কবি বলদেব পালিত ছিলেন উনবিংশ শতকের প্রথমার্ধে সংস্কৃত কবিতার আদর্শ অনুসারী প্রসিদ্ধ কবি | তাঁর প্রথম কাব্যগ্রন্থ "কাব্যমঞ্জরী" (১৮৬৮), "বঙ্গদর্শন" পত্রিকার প্রশংসা অর্জন করেছিল | কিন্তু তাঁর দ্বিতীয় কাব্য "কাব্যমালা" (১৮৭০), "শারীরিক প্রবৃত্তির উদ্দীপক" বলে নিন্দিত হয় | তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে "ললিত কবিতাবলি" (১৮৭০), "ভর্তৃহরি কাব্য" (১৮৭২), "কর্ণার্জুন কাব্য" (১৮৭৫) ইত্যাদি |
তাঁর কিছু কাব্য সেই যুগে সমাদর পায় নি ঠিকই, কিন্তু তা হয়তো এই কারণে যে তখনকার সেই সমাজ তাঁর রচনার জন্য প্রস্তুত ছিল না | এখানে তাঁর "কাব্যমালা" থেকেও আমরা কয়েকটি কবিতা এখানে তুলে ধরছি |