তাকাই, আর কিছু নাই, রক্ত, কেবলই রক্ত
ভদ্রবেশী জল্লাদ গুলো মানুষ খুনেতে মত্ত
ধোপদুরস্থ পাঞ্জাবী ধুতি, মুখটা মুখোশে ঢাকা
টাটা সালিমের গলা জড়িয়ে, আজ পিশাচ হয়েছে রাজা !
....তিরিশ বছর কেটে গেছে ঘুমিয়ে, সময় হয়েছে পার
এতদিন পর জড়তা কাটিয়ে তোলো হাতে তলবার
ভেঙে দাও ওই লাল হাতগুলো, ভেঙে ফেল ঔ দম্ভ
টেনে ফেলে দাও খুনে রাজাটাকে, বিদ্রোহ কর আরম্ভ...
******************** (১৬/৩/২০০৭) কলকাতা
এই কবিতাটি এই প্রথম প্রকাশিত হল |
.
উপরে
.
অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.
সিঙ্গুরের কবিতা
র মূল সুচির পাতায়
ফেরত
মিলনসাগর
সিঙ্গুরের কবিতার সূচিতে ফেরত
*
হালফিলের নন্দী ভৃঙ্গীরা ও তাদের গুরু
আশিস বানার্জী
এসেছে ভৃঙ্গীর দল নন্দীকে মারতে
নিয়ে লাঠি, গুলি, বোমা অশান্তি আনতে |
ভাঙ্ আর গুলী খেয়ে, মহাদেব বুদ্ধ
নন্দীর প্রতি আজ অতিশয় ক্রুদ্ধ |
আজ কাল নন্দীর বড় বাড় বেড়েছে,
মালিকের কথা মানা একেবারে ছেড়েছে |
মহাদেব চাইছেন চাষবাস তুলে দাও,
খিদে পেলে গপাগপ ভাঙ্ আর হাওয়া খাও |
তবু যদি ভুখা পেট, নেই কোনো ভাবনা
নন্দীর জমিজমা বিকিয়ে তা দাওনা?
এই সব অদ্ভুত মালিকের সমাধান
নন্দীর সাথে তাই বেড়ে ওঠে ব্যাবধান |
তাই তিনি ভৃঙ্গীকে পাশে নিয়ে এইবার
চুপিসাড়ে কথা বলে Plan দেন মারবার |
হারে রে রে করে ওঠে ভৃঙ্গীর সেনানী
সাথে আরো শ'য়ে শ'য়ে হার্মাদ বাহিনী |
গুলি চলে, বোমা পড়ে নন্দীর ভিটেতে
ছেলে, বৌ, মেয়ে, বুড়ো লুটে পড়ে মাটিতে |
মা'র মা'র কাট্ কাট্ রব তোলে ভৃঙ্গী
মহাদেব বুদ্ধ আছেন তো সঙ্গী |
নন্দীর কুড়ে ঘর ভেঙে চুড়ে খান্ খান্ ,
আরো কত গোবেচারা, বুকে পেটে গুলি খান |
দূর থেকে TV দেখে মহাদেব বড় খুশ
বাড়াবাড়ি করলেই নন্দীকে দুরমুশ ||
******************** (১৬/৩/২০০৭) কলকাতা
এই কবিতাটি এই প্রথম প্রকাশিত হল |
.
উপরে
.
অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.
সিঙ্গুরের কবিতা
র মূল সুচির পাতায়
ফেরত
*
১।
জাগো চেতনা জাগো
২।
হালফিলের নন্দী ভৃঙ্গিরা ও তাদের গুরু